1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতারকের খপ্পরে পড়ে ৩০০ জনের হজে যাওয়া বন্ধ

৬ জুলাই ২০২২

ঢাকার শ্যামলীর শাহানা ইসলাম লাগেজ বেঁধে অপেক্ষা করছেন হজে যাওয়ার জন্য৷ ২৭ জুন ফ্লাইট জানিয়েছিলেন মোয়াল্লেম আব্দুল হাই৷ এক সপ্তাহ পরেও ফ্লাইটের কোনো খবর নেই, মোয়াল্লেমের ফোনও বন্ধ৷

ছবি: Reuters/Z. Bensemra

একই অবস্থা মিরপুরের তহমিদা বেগমের৷ তিনি ও তার ছেলে তহমিদ হাসানের হজে যাওয়ার কথা ছিল আব্দুল হাইয়ের সঙ্গে৷ কিন্তু মোয়াল্লেম ফ্লাইট হবে-হচ্ছে করে এক সপ্তাহ থেকে ‘ঘোরাচ্ছেন'৷ সোমবার থেকে তারাও আর মোয়াল্লেমের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷

শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে৷ তার আগে মঙ্গলবার ঢাকা থেকে হজের শেষ ফ্লাইট ছেড়ে গেছে৷ এ অবস্থায় তারা হজে যাওয়ার আশাই ছেড়ে দিয়েছেন৷ মোয়াল্লেমকে দেওয়া টাকাটা অন্তত ফেরত পান, সেজন্য তারা সরকারের সহায়তা চাইছেন৷

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের কাছে থাকা খবর অনুযায়ী হজে যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনশোর মত হজযাত্রী৷ 

ভুক্তভোগী শাহানা ইসলাম বলছেন, ‘‘আমাদের কাছ থেকে ছয় লাখ করে টাকা নিয়েছে৷ আমাদের পাসপোর্টসহ সব কাগজপত্র মোয়াল্লেমের কাছে৷ সোমবার থেকেই তার ফোন বন্ধ৷’’

শাহানাদের দলে ৩২ জন রয়েছেন, যারা আব্দুল হাইয়ের সঙ্গে হজে যাওয়ার চুক্তি করেছিলেন৷ সবাই এখানে-ওখানে অনেক ছোটাছুটি করেও কোনো প্রতিকার পাচ্ছেন না৷ সামাজিক সম্মানহানির চিন্তা, টাকা হারানোর শঙ্কা পেয়ে বসেছে পরিবারগুলোকে৷

‘‘অনেক বাড়িতে তো কান্নাকাটি শুরু হয়ে গেছে৷ কারণ আগামী বছরও ৬৫ বছর বেধে দেওয়া নিয়ম থাকলে অনেকে আর হজে যেতে পারবেন না,’’ বলেন শাহানা৷

কোভিড পরিস্থিতিতে হজে যাওয়ার জন্য এবার ৬৫ বছর বয়সের সীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার৷ ফলে গতবার নিবন্ধন করেও অনেকে এবার যেতে পারেননি৷ অবশ্য তাদের পরিবারের একজনকে সে সুযোগ দেওয়া হয়েছে৷

ভুক্তভোগীরা জানাচ্ছেন, মোয়াল্লেম আব্দুল হাই সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি মসজিদের ইমাম৷ এক দশকের বেশি সময় ধরে তিনি হজে মোয়াল্লেম হিসেবে কাজ করছেন বলে এলাকা থেকে তথ্য নিয়েই তাকে টাকা দিয়েছেন তারা৷

আব্দুল হাই তার একাধিক নম্বর দিয়েছিলেন হজযাত্রীদের৷ সবগুলো নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে৷ এমনকি আব্দুল হাইয়ের সহকারী হিসেবে যে ব্যক্তি কাজ করছিলেন, তার নম্বরও বন্ধ৷

তহমিদা বেগম বলছেন, তারা অনেকবার হজ ক্যাম্পে গেছেন৷ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন৷ কিন্তু কোনো সুরাহা হয়নি৷

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মো. শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন পর্যন্ত ৩০০ হজযাত্রী প্রতারণার শিকার হয়েছেন বলে তাদের কাছে খবর রয়েছে৷

‘‘বারবার সতর্ক করার পরেও প্রায় ৩০০ (এখন পর্যন্ত খবর অনুযায়ী) হজযাত্রীকে প্রতারণা করার উদ্দেশ্যে কিছু অসাধু চক্র এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনিবন্ধিত বেনামি এজেন্সি (আল হেলাল এজেন্সি) এবং নিবন্ধিত এজেন্সি মারিয়া, আরবি ট্যুরস ইত্যাদি সংস্থা হজযাত্রীদের প্রাক নিবন্ধন ও নিবন্ধন না করেই হজে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে৷

‘‘ওই প্রতারিত ব্যক্তিরা সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন উপায়ে ভিসা সংগ্রহের অপতৎপরতা চালিয়েছে, যা মোটেও কাম্য নয়৷ এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগতকরণসহ সতর্ক করা হল৷ এসব চক্রের বিরুদ্ধে মন্ত্রণালয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে৷’’

কোভিড মহামারির কারণে দুই বছর বিদেশিদের জন্য হজ বন্ধ থাকার পর এ বছর শর্তসাপেক্ষে হজ আয়োজন করেছে সৌদি আরব৷ হজের জন্য বয়স নির্ধারণ, প্রতিটি দেশ থেকে সংখ্যা (কোটা) নির্ধারণসহ বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে সৌদি সরকার৷ 

বাংলাদেশ থেকে চলতি বছর হজ করতে সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন; তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়৷

এবার সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন৷ তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী৷

আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা৷ ৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন৷ ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ৷

হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে চলবে ৪ অগাস্ট পর্যন্ত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ