1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাসার্বিয়া

প্রতিবন্ধী শিশুদের বিকাশে সহায়তা করে সাঁতার

২ অক্টোবর ২০২৫

সার্বিয়ার বেলগ্রেডের একটি স্পোর্টস একাডেমিতে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সাঁতার শেখানো হয়৷

সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন তিন ব্যক্তি (প্রতীকী ছবি)
গবেষণায় দেখা গেছে যে অটিজম আক্রান্ত শিশুদের উপর সাঁতারের প্রথম পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব সাধারণত দশ সপ্তাহ পরে দেখা যায় (প্রতীকী ছবি)ছবি: Khaled Abdullah/REUTERS

এই প্রশিক্ষণ তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সামাজিক-মানসিক বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে জানিয়েছেন দেশটির একজন অটিজম বিশেষজ্ঞ৷

সুইম্বো স্পোর্টস একাডেমিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়৷ একাডেমির প্রতিষ্ঠাতা বোয়ান পোচুচার লক্ষ্য, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য এবং মনোসামাজিক দক্ষতা উন্নত করা৷ সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার শেখান তিনি৷ তার সবচেয়ে বড় পুরস্কার হলো শিশুদের অগ্রগতি৷

বোয়ান পোচুচা বলেন, ‘‘এটা শুধু আমরা তাদের কী শেখাই তা নয়; আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখি৷ কাজটা পারস্পরিক৷ আমাদের সবারই জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু যখন আমি এখানে পুলে আসি এবং এই শিশুদের কাছ থেকে ভালোবাসা পাই ... এর কোনো তুলনা হয় না৷ আমরা সত্যিই তাদের কাছ থেকেও অনেক কিছু পাই৷''

অভিভাবকরাও সক্রিয়ভাবে প্রশিক্ষণে অংশ নেন, যা পুলে তাদের সন্তানদের জন্য সত্যিই এক অসাধারণ সমর্থন৷ অনেকে একটি সেশনও বাদ দেন না৷

জোভান সিরকোভিচ নামের একজন অভিভাবক জানান, ‘‘আমার মেয়ে সত্যিই এটি উপভোগ করে — শুধু জলের মধ্যে দাপাদাপিই নয়, যা সত্যিই তাকে খুব আকর্ষণ করে; প্রশিক্ষণের আগে এবং পরে ড্রেসিং রুমে চমৎকার সামাজিক মিথস্ক্রিয়াও উপভোগ করে সে৷ তাকে সাহায্য করার জন্য আমরা যেসব কাজ করি তার মধ্যে এটি তার অনেক প্রিয় — আর আমারও৷''

নেনাদ গ্লাম্বিচ সার্বিয়ার একজন অটিজম বিশেষজ্ঞ৷ তিনি বলেন, সাঁতার প্রতিবন্ধী শিশুদের সামগ্রিক স্বাস্থ্য এবং সামাজিক-মানসিক বিকাশের উপর ইতিবাচক প্রভাব ফেলে৷ গ্লুাম্বিচ জানান, গবেষণায় দেখা গেছে যে অটিজম আক্রান্ত শিশুদের উপর সাঁতারের প্রথম পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব সাধারণত দশ সপ্তাহ পরে দেখা যায়৷ তিনি বলেন, ‘‘প্রথমে যা মনে আসে তা হলো মোটর স্কিল- দৌঁড়ানো, লাফালাফি করা, ঠিকমতো হাত নড়াচড়া করা ইত্যাদি — যদিও এগুলো সাঁতারের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়৷ এই বিষয়গুলো দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে৷ সাঁতারে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা অনেক বেশি দক্ষ এবং চটপটে হয়ে থাকে এবং তাদের পেশী শক্তি, ভঙ্গি এবং ভারসাম্য ভালো থাকে৷ সাঁতার শেখার পরিবেশ অটিজম এবং অন্যান্য বিকাশগত ব্যাধিযুক্ত শিশুদের জন্য আনন্দ নিয়ে আসে৷ এটি তাদের ক্ষমতায়িত করে, তাদের এগিয়ে যেতে সাহায্য করে৷''

অটিজমে ভোগা শিশুদের বিকাশে ভূমিকা রাখতে পারে সাঁতার

03:49

This browser does not support the video element.

লুকা স্টকিচ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ