সরকারি হিসেবে প্রায় ২৬ মিলিয়ন, তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেবে ভারতে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন৷ সরকারের উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের কথা ভাবা হয় না বলে অভিযোগ শিবানি গুপ্তার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘অক্ষমতা কোনো দয়ার বিষয় নয়৷ বরং এটা উন্নয়নের সঙ্গে জড়িত৷ অথচ দুর্ভাগ্য যে, সরকারের উন্নয়ন পরিকল্পনায় এর কোনো উল্লেখ নেই৷'' প্যারালাইসিসে আক্রান্ত শিবানি হুইল চেয়ারে চলাফেরা করেন৷
অটিজম কোনো মানসিক রোগ নয়৷ এটি মস্তিস্কের একটি বিকাশগত সমস্যা, যা একটা শিশুর তিন বছরের মধ্যেই প্রকাশ পায়৷ অটিজম প্রসঙ্গে সরকারি, বেসরকারি নানা উদ্যোগের কথা জানা যাবে এই ছবিঘরে৷
বাংলাদেশের অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান রওনক হাফিজ এর মতে, অটিজম কোনো মানসিক রোগ নয়৷ এটি মস্তিস্কের একটি বিকাশগত সমস্যা, যা একটা শিশুর তিন বছরের মধ্যেই প্রকাশ পায়৷
ছবি: Getty Imagesমেয়েদের তুলনায় ছেলেদের অটিস্টিক হবার সম্ভাবনা বেশি৷ অনুপাতটা ৪:১ বলে জানিয়েছেন রওনক হাফিজ৷
ছবি: picture alliance/AP Imagesরওনক হাফিজ বলেন, অটিজম আক্রান্ত শিশুরা অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বয়সের তুলনায় পিছিয়ে থাকে৷ তারা একই ধরনের আচার-আচরণ বারবার করে৷ ঘুরে ফিরে একই কথা বার বার বলে৷ উপলব্ধি করার ক্ষমতা এদের মধ্যে ভীষণভাবে কম থাকে৷
ছবি: Rownak Hafizঅটিজমের অন্যতম বড় কারণ বংশগত সমস্যা৷ এর বাইরে পরিবেশ দূষণ, রাসায়নিক মেশানো খাদ্যগ্রহণ – এসবও অটিজমের জন্য দায়ী৷
ছবি: picture alliance/AP Imagesঅটিজম চিকিৎসায় ওষুধের কোনো ভূমিকা নেই৷ এর জন্য প্রয়োজন শিক্ষা ও প্রশিক্ষণ৷ সঠিক পদ্ধতিতে এগোলে প্রতিটি অটিস্টিক শিশুই উন্নতি করে৷ এমনকি অনেকে সাধারণ স্কুলে যাওয়ার মতোও হয়ে ওঠে৷
ছবি: Topcliffe Primary School/London Knowledge Labসামাজিক সচেতনতা গড়ে তুলতে মিরপুরে চালু হয়েছে ‘অটিজম রিসোর্স সেন্টার’৷ আর অটিস্টিক শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ দেয়া সহ অন্যান্য প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে ‘সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন’৷ এছাড়া ঢাকা শিশু হাসপাতালে রয়েছে ‘শিশু বিকাশ কেন্দ্র’৷
ছবি: picture alliance/landovঅটিজম নিয়ে সরকার কাজ শুরু করেছে বেশি দিন হয়নি৷ তবে বেসরকারি পর্যায়ে অনেক আগে থেকেই অটিজম বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চলছে৷ ইতিমধ্যে ঢাকায় অটিস্টিক শিশুদের শিক্ষা দেয়ার বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ ঢাকার বাইরেও রয়েছে কিছু৷
ছবি: Topcliffe Primary School/London Knowledge Lab
প্রতিবন্ধীদের দাবি সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে৷ তবে সেটা নিয়ে এখনো আলোচনা হয়নি৷ বিলে প্রতিবন্ধীর সংজ্ঞা পরিবর্তনের কথা বলা হয়েছে৷ বর্তমানে সাত ক্যাটাগরির অক্ষমতাকে প্রতিবন্ধিতা হিসেবে ধরা হয়৷ সেই সংখ্যাটা বাড়িয়ে ১৯ করতে বলা হয়েছে৷ এছাড়া সরকারি চাকরিতে কোটার সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ও তাঁদের থাকার জন্য জায়গা ঠিক করারও দাবি জানানো হয়েছে প্রস্তাবিত আইনে৷
ভারতে আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ ঐ নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেখানে বিলটি আইনে পরিণত হবে বলে আশা প্রকাশ করছেন প্রতিবন্ধীরা৷ সেটা সম্ভব হলে ‘ন্যাশনাল ডিজাবেলিটি কমিশন'-এর ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে৷ এতে করে যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধী সংক্রান্ত আইন মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কমিশন৷
প্রতিবন্ধীদের জন্য চলাচলবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থপতিদের প্রতিও আহ্বান জানিয়েছেন শিবানি৷ তিনি বলেন, ‘‘এমনকি অনেক বড় বড় মেট্রো স্টেশনেও প্রতিবন্ধীদের জন্য আলাদা সুযোগ নেই৷ তাই অনেকটা বাধ্য হয়েই প্রতিবন্ধীদের ঘরে বসে থাকতে হয়৷''