1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রণব মুখোপাধ্যায় ভেন্টিলেটারে

১১ আগস্ট ২০২০

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভেন্টিলেটারে। সোমবার তাঁর করোনা ধরা পড়ে। রাতে তাঁর মস্তিষ্কে অপারেশন হয়।

ছবি: picture-alliance/dpa

তিনি নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, অন্য একটি কারণে হাসপাতালে যেতে হয়েছিল, তখন পরীক্ষায় করোনা ধরা পড়েছে। তিনি সেনা হাসপাতালে ভর্তিও হন। তারপর সেখানেই তাঁর অপারেশন হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে ছিল। অপারেশন করে সেই জমা রক্ত পরিষ্কার করে দেওয়া হয়। তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

আনন্দবাজার জানাচ্ছে, আগের দিন রাতে শৌচাগারে পড়ে গেছিলেন প্রণববাবু। তাঁর মাথায় আঘাত লাগে। স্নায়ুর সমস্যা দেখা দেয়। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধরা পড়ে মাথায় রক্ত জমাট বেঁধেছে। দ্রুত অস্ত্রোপচার করা দরকার। তখনই পরীক্ষা করতে গিয়ে করোনা ধরা পড়ে। 

প্রণববাবু অবশ্য গত কয়েক মাস বাড়ির বাইরে বেরোননি। অল্প কয়েকজনের সঙ্গে দেখা করেছেন। তাঁদেরও দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। তারপরেও তাঁর করোনা হয়েছে। তাঁর করোনার সাধারণ উপসর্গ ছিল না।

তাঁর অসুস্থতার খবর শুনে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ দ্রুত আরোগ্য কামনা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, ''প্রণবদার করোনা হওয়ার খবরে আমি খুবই উদ্বিগ্ন। প্রার্থনা করছি, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন।'' দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। প্রতিরক্ষাামন্ত্রী রাজনাথ সিং হাসপাতালে গিয়ে প্রণববাবুকে দেখে এসেছেন।

জিএইচ/এসজি(পিটিআই, আবাপ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ