1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোলা সম্মান

২৮ এপ্রিল ২০১২

শেক্সপিয়ারকে প্রতারক দেখিয়ে ছয় ছয়টি জার্মান ‘লোলা’ জিতলো রোলান্ড এমেরিশের ছবি ‘অ্যানোনিমাস’৷ সেরা ছবির পুরস্কার জিতেছে আন্দ্রিয়াস ড্রিজেন এর ‘স্টপ্ড অন ট্র্যাক’৷

ছবি: Reuters

জনপ্রিয়তাতে না হলেও জার্মানির সেরা চলচ্চিত্র সম্মাননা লোলা টাকার জোরে অস্কারকেও ছাড়িয়ে গেছে৷ মোট চার লাখ মিলিয়ন ডলার প্রাইজমানি দেওয়া হয় এই সম্মাননার জন্য৷ শুক্রবার সেই সম্মাননায় সবচেয়ে বেশি আলোচিত হলো জার্মানিতে জন্ম নেওয়া হলিউড পরিচালক রোলান্ড এমেরিশের ছবি ‘অ্যানোনিমাস'৷ এই ছবিটি নিয়ে ব্রিটেনে বেশ সমালোচনা হয়েছে, কারণ এতে দেখানো হয় উইলিয়াম শেক্সপিয়ার এক মাতাল যিনি কিনা নিজের নামটিও ঠিকভাবে লিখতে পারেন না৷ জাত্যাভিমানি ব্রিটিশরা এই অপমান সহ্য করতে পারে নি৷ কিন্তু জার্মানির দর্শকরা ছবিটি বেশ ভালোভাবেই গ্রহণ করেছে৷ এমনকি এবারের অস্কারেও একটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলো ‘অ্যানোনিমাস'৷ লোলা-তেও মোট ছয়টি পুরস্কার জিতে নিয়ে সবচেয়ে আলোচিত এমেরিশের ছবিটি৷ হলিউডের ‘ইন্ডিপেন্ডেন্স ডে' আর ‘২০১২'-র মত ছবি করে আগে থেকেই মারদাঙ্গা ছবির পরিচালক হিসেবে পরিচিত রোলান্ড এমেরিশ৷

নিনা হসছবি: picture-alliance/dpa

তবে সেরা ছবির পুরস্কারটি গেলো আন্দ্রিয়াস ড্রিজেনের ‘হাল্ট আফ ফ্রাইয়ার স্ট্রেকে' বা ‘স্টপ্ড অন ট্র্যাক' এর কাছে৷ ব্রেন টিউমারে আক্রান্ত এক রোগীর ঘটনা এবার গোল্ডেন লোলা জিতলো৷ সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ মোট চারটি ক্যাটাগরিতে লোলা জিতলো এই জার্মান ছবিটি৷ এর আগেও আরও একবার সেরা পরিচালক হয়ে লোলা জিতেছিলোন আন্দ্রিয়াস ড্রিজেস৷

দ্বিতীয় সেরা ছবির সিলভার লোলা গেল এবার বারবারা-র কাছে৷ ছবিটি মোট আটটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে সকলের নজর কেড়েছিলো৷ নিনা হস অভিনীতি ছবিটিতে তুলে ধরা হয়েছে আশির দশকে কম্যুনিস্ট শাসিত পূর্ব জার্মানির দূরবস্থার সেই দিনগুলো৷ পশ্চিম জার্মানিতে বসবাসরত প্রেমিকের কাছে যাওয়ার আবেদন করার পর পূর্ব জার্মানি থেকে বহিস্কার করা হয় এক ডাক্তারকে, বারবারা ছবির কাহিনীর মূল বিষয় এটি৷ বার্লিন চলচ্চিত্র উৎসবে একটুর জন্য সেরা ছবির পুরস্কারটি হাতছাড়া হয়ে গিয়েছিলো৷ তবে লোলা-র সেরা হয়ে তা পুষিয়ে দিলো ‘বারবারা'৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স, ডিএপিডি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ