1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা

৩১ জুলাই ২০১৮

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার রাজপথে নামে শিক্ষার্থীরা৷ তারা ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে অবস্থান নিলে তাদের শান্তভাবে সরিয়ে দেয়ার বদলে লাঠি হাতে অ্যাকশনে যায় পুলিশ৷

Bangladesch Dhaka - Proteste nachdem zwei Studenten bei Straßenunfällen starben
ছবি: bdnews24.com

বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর সড়কে রবিবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়৷ আহত হয় আরো কয়েকজন৷ সেই ঘটনার পর দোষীদের বিচারসহ নানা দাবিতে সোমবার রাজপথে নামে রাজধানীর বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা৷ তারা তাদের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবিদাওয়া জানানোর চেষ্টা করে৷ 

কিন্তু ফেসবুকে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা রাজপথে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করছে৷ কোথাও কোথাও শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে৷ সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে স্কুল শিক্ষার্থীদের উপর পুলিশের এমন মারমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন৷

এদিকে, মঙ্গলবারও শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন রাজপথে জড়ো হয়ে বিক্ষোভ করছে বলে জানা গেছে৷ আর তাদের ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ৷ ঢাকার একটি দৈনিক পত্রিকার ফেসবুক পাতায় মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা রক্তাক্ত এক শিক্ষার্থীকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ পুলিশের লাঠির আঘাতে শিক্ষার্থীটি গুরুতর আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে ভিডিওতে৷ 

প্রিয় পাঠক, নিরাপদ সড়ক চেয়ে স্কুল শিক্ষার্থীদের এই আন্দোলনকে কি আপনি সমর্থন করেন? লিখুন মন্তব্যের ঘরে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ