1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবন্ধীর সংজ্ঞা পরিবর্তন

মুরালি কৃষ্ণান/জেডএইচ১ মার্চ ২০১৪

ভারতে প্রতিবন্ধীরা নতুন একটি আইন তৈরির দাবি জানিয়েছে, যেটা তাঁদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে৷ মে মাসে নির্বাচনের পর গঠিত সংসদে সেই আইন পাস হবে, বলে তাঁরা আশা করছেন৷

Deutschland Medizin ein kleiner Junge mit Down-Syndrom
ছবি: picture-alliance/dpa

সরকারি হিসেবে প্রায় ২৬ মিলিয়ন, তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেবে ভারতে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন৷ সরকারের উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের কথা ভাবা হয় না বলে অভিযোগ শিবানি গুপ্তার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘অক্ষমতা কোনো দয়ার বিষয় নয়৷ বরং এটা উন্নয়নের সঙ্গে জড়িত৷ অথচ দুর্ভাগ্য যে, সরকারের উন্নয়ন পরিকল্পনায় এর কোনো উল্লেখ নেই৷'' প্যারালাইসিসে আক্রান্ত শিবানি হুইল চেয়ারে চলাফেরা করেন৷

প্রতিবন্ধীদের দাবি সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে৷ তবে সেটা নিয়ে এখনো আলোচনা হয়নি৷ বিলে প্রতিবন্ধীর সংজ্ঞা পরিবর্তনের কথা বলা হয়েছে৷ বর্তমানে সাত ক্যাটাগরির অক্ষমতাকে প্রতিবন্ধিতা হিসেবে ধরা হয়৷ সেই সংখ্যাটা বাড়িয়ে ১৯ করতে বলা হয়েছে৷ এছাড়া সরকারি চাকরিতে কোটার সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়েছে৷ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ও তাঁদের থাকার জন্য জায়গা ঠিক করারও দাবি জানানো হয়েছে প্রস্তাবিত আইনে৷

ভারতে আগামী মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ ঐ নির্বাচনের পর যে সংসদ গঠিত হবে সেখানে বিলটি আইনে পরিণত হবে বলে আশা প্রকাশ করছেন প্রতিবন্ধীরা৷ সেটা সম্ভব হলে ‘ন্যাশনাল ডিজাবেলিটি কমিশন'-এর ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে৷ এতে করে যেসব প্রতিষ্ঠান প্রতিবন্ধী সংক্রান্ত আইন মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কমিশন৷

প্রতিবন্ধীদের জন্য চলাচলবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থপতিদের প্রতিও আহ্বান জানিয়েছেন শিবানি৷ তিনি বলেন, ‘‘এমনকি অনেক বড় বড় মেট্রো স্টেশনেও প্রতিবন্ধীদের জন্য আলাদা সুযোগ নেই৷ তাই অনেকটা বাধ্য হয়েই প্রতিবন্ধীদের ঘরে বসে থাকতে হয়৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ