1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবন্ধীদের নিয়োগ দিতে উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২ এপ্রিল ২০১১

প্রতিবন্ধীদের চাকরিতে সুযোগ দিতে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ জেলা পর্যায়ে বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ সরকারি স্কুলগুলোতে আলাদা শিক্ষক নিয়োগের আশ্বাস দিলেন তিনি৷

জার্মানির হামবুর্গে এই গুঁড়ো কফি তৈরীর কারখানাটিতে শুধুমাত্র প্রতিবন্ধীরা কাজ করেনছবি: DW

প্রতিবন্ধীদের চাকরিতে সুযোগ দিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় একটি বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা এবং সরকারি স্কুলগুলোতে আলাদা শিক্ষক নিয়োগের আশ্বাসও দিয়েছেন তিনি৷ ত্রয়োদশ জাতীয় প্রতিবন্ধী ও চতুর্থ অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এবার দিবসরে প্রতিপাদ্য 'অটিস্টিক ও প্রতিবন্ধী উন্নয়নে পণবন্দী৷'

প্রতিবন্ধীদের জন্য প্রতিটি জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ স্কুলে যেন প্রতিবন্ধী শিশুরা পড়াশোনা করতে পারে, আমরা সে ব্যবস্থাও করছি৷ এজন্য বিশেষায়িত শিক্ষকের ব্যবস্থা করা হবে৷ প্রতিবন্ধীদের উপযোগী বইও দেয়া হবে৷ বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউসগুলোতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থা করুন৷ আপনাদের তো অনেক সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে৷ এরপর কিছু দিলে আমরা শর্ত জুড়ে দেবো৷ অনেকেই প্রতিবন্ধীদের চাকরিতে নিতে চান না, স্কুলে ভর্তি করতে চান না৷ এই মানসিকতা পরিহার করতে হবে৷ তাদের বুকে টেনে নিতে হবে, কাছে টেনে নিতে হবে, প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে, বলেন শেখ হাসিনা৷

সংবিধানে থাকা সব নাগরিকের সমান অধিকারের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অংশ৷ আমাদের অর্থনীতির অংশ৷ প্রতিবন্ধীদের অবহেলা করা যাবে না৷ প্রতিবন্ধীদের বিশেষ অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের কৃতিত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ অলিম্পিকে প্রতিবন্ধীরা ক্রিকেটে চাম্পিয়ন হয়েছে৷ আমাদের সুস্থ ক্রিকেট দল তা পারেনি৷

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রধানমন্ত্রীর মেয়ে শেখ সায়মা হোসেনের কথা তুলে ধরে বলেন, সায়মা অটিজম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন৷ আগামী ৬ এপ্রিল জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে অটিজম নিয়ে বক্তব্য রাখবেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ