1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত

৪ এপ্রিল ২০১২

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৫ই মে বাংলাদেশে আসছেন৷ তাঁর এই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে অগ্রগতির খবর জানতে চায় বাংলাদেশ সরকার৷ আর ভারতের আন্তঃনদী সংযোগের বিষয়টি নিয়েও উদ্বেগ আছে সরকারের৷

ছবি: AP

এবার প্রণব মুখার্জি ঢাকা আসছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আমন্ত্রণে৷ তাঁর সফরের মূল উদ্দেশ্য ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেয়া৷ বাংলাদেশ-ভারত মিলে গত এক বছর ধরে যে অনুষ্ঠানমালার আয়োজন করেছে তা শেষ হবে ৬ই মে – জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷

তিনি ডয়চে ভেলেকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জি দেখা করবেন৷ বৈঠক হবে অর্থমন্ত্রীর সঙ্গে৷ সেই বৈঠকে দ্বিপাক্ষিক অর্থ আর বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা হবে৷ তবে সেই সাথে প্রণব মুখার্জির কাছ থেকে তিস্তার পানি চুক্তি নিয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে আগ্রহী সরকার৷

ডয়চে ভেলের ভিন্ন এক প্রশ্নের জবাবে ড. গওহর রিজভী বলেন, ভারতের আন্তঃনদী সংযোগ যদি বাংলাদেশের জন্য কোন ক্ষতির কারণ হয় তাহলে বাংলাদেশ অবশ্যই তার প্রতিবাদ জানাবে৷ তবে তার আগে আমাদের জানতে হবে, ভারত আসলে কী করতে যাচ্ছে৷

প্রণব মুখার্জি'র পরিচিতি ‘বাংলাদেশের বন্ধু' হিসেবে৷ ২০১০ সালের আগস্টে এই ‘বন্ধু' বাংলাদেশে ছুটে এসেছিলেন ঢাকা-দিল্লি চুক্তি'র বাস্তবায়নে ধীর গতির কারণে ক্ষুব্ধ ঢাকাকে আশ্বস্ত করতে৷ সেই যাত্রায় তিনি বরফ গলাতে সক্ষম হন৷ আর এবার তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতার ফলে আবার কালো মেঘ জমেছে৷ বিশ্লেষকরা দেখতে চান প্রণবের ঢাকা সফরে সেই মেঘ সরে যাওয়ার কোন বার্তা আসে কিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ