1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদে রাস্তায় নারীরা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ এপ্রিল ২০১৩

হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ৷ বলেছে, ভবিষ্যতে কোন কোন কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা হলে তাদের সব ধরনের অনুষ্ঠানের সংবাদ বর্জন করা হবে৷

epa03581692 Bangladeshi activists hold national flag and shout slogans at the Shahbagh intersection, in Dhaka, Bangladesh, 13 February 2013. Reports state that protesters gathered for the ninth day against the life sentence given to the leader of the 'Jamaat-e-Islami' party, Quader Molla, a sentence the protesters call too lenient and demanding capital punishment instead. EPA/MONIRUL ALAM +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

শুধু একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলা নয়৷ আরো ৩ জন নারী সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে হেফাজতের সমাবেশে৷ তাদের হামলার শিকার হয়েছেন নারীসহ অন্তত ১৫ জন সাংবাদিক৷ এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিকসহ দেশের সব শ্রেণির মানুষ৷

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর প্রতিবাদে মঙ্গলবার সমাবেশের ডাক দিয়েছে৷ ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ডয়চে ভেলেকে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা পড়লেই বোঝা যায় তার নারী প্রগতি বিরোধী৷ শনিবারের সমাবেশে তারা তারই প্রতিফলন ঘটিয়েছে৷ তারা সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া নারী সাংবাদিকদের ওপর শুধু হামলাই নয় তাদের মাথায় কাপড় দিতে বাধ্য করেছে৷ এমনকি যতক্ষণ তারা সেখানে সংবাদ সংগ্রহের জন্য ছিলেন, ততক্ষণ উত্ত্যক্ত করেছে৷ এই সব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে৷

একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিনসহ আরো ৩ জন নারী সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে হেফাজতের সমাবেশে (ফাইল ফটো)ছবি: privat

তিনি আরও বলেন, তারা বেছে বেছে স্বাধীনতা এবং প্রগতির পক্ষের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ওপরও হামলা চালিয়েছে৷ তাতেই প্রমাণ হয়, তারা তারা জামায়াতের ছত্রছায়ায় কাজ করছে৷ ইকবাল সোবহান চৌধুরী জানান, এর আগে বিএনপির কর্মসূচিতেও সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন৷ তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে যে দল বা সংগঠনের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলা হবে তাদের সংবাদই বর্জন করা হবে৷

অন্যদিকে নারী সাংবাদিকদের ওপর হামলা এবং হেফাজতের নারী প্রগতি বিরোধী দাবির বিরুদ্ধে সংগঠিত হচ্ছেন নারী সমাজ৷ ঢাকায় একাধিক প্রতিবাদ সমাবেশে তারা বলেছেন, বাংলাদেশকে মধ্য যুগে ফিরিয়ে নেয়ার চক্রান্ত সফল হবেনা৷ হেফাজত আর জামায়াত শিবির এক হয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়৷ কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবেনা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ডয়চে ভেলেকে জানান, হেফাজতের যেসব দাবি তা মেনে নেয়ার কোন কারণ নেই৷ তারা দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায়৷ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার ভাস্কর্য অপরাজেয় বাংলাও ভেঙে ফেলার হুমকি দিয়েছে৷ এই হুমকিকে ভয় পায়না স্বাধীনতা এবং প্রগতির পক্ষের শক্তি৷ তিনি আহত সাংবাদিক নাদিয়াকে দেখতে গিয়ে জানান, সমাজের সকল প্রগতিশীল শক্তিকে এক হতে হবে৷ মৌলবাদী শক্তিকে জবাব দিতে হবে৷ জানাতে হবে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনার, মৌলবাদের নয়৷ আর নাদিয়া তখন জানান, তাকে একদিকে মারধোর করা হচ্ছিল আরেকদিকে জোর করে মাথায় কাপড় পড়ান হচ্ছিল৷

শনিবারের সমাবেশে নারী সাংবাদিকসহ কোন সাংবাদিকের ওপর হামলার দায় অস্বীকার করেছে হেফাজতে ইসলামছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এদিকে হেফাজতে ইসলাম সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে৷ তারা এক বিবৃতিতে শনিবারের সমাবেশে নারী সাংবাদিকসহ কোন সাংবাদিকের ওপর হামলার দায় অস্বীকার করেছে৷

আর বিএনপির নেতৃত্বে ১৮ দল আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মঙ্গল ও বুধবার ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে৷

দ্রষ্টব্য: এই প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত প্রথম ছবিটি আমাদের আর্কাইভ থেকে ব্যবহার করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ