1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবন্ধকতা দূর করতে ‘রোবোহ্যান্ড'

ইয়ুলিয়া ইয়াকি/এসবি২৯ জুন ২০১৫

যুদ্ধ-বিগ্রহ, সংকট, জন্মগত ত্রুটি – অনেক কারণে মানুষের অঙ্গহীনতা দেখা যেতে পারে৷ অথচ কৃত্রিম অঙ্গ তৈরির পথে প্রযুক্তি, মূল্য, যোগাযোগ – এ রকম অনেক অন্তরায় দেখা যায়৷ দক্ষিণ আফ্রিকার এক উদ্ভাবক এর অভিনব সমাধান বার করেছেন৷

29.04.2015 DW GLOBAL 3000 RoboHand

বয়স মাত্র ১২ হলেও কেইলা গেলাসের জীবনটা দক্ষিণ আফ্রিকার আর পাঁচটা কিশোরীর থেকে আলাদা৷ কেইলার জন্ম থেকেই বাঁ হাত নেই৷ কেইলা প্রতিবন্ধী৷ অবশ্য সে দিব্যিই সব কাজ সেরে ফেলতে পারে৷ তবে মাঝে মধ্যে সে-ও দ্বিতীয় হাতের অভাব বোধ করে৷

কৈলার কথায়, ‘‘আমি কাঠের কাজের ক্লাসে নাম লিখিয়েছিলাম৷ কিন্তু ওরা অনেক পেরেক ব্যবহার করে৷ আমি এত দ্রুত হাতুড়ি দিয়ে পেরেক ঠুকতে পারি না৷ আমি শুধু তার এবং আঁকার কাজ করলাম৷ শিক্ষককেই পেরেকের কাজ করতে হলো৷''

কেইলার বাবা মানফ্রেড গেলেস অনেকদিন ধরে কৃত্রিম হাতের খোঁজ করছিলেন৷ তিনি জানান, ‘‘প্রথম কোটেশন ছিল প্রায় ২০,০০০ ইউরোর বেশি৷ আমাদের কাছে ব্যাপারটা ছিল অর্থহীন, কারণ কেইলা এখন বড় হয়ে উঠছে৷ তাছাড়া যিনি সেটা তৈরি করছিলেন, তিনি আমাদের মেয়ের কথাই শোনেননি৷ আমার মেয়ে একটি হাত ছাড়াই জন্মেছে৷ তাই সে অনেক কিছুই নিজে করতে পারে৷ সে শুধু নির্দিষ্ট কিছু কাজ করতে চেয়েছিল৷''

এরপর একদিন একটি প্রতিবেদন পড়ে মানফ্রেড গেলেস কাছেরই একটি কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারকের কথা জানতে পারেন৷ তাঁর নাম রিশার্ড ফান আস৷ ২০১২ সাল থেকে প্রাক্তন এই ছুতোর মিস্ত্রী সস্তায় কৃত্রিম অঙ্গ তৈরি করছেন৷ আসলে একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দেয়৷

উদ্ভাবক রিশার্ড ফান আস জানান, ‘‘২০১১ সালে আমি ডান হাতের চারটি আঙুল কেটে ফেলেছিলাম৷ হাসপাতালে গিয়ে ভাবছিলাম, এবার কী করে কাজ চালিয়ে যাবো৷ জীবনটাই বা কেমন হবে৷ এমন বিপর্যয়ের পর আমি মানুষের হাত নিয়ে ভাবনা-চিন্তা শুরু করি৷ তারপর দেখলাম ব্যাপারটা খুব কঠিন হবে না৷ আমি বিকল্প তৈরি করলাম৷''

আশ্চর্যের বিষয়, মাত্র সাত দিনেই নিজের জন্য কৃত্রিম আঙুল তৈরি করেন রিশার্ড৷ এখানেই শেষ নয়, এরপর তিনি ‘রোবোহ্যান্ড' তৈরি করেন, যা কেইলার জীবনেও আনন্দ নিয়ে আসে৷ প্রথম সাক্ষাতেই রিশার্ড ফান আস তাকে কথা দিয়েছিলেন, ‘‘এটা অর্থোপ্লাস্টিক, এবার এটা তোমার হাতের আকারে তৈরি হবে৷''

তার ও ইলাস্টিক এই রোবট-হাত বা ‘রোবোহ্যান্ড'-এর অংশগুলিকে ধরে রাখে৷ তাই হাতের বিশেষ অংশ হেলিয়ে হাত নাড়াচাড়া করা যায়৷ বলা বাহুল্য, এই আবিষ্কার রিশার্ডের জন্য থেরাপির মতো কাজ করেছিল৷ তিনি জানান, ‘‘ব্যথা আসলে মজার ব্যাপার৷ ব্যথা যত বাড়ছিল, তত আইডিয়া আসছিল৷''

এক মার্কিন সহযোগীর সঙ্গে মিলে রিশার্ড একটি থ্রিডি প্রিন্টার তৈরি করেন, যার নাম ‘রোবোবিস্ট'৷ এটা কৃত্রিম অঙ্গের অংশ তৈরি করে৷ কেইলা নিজের জন্য সবুজ রংয়ের হাত চেয়েছিল৷ তাই প্রিন্টার থেকে সবুজ রঙের একটা গরম প্লাস্টিক বের হয়৷

এমন একটা হাতের উৎপাদন ব্যয় ৪৬০ ইউরো৷ রিশার্ড অবশ্য প্রায়ই টাকা নেন না৷ প্রিন্টার বিক্রিই তাঁর আয়ের মূল উৎস৷ এর এক একটির দাম ৩,৮০০ ইউরো৷ রিশার্ড ফান আস জানান, ‘‘কাত করে রাখলেও যন্ত্রটি কাজ করে৷ এমনকি উলটে দিলেও প্রিন্ট করতে থাকে৷ ক্যালিব্রেশনের কোনো ক্ষতি হয় না৷'' অর্থাৎ সংকটপূর্ণ স্থানের জন্যও এটি উপযুক্ত৷

২০১৩ সালে রিশার্ড সিরিয়ায় গিয়েছিলেন৷ রিশার্ডের কথায়, ‘‘সেখানকার যুদ্ধে ক্ষতিগ্রস্ত এক পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল৷ তারা আসলে ‘রোবোহ্যান্ড' সম্পর্কে জানতে পেরেছিল৷ তারা তখন নিজেদের দেশের মানুষ ও তাদের দুঃখ-দুর্দশার কথা ভাবে৷''

এর মধ্যে তাঁর তৈরি কয়েকটি প্রিন্টার সংকটপূর্ণ এলাকায় কৃত্রিম অঙ্গ তৈরি করছে৷ এই যেমন, মাত্র ১০ ঘণ্টায় তৈরি হয়ে গেছে কেইলার হাত৷ শেষবার ট্রায়ালের জন্য রিশার্ড নিজে এসেছেন৷ কেইলা তো দারুণ খুশি৷ রিশার্ডের কাজ ও উদ্ভাবন কেইলার জীবন যে চিরকালের জন্য বদলে দিতে চলেছে!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ