1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতারণা সন্দেহে জমজমের পানি বিক্রি বন্ধ

৩০ জানুয়ারি ২০২৩

আপাতত ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এই পানির উৎস জানতে মাঠে নামে প্রতিষ্ঠানটি।

আপাতত ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার।
মক্কায় হাজীদের জমজমের পানি দেয়া হচ্ছেছবি: Fethi Belaid/AFP/Getty Images

আমাদের কনটেন্ট পার্টনার বাংলা ট্রিবিউন জানায়, সোমবার সকালে অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় শেষে অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান জানান, জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

হাজিদের জমজমের পানি দিচ্ছে রোবট

02:20

This browser does not support the video element.

তিনি বলেন, "আমার মতে, অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন যে, এ বিষয়ে কী করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।"

"আমার যতটুকু ধারণা, ছোট বোতল এখানেই রিফিল হয়। আমরা গোয়েন্দা সংস্থাকে এই বিষয়ে কাজে লাগাবো। যেখানেই তথ্য পাবো সেখানেই অভিযান চালাবো। এটা একটা দেশের ভাবমূর্তির বিষয়। আর ভোক্তার সঙ্গে প্রতারণার বিষয় তো আছেই,” ডিজি বলেন।

তিনি আরও বলেন, "বিশ্বাসের কথা বলে জমজমের পানি বিক্রি করা যাবে না, উৎস জানতে হবে।"

এ বিষয়ে মালিক সমিতি ও ব্যবসায়ীদের লিখিত মতামত এবং ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বায়তুল মোকাররম এলাকায় অন্তত ২০০-২৫০ দোকানদার জমজমের পানি বিক্রি করে আসছিল।

একেএ/কেএম (বাংলা ট্রিবিউন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ