1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ভপাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

২৯ সেপ্টেম্বর ২০১৪

ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে স্পেনে নারীদের গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সেদেশের সরকার৷ বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বিচারমন্ত্রী৷

Spanien Protest gegen die Abtreibungsgesetz in Madrid
ছবি: CURTO DE LA TORRE/AFP/Getty Images

প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই সাংবাদিকদের বলেছেন, আইন সংস্কারের এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন৷ কারণ জনগণ কী চায় তা তিনি বুঝতে পেরেছেন৷ তাই নতুন এই আইন সংস্কারের ব্যাপারে তাঁরা তাদের গবেষণা চালিয়ে যাবেন এবং কীভাবে এতে জনগণের গ্রহণযোগ্যতা পাওয়া যায় সেভাবেই সংস্কার করবেন৷ তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই আইনমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি শুধু বিচারমন্ত্রীর পদ থেকেই পদত্যাগ করছি না৷ আমার ৩০ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘোষণা করছি৷''

২০১১ সালে স্পেনে রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর থেকে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছিল৷ গত বছরের ডিসেম্বরে একটি খসড়া বিল পার্লামেন্টে তোলেন বিচারমন্ত্রী৷ যেখানে বলা হয় কোনো নারী ধর্ষিত হয়ে গর্ভবতী হলেই কেবল গর্ভপাত করতে পারবে৷ তবে পুলিশ বা চিকিৎসক কর্তৃক প্রমাণ দেখাতে হবে ঐ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা৷ অর্থাৎ নারীরা নিজের গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারবেন না৷ এরপর এটি আইন হিসেবে প্রস্তাব করা হলে কেবল বিরোধী দল নয় নিজ দলের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন৷ গত কয়েক মাস ধরেই চলছিল এই বিক্ষোভ৷ এতে যোগ দিয়েছিলেন নারী অধিকার বিভিন্ন সংগঠন৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘‘আগামী বছরের স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনের কথা মাথায় রেখেই নতুন আইন সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ