1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তুষ্টির আভাস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ মার্চ ২০১৩

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর দেখা না করার বিষয়টি অভ্যন্তরীণ রাজনীতির হিসেব বলে মনে করেন বিশ্লেষকরা৷ তবে এতে বাঙালি যে অতিথিপরায়ণ, সেই সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন তাঁরা৷

India's Finance Minister Pranab Mukherjee speaks to the media outside his office before submitting his resignation from his post to contest in the Indian presidential election in New Delhi June 26, 2012. REUTERS/Adnan Abidi (INDIA - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

তিন দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ এই সফরে বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জিকে স্বাধীনতার সম্মাননা স্মারক দেয়া হয়েছে৷ দেয়া হয়েছে সম্মানসূচক ডি লিট ডিগ্রি৷ বাংলাদেশের জামাইবাবু নড়াইলে সস্ত্রীক তার শ্বশুরবাড়িতে গিয়েছেন৷ সেখানে তাঁকে দেয়া হয়েছে প্রাণঢালা অভ্যর্থনা৷ কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বিএনপি-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ তাঁর এই পূর্বনির্ধারিত সফরের প্রথম দুই দিন জামায়াত এবং শেষ একদিন বিএনপি হরতাল পালন করেছে৷

তিন দিনের সফর শেষে মঙ্গলবার বিকেলে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিছবি: picture alliance/dpa

কেন এমন হল? আর এর নেপথ্যেই বা কী আছে? প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের কাছে৷ তাঁর মতে, প্রণব মুখার্জি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পাদিত সব চুক্তি বাস্তবায়নের কথা বলেছেন৷ বলেছেন সীমান্ত চুক্তি সংসদে অনুমোদন এবং তিস্তার পানি চুক্তির কথা৷ তবে অধ্যাপক ইমতিয়াজ মনে করেন, বাস্তবে কী হবে তা এখনো বলা যাচ্ছেনা৷ কিন্তু ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি তাঁর প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছেন, এটিই অনেক বড় কথা৷

উল্লেখ্য ১৯৭৪ সালের পর ভারতের কোনো রাষ্ট্রপতি এই প্রথম বাংলাদেশ সফর করলেন৷ ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরির বাংলাদেশ সফরের ৪০ বছর পর সফর করলেন বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ