1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদের ঢেউ থামছেনা সিরিয়ায়

৮ জুলাই ২০১১

সিরিয়ার বিদ্রোহী শহর হামায় আজ হাজার হাজার মানুষ প্রতিবাদ জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে৷ আর সংহতি প্রকাশ করতে ঐ শহর সফর করেছেন মার্কিন ও ফরাসি রাষ্ট্রদূত৷

epa02805580 A handout photograph made available on 01 July 2011 by Syrian official news agency SANA shows Syrian young people during a demonstration named 'Friday of departure' against the Syrian government in Barzeh, suburb of Damascus, Syria. Nine people were killed Friday after security forces opened fire at anti-government protesters calling on President Bashar al-Assad to step down, activists said. The nine names were posted on the Facebook page of the Local Coordination Committees of Syria (LCC), a group of activists who have been documenting the protests since they began in mid-March. EPA/SANA/HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
জুম্মার নামাজকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ জোরদার হয়েছে আজওছবি: picture-alliance/dpa

সাধারণত জুম্মার নামাজকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ জোরদার হয়৷ আজও সেটাই হয়েছে৷ বিক্ষোভ নগরী বলে পরিচিত হামায় হাজার হাজার প্রতিবাদী মানুষ সমবেত হন৷ প্রেসিডেন্ট আসাদের বিরুদ্দ্ধে সবচেয়ে বড় বড় বিক্ষোভগুলো এ পর্যন্ত হয়েছে এই শহরেই৷ এবং তা ভাঙতে শহরের বাইরে ট্যাঙ্ক বসিয়ে রাখা হয়েছে৷ আসাদের বাবা হাফেজ আল-আসাদ ৩০ বছর আগে এই শহরের প্রতিবাদকারীদের বিরুদ্ধেই নিষ্ঠুর দমন অভিয়ান চালান৷ ইন্টারনেটের লাইভ ফুটেজে দেখা গেছে, শহরের ওরোন্টেস চত্বরে বিরাট জনতা৷ তাদের কারও কারও হাতে সিরিয়ার বিশাল পতাকা৷

মার্কিন আর ফরাসি রাষ্ট্রদূতদের হামা সফরের কারণ

সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড বৃহস্পতিবার হামা সফর করার পর আজ শুক্রবার সেখানে গেলেন ফরাসি রাষ্ট্রদূত এরিক শেভালিয়ে৷ বলা হয়েছে, গণতন্ত্রকামী প্রতিবাদকারীদের প্রতি সংহতি প্রকাশ করতেই এই সফর৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় যারা পরিবর্তনের পক্ষে নিজেদের অধিকার প্রকাশ করছে, তাদের পাশেই রয়েছে ওয়াশিংটন - এটা তাঁর উপস্থিতির মধ্য দিয়ে স্পষ্ট করে তুলে ধরাটাই মূল লক্ষ্য৷ হামার বাসিন্দারা জানান, রাষ্ট্রদূত ফোর্ড হামার হুরানি হাসপাতাল ঘুরে দেখেন৷ চলতি সপ্তাহে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সহিংস হামলায় আহতদের কেউ কেউ এই হাসপাতালেই চিকিৎসাধীন৷ হামলায় অন্ত ২৬ জন নিহত হয়৷

সিরিয়া সরকার মনে করে, এটা পরিস্থিতির আরো অবনতি ঘটানোর প্ররোচনা মাত্রছবি: picture alliance/dpa

সিরিয়া সরকারের প্রতিক্রিয়া

সিরিয়া এই সফরের কঠোর নিন্দা করেছে৷ সিরিয়া সরকার মনে করে, এটা পরিস্থিতির আরো অবনতি ঘটানোর প্ররোচনা মাত্র৷ সিরিয়ার বর্তমান ঘটনাবলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা যে রয়েছে, এটা তারই প্রমাণ দেয়, অভিযোগ দামেস্ক সরকারের৷ তারা বলছে, এই সফর ঘটেছে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই৷ মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য বলেছে, মার্কিন দূতাবাস সিরিয়া সরকারকে জানিয়েছিল যে দূতাবাসের একটি টিম হামা যাচ্ছে৷

মিসরে আবার নতুন করে বিক্ষোভ কেন

প্রেসিডেন্ট হোসনি মুবারককে সরিয়ে দিতে পারলেও মিসরের প্রতিবাদী জনগণ অন্তর্বর্তী সামরিক শাসকদের সংস্কারের মন্থর গতিতে ক্রুদ্ধ হয়ে উঠছে৷ তারই প্রকাশ ঘটে আজ জুম্মার নামাজকে সামনে রেখে৷ ঐতিহাসিক তাহরির স্কোয়ারে সমবেত হয় হাজার হাজার মানুষ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে৷ একটি ব্যানারে লেখা ছিল: ‘‘আমাদের বিপ্লব চলছে, চলবে৷''

বিক্ষোভকারীদের একজনের মন্তব্য: ‘‘বিপ্লব কিছু স্বাধীনতা এনে দিয়েছে৷ কিন্তু আরো দরকার৷'' আর একজন জানান, ‘‘বদলায়নি কিছুই৷ মুবারক ক্ষমতাচ্যুত হবার পাঁচ মাস পরেও আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি৷ আমরা চাই বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ সহ সব কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সাবেক শাসক গোষ্ঠীর অনুগত লোকদের বের করে দেয়া হোক৷'' এছাড়া, আলেকজান্দ্রিয়া আর সুয়েজ শহরেও মানুষ প্রতিবাদ জানান আজ৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ