1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডন প্যারালিম্পিক্স

৪ সেপ্টেম্বর ২০১২

অস্কার পিস্টোরিয়াস টি ৪৪ ২০০ মিটার ফাইনালে জিততে না পেরে প্রতিদ্বন্দ্বী অ্যালান অলিভেরার প্রস্থেটিক পা'এর দৈর্ঘ্য নিয়ে প্রশ্ন তুলেছেন৷ প্যারালিম্পিক্সে প্রযুক্তির স্থান এবং প্রতিবন্ধিতার মাত্রা নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে৷

South Africa's Oscar Pistorius starts his men's 400m round 1 heats at the London 2012 Olympic Games at the Olympic Stadium August 4, 2012. REUTERS/Dylan Martinez (BRITAIN - Tags: OLYMPICS SPORT ATHLETICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

পিস্টোরিয়াস'কে প্রতিবন্ধী ক্রীড়ার তারকা বলা যেতে পারে৷ তিনি সাধারণ অলিম্পিকে যোগদানের জন্য যে সফল অভিযান চালিয়েছেন, তা'ও কিছুটা এর জন্য দায়ী বটে৷ বলতে কি, চার সপ্তাহ আগে লন্ডন অলিম্পিকে পিস্টোরিয়াসকে যে প্রস্থেসেস পরে দৌড়নোর অনুমতি দেওয়া হয়েছিল, তা পরেই তিনি এবারও মাঠে নেমেছিলেন৷ এবং প্রতিবন্ধী দৌড়ে যিনি ২০০ মিটারে গত ন'বছরে একবারও হারেননি, তিনি যে এবার ব্রাজিলের অলিভেরার কাছে হেরে দ্বিতীয় হবেন, এটা কেউই ভাবতে পারেনি, পিস্টোরিয়াস স্বয়ং তো নয়ই৷

তাহলে ঘটনাটা কী ঘটল? ঘটনাটা ঘটল এই যে, পিস্টোরিয়াসকে হঠাৎ অ-স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিদ্বন্দ্বীর দিকে পরোক্ষভাবে আঙুল তুলে বলতে শোনা গেল, ‘‘অন্য কয়েকজন প্রতিযোগীর পা'গুলো অবিশ্বাস্য রকম লম্বা ছিল৷ প্রতিযোগিতা ন্যায্য হয়নি৷ আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির নিয়মকানুন আছে, কিন্তু তা'তে অ্যাথলিটরা তাদের পা'গুলো অবিশ্বাস্য রকম উঁচু করতে পারে৷'' পিস্টোরিয়াস কথাগুলো বলেন ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনে৷

অভিযোগ উঠছে, অ্যাথলিটরা তাদের পা'গুলো অবিশ্বাস্য রকম উঁচু করতে পারেছবি: Reuters

উঁচু প্রস্থেটিক পা মানে অন্যায় সুবিধা৷ পিস্টোরিয়াস এককালে নিজেই হর্তাকর্তাদের বুঝিয়েছিলেন যে কার্বন-ফাইবার ব্লেড পরে দৌড়নোর ফলে তিনি সাধারণ অ্যাথলিটদের তুলনায় কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না৷ এখন তার মুখেই এই অভিযোগ৷ তবে কি ক্রীড়া সংগঠকরা ব্লেডের দৈর্ঘ্য নির্দিষ্ট করে দেবেন? কিন্তু অলিভেরা তাঁর উঁচু পা সত্ত্বেও ৯৮ বার পা ফেলে ২০০ মিটার দৌড়েছেন৷ পিস্টোরিয়াস সেখানে পা ফেলেছেন ৯২ বার৷ কাজেই অলিভেরা বড় বড় পা ফেলে জেতেন নি৷ এছাড়া পিস্টোরিয়াস নিজেও চাইলে আরো উঁচু পা ব্যবহার করতে পারতেন৷

সম্পর্কের হেরফের

ক্রীড়ার সঙ্গে প্রযুক্তির সঠিক সম্পর্ক নিয়ে সাঁতার, মোটর রেসিং, কোথায় বিতর্ক নেই? এই সুইমস্যুট নিষিদ্ধ করো তো ঐ ইঞ্জিন বেঁধে দাও৷ কাজেই প্রতিবন্ধী ক্রীড়াতেই বা সে বিপত্তি থাকবে না কেন? যেমন প্রতিবন্ধী ক্রীড়াতেও ডোপিং'এর ঘটনা ঘটেছে, ডোপিং টেস্ট আছে৷ হুইল চেয়ারের বসা অ্যাথলিটরা নাকি রক্তচাপ বাড়ানোর জন্য ওষুধ নেন৷ মানসিক প্রতিবন্ধী বলে নিজেদের ভাঁড়িয়ে এক স্পেনীয় বাস্কেটবল দল অ্যাটলান্টায় সোনা জেতার পর ১২ বছর ধরে মানসিক প্রতিবন্ধীদের প্যারালিম্পিক্সে যোগদানই বন্ধ ছিল৷

আর সবচেয়ে বড় বিতর্ক তো অ্যাথলিটদের ক্লাসিফিকেশন বা প্রতিবন্ধিতার মাত্রা ভাগ করা নিয়ে৷ এস সেভেন থেকে এস এইট বিভাগে নামিয়ে দিলেই পদক জেতার সম্ভাবনা কমে জেতে পারে৷ অন্যদিকে আবার প্যারালিম্পিক্সে পুরুষদের ১০০ মিটার সাঁতারে ১৫টা ফাইনাল হয়৷ এছাড়া এবার লন্ডন প্যারালিম্পিক্সে ঠাসবোঝাই স্টেডিয়াম প্রমাণ করেছে যে, প্রতিবন্ধী ক্রীড়া এখন মেনস্ট্রিম হয়ে পড়েছে৷ কাজেই স্বচ্ছতা এবং ন্যায্যতার দাবি তে উঠবেই৷

এসি / এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ