আপাতত ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এই পানির উৎস জানতে মাঠে নামে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
আমাদের কনটেন্ট পার্টনার বাংলা ট্রিবিউন জানায়, সোমবার সকালে অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান জানান, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হাজিদের জমজমের পানি দিচ্ছে রোবট
02:20
তিনি বলেন, "আমার মতে, অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন যে, এ বিষয়ে কী করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।"
"আমার যতটুকু ধারণা, ছোট বোতল এখানেই রিফিল হয়। আমরা গোয়েন্দা সংস্থাকে এই বিষয়ে কাজে লাগাবো। যেখানেই তথ্য পাবো সেখানেই অভিযান চালাবো। এটা একটা দেশের ভাবমূর্তির বিষয়। আর ভোক্তার সঙ্গে প্রতারণার বিষয় তো আছেই,” ডিজি বলেন।
তিনি আরও বলেন, "বিশ্বাসের কথা বলে জমজমের পানি বিক্রি করা যাবে না, উৎস জানতে হবে।"
উল্লেখ্য, বায়তুল মোকাররম এলাকায় অন্তত ২০০-২৫০ দোকানদার জমজমের পানি বিক্রি করে আসছিল।
একেএ/কেএম (বাংলা ট্রিবিউন)
হজের আদ্যোপান্ত
শুরু হয়েছে হজ পালনের আনুষ্ঠানিকতা। ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
ছবি: picture-alliance/Photoshot
হজের আনুষ্ঠানিকতা
হিজরি জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের অনুষ্ঠানিকতা পালন করতে হয় মুসলমানদের৷
ছবি: Getty Images/AFP/K. Sahib
কাবা ঘিরে প্রার্থনা
ইসলাম ধর্মে বিশ্বাসীরা কাবাকে সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করেন৷ ফলে এই কাবার দিকে মুখ করেই প্রার্থনায় রত থাকেন তাঁরা৷
ছবি: Reuters
হজের প্রথম দিন
ঐতিহ্যগতভাবে মক্কায় ওমরাহ পালনের মধ্য দিয়ে শুরু হজের আনুষ্ঠানিকতা৷ সারা বছরই ওমরাহ পালন করা যায়৷
ছবি: picture alliance/AP Photo/skajiyama
হজের দ্বিতীয় দিন
মিনা উপত্যকায় রাত যাপনের পরদিন মক্কা থেকে ২০ কিলোমিটার পূর্বদিকে আরাফাত ময়দানে যেতে হয় হজযাত্রীদের, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী (সা.)৷ এরপর শেষ বিকেলে প্রায় নয় কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় মুজদালিফায়৷
ছবি: REUTERS
হজের শেষ তিন দিন
হজের শেষ তিন দিনে থাকে তিনটি আনুষ্ঠানিকতা৷ শেষবারের মতো কাবা প্রদক্ষিণ এবং মিনায় পাথর নিক্ষেপ করে বিশেষ পোশাক ইহরাম খুলে ফেলতে হয়৷ এসময় পুরুষরা সাধারণত মাথার চুল ফেলে দেন এবং নারীরা তাঁদের চুল ও মাথা ঢেকে রাখেন৷ হজের শেষ দিনে কোরবানি করে মাংস গরীব-দুঃখীদের বিলিয়ে দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/SPA
হজের সময় বারণ
হজ পালনের সময় কোনো পুরুষের জন্য সহবাস, চুল, নখ, গোঁফ, বগল নাভির নীচে শেভ করা, সেলাই করা পোশাক না পরা, সুগন্ধি ব্যবহার এবং কোনো কিছু শিকার করা হারাম৷