1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রণব মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

১০ আগস্ট ২০২০

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত। টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। 

ছবি: picture-alliance/dpa

স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রণববাবু হাসপাতালে গেছিলেন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। প্রণববাবুর এমনিতে করোনার কোনো উপসর্গ নেই, তিনি অ্যাসিমটোমেটিক। প্রণববাবু টুইট করে বলেছেন, ''অন্য একটি কাজে হাসপাতালে গিয়েছিলাম। তখন আমার করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। তাই গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা যেন আইসোলেশনে যান এবং করোনা পরীক্ষা করিয়ে নেন।''

প্রণববাবুর বয়স ৮৪ বছর। কয়েক বছর আগে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেয়। তারপর তিনি নিয়মিত চেক আপ করান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত। মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রীদের করোনা হয়েছে। বিভিন্ন রাজ্যে একগুচ্ছ রাজনৈতিক নেতা ও মন্ত্রীরও করোনা হয়েছে। ভারতে সর্বোচ্চ স্তরের ব্যক্তিত্বদের মধ্যে প্রণববাবুই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

প্রণববাবু তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানোর পর সামাজিক মাধ্যম শুভেচ্ছায় ছেয়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের ছোট-বড় সব নেতা, সাধারণ মানুষেরা জানিয়েছেন, তাঁরা প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

ভারতে এখন করোনায় লাগাম পরানো সম্ভব হয়নি। গত ২৪ ঘণ্টায় ৬২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্র, উত্তর প্রদেশ, পাঞ্জাব সহ দশ রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে। তাই মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ওই দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। কেন করোনা আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছে না তা নিয়ে আলোচনা করবেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ