1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ বিলিয়ন ফোন রেকর্ড

৭ ডিসেম্বর ২০১৩

সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আবারও চমকে দেয়ার মতো প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’৷ এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মোবাইল ফোনের গতিবিধি অনুসরণ করছে এনএসএ৷

Symbolbild USA Prism NSA Abhörskandal
ছবি: imago/Christian Ohde

প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি' প্রতিদিন বিশ্বব্যাপী মোবাইল ফোনের অবস্থান সম্পর্কিত প্রায় ৫ বিলিয়ন রেকর্ড সংগ্রহ করছে৷ বিশ্লেষণমূলক পদ্ধতি ব্যবহার করে এই নজরদারি চালানো হচ্ছে – যাকে বলা হয় ‘কো-ট্রাভেলার'৷ এই পদ্ধতিতে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে এনএসএ সেগুলোকে তাদের ডাটাবেজ বা তথ্যভাণ্ডারে জমা রাখছে৷ এ থেকে বোঝা যায়, এনএসএ পৃথিবীর যে-কোনো স্থানের মোবাইলের গতিবিধি এবং ঐ মোবাইল থেকে যাদেরকে ফোন করা হয় তাদের উপর নজরদারি করতে পারে৷

শুধু দেশের বাইরে যাওয়া মার্কিন নাগরিকের মোবাইল ফোনই নয়, তিনি যাকে ফোন বা বার্তা পাঠাচ্ছেন, তাকেও অনুসরণ করছে এনএসএ৷ সেইসঙ্গে দু'জনের মধ্যকার সম্পর্ক কি তাও অনুসন্ধান করছে সংস্থাটি – যা এতদিন ছিল অকল্পনীয়৷ সংবাদ সংস্থা এএফপি এ অভিযোগের বিষয়ে এনএসএ কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি৷

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সাধারণ মার্কিনিদের গোপনীয়তা যাতে লঙ্ঘিত না হয়, সেজন্য এনএসএ সংস্কারের প্রস্তাব তুলবেন তিনি৷ এমএসএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন ওবামা৷

এপিবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ