1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন

২২ জুলাই ২০১২

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়৷ ক্ষমতায় থাকা কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে খুব সহজেই সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মুখোপাধ্যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই৷

India's Finance Minister Pranab Mukherjee speaks to the media outside his office before submitting his resignation from his post to contest in the Indian presidential election in New Delhi June 26, 2012. REUTERS/Adnan Abidi (INDIA - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

প্রণব মুখোপাধ্যায়ের নির্বাচনি মুখপাত্র রাজিব শুক্লা জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায় তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী পুর্ন অজিতক শংমা'র চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ উল্লেখ্য, সংসদে নিম্ন কক্ষের সাবেক স্পিকার ৬৪ বছর বয়সি শংমা প্রধান বিরোধী দল ভারতীয় জনতা দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন৷ শুক্লা বলেন, ‘‘এটি একটি বড়মাপের জয়৷ মুখোপাধ্যায় ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হয়েছেন৷ তবে ভোট গণনা সম্পূর্ণ শেষ হলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে৷''

ভারতের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি একটি অলংকারিক পদ৷ সেখানে প্রধানমন্ত্রীই নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে থাকেন৷ তবে রাষ্ট্রপতি যে কোন রাজনৈতিক সংকটের সময় সংবিধানের রক্ষাকারী হিসেবে এবং সরকার গঠনে উপদেষ্টার ভূমিকা পালন করতে পারেন৷ জাতীয় সংসদের উচ্চ ও নিম্ন কক্ষের সাংসদ এবং রাজ্যসভার সাংসদদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন৷

ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাটিল-এর পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫শে জুলাই৷ তাই তাঁর উত্তরসূরির সন্ধানে ১৯শে জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়৷ প্রথমিক ফলাফল অনুসারে ১৩তম রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাটিলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়৷ সেক্ষেত্রে আগামী বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন মুখোপাধ্যায়৷

অর্থমন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকা বেশ সমালোচনার মুখে পড়ে৷ বিশেষ করে ভারতের অর্থনীতিতে আরো উদারপন্থা অবলম্বনে সংস্কার সাধনে ব্যর্থতার অভিযোগ ওঠে সমালোচক মহল থেকে৷ তবে রাষ্ট্রপতি হিসেবে তিনি তাঁর পূবসূরিদের চেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্লেষকরা মনে করছেন৷ ভারতের ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ' এর বিশ্লেষক সঞ্জয় কুমার বলেন, ‘‘বর্তমান সরকারের টালমাটাল অবস্থার মধ্যে মুখোপাধ্যায় শক্ত হাতে জাহাজের হাল ধরতে পারবেন৷ কারণ সংকটমোচনকারী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে৷''

৭৬ বছর বয়সি বলিষ্ঠ রাজনৈতিক নেতা প্রণব মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর পশ্চিম বঙ্গের মিরাঠি গ্রামে জন্মগ্রহণ করেন৷ তাঁর পিতাও ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ নেতা এবং সেজন্য তাঁকে ব্রিটিশ আমলে ১০ বছর জেল খাটতে হয়েছিল৷ প্রণব মুখোপাধ্যায় ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় দুই দশকের বেশি সময় ধরে একাধারে অর্থ, পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ