1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় দায়িত্বে অন্ধ ক্রীড়াবিদ

ক্রিস্টিয়ান ইগনাটৎসি/আরবি২৪ জানুয়ারি ২০১৪

প্রতিবন্ধীদের অলিম্মিক ‘প্যারালম্পিক'-এ স্বর্ণজয়ী ভেরেনা বেন্টেলে জার্মান সরকারের প্রতিবন্ধীসংক্রান্ত দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷ প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী উলা শ্মিট মনে করেন, এই নিয়োগ সঠিক হয়েছে৷

Verena Bentele
ছবি: picture-alliance/dpa

রোমাঞ্চকর চ্যালেঞ্জটা এসে যায় তখনই, যখন সেটা হয় অপ্রত্যাশিত৷'' জার্মানির সমাজ কল্যাণমন্ত্রী আন্দ্রেয়া নাহলেস প্রতিবন্ধীদের দেখভাল করার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলে, একথাই মনে হয়েছে ভেরেনা বেন্টেলের৷ চিন্তাভাবনার জন্য কিছুটা সময় চেয়ে নেন তিনি৷

জীবনে অর্জন কম নয়

৩২ বছর বয়সি ক্রীড়াবিদ বেন্টেলের জন্ম বাভেরিয়ার লিন্ডাউতে৷ জীবনে অনেক কিছুই অর্জন করেছেন তিনি৷ জন্মান্ধ এই নারী জার্মানির প্রতিবন্ধী ক্রিড়াজগতে বিশেষ স্থান করে নিয়েছেন৷ প্যারালম্পিকের দুটি স্কি-ডিসিপ্লিনে ১২টি স্বর্ণপদক ও ওয়ার্ল্ডকাপে চারটি স্বর্ণপদক জয় করেন তিনি৷

তবে নতুন দায়িত্বভারও কম গুরুত্বপূর্ণ নয়৷ তাই কাজটা হাতে নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনা করতে হয়েছে তাঁকে৷ অবশ্য এই আস্থার জন্য খুশিও হন তিনি৷

খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি৷ এছাড়া একটি বইও লিখেছেন৷ ফেব্রুয়ারিতে এটি প্রকাশিত হবে৷ ব্যক্তিগত লক্ষ্য কীভাবে অর্জন করা যায়৷ এই নিয়ে লেখা বইটি৷

প্রতিবন্ধীবান্ধব আইন-কানুন চান

প্রতিবন্ধীদের সরকারি দূত হওয়ার পর ভেরেনার লক্ষ্য হবে নতুন আইন-কানুনগুলি যেন প্রতিবন্ধীবান্ধব হয়৷ প্রতিবন্ধীদের অধিকার আদায়েও সচেষ্ট হবেন তিনি৷ বেন্টেলে অবশ্য অভিজ্ঞতাসম্পন্ন কোনো রাজনীতিক নন৷ ২০১২ সালে তিনি এসপিডি-র সদস্য হন৷ তাঁর পূর্বসূরি হবার্ট হ্যুপে ২০ বছর ধরে সংসদের নিম্নকক্ষের সাংসদ হিসাবে কাজ করছেন৷ নতুন দায়িত্বটা বেন্টেলের মতো অনভিজ্ঞ তরুণী ক্রীড়াবিদের পক্ষে কি একটু বেশি হয়ে যায় না? মোটেই নয়, এ কথা বলেন সংসদের নিম্ন কক্ষের ভাইস প্রেসিডেন্ট উলা শ্মিট৷

প্রতিবন্ধীরা অক্ষম নয়, তাঁদের দক্ষতা কখনো কখনো রীতিমতো বিস্ময়করছবি: picture-alliance/dpa/dpaweb

তাঁর ভাষায়, ‘‘এই ধরনের সফল খেলোয়াড় হতে হলে প্রয়োজন যথেষ্ট কর্মশক্তি, শৃঙ্খলা ও দৃঢ়সংকল্প ৷ তা না হলে এ সব অর্জন করা তাঁর পক্ষে সম্ভব হতো না৷ উলা স্মিট ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, তিনি ভেরেনা বেন্টেলেকে ব্যক্তিগতভাবে চেনেন৷ গত বছরগুলিতে রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন ভেরিনা৷ সেবা শুশ্রূষার চেয়ে প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকাঠামো৷ তাহলে তাঁরাও সামাজিক কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন৷ ভেরেনা তাঁর ক্রীড়াজগতে এসব ভালোভাবে শিখেছেন৷ তাই এখন তিনি তা রাজনৈতিক জগতেও কাজে লাগাতে পারবেন, মনে করেন উলা শ্মিট৷

স্বাগত জানিয়েছে প্রতিবন্ধীসমিতি

স্টুটগার্টের শারীরিক প্রতিবন্ধীসমিতির সদস্যরা ভেরেনা বেন্টেলের নিয়োগে আনন্দিত৷ সমিতির মুখপাত্র কার্মেন কোর বলেন, ‘‘যাঁর নিজের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তিনি অন্যান্য প্রতিবন্ধীদের অবস্থা ভালোভাবে অনুভব করতে পারেন৷''

বেন্টেলে প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবন, সমাজ, ও কর্মক্ষেত্রের সমস্যা জানেন৷ যেমন হুইল চেয়ার চালকদের বাস ট্রামে চলাচলের অসুবিধা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সহায়তাকারীদের সমস্যা ইত্যাদি ব্যাপারে তাঁর অভিজ্ঞতা আছে৷

বাধাবিপত্তি দূর করা সহজ হবে

রাজনীতিবিদ উলা শ্মিট মনে করেন, ভেরেনা প্রতিবন্ধীদের নানা বাধাবিপত্তি দূর করতে সাহায্য করতে পারবেন৷ প্রতিবন্ধীসমিতিগুলির কাছ থেকেও সহায়তা আশা করতে পারেন ভেরেনা বেন্টেলে৷ ‘‘আমরা বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাঁকে সাহায্য করতে প্রস্তুত৷ এ ব্যাপারে আমাদের দজ্ঞতাও আছে৷'' জানান জার্মানির প্রতিবন্ধী সংঘের প্রধান ইলিয়া সাইফার্ট৷ ইতিমধ্যে বড় বড় অনুষ্ঠানে তাঁর কমনীয় ও বুদ্ধিদীপ্ত দক্ষতা প্রমাণ করতে পেরেছেন এই সফল নারী৷ আশা করা যায়, এই দক্ষতা দিয়ে সরকারকেও প্রতিবন্ধীদের ব্যাপারে তৎপর হতে সাহায্য করবেন ভেরেনা বেন্টেলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ