1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদে স্তব্ধ লেবানন

৪ নভেম্বর ২০১৯

তিন সপ্তাহ পেরিয়ে এখনও কোনো সমাধান নেই লেবাননে৷ প্রতিবাদী জনতার চাপে স্তব্ধ রাস্তা, জনজীবন৷

ছবি: Reuters/A. M. Casares

১৭ অক্টোবর লেবাননের রাজধানী বেইরুটে প্রতিবাদ শুরু৷ সেই থেকে ঘটনা গড়ায় প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির পদত্যাগের দাবি পর্যন্ত৷ বর্তমানে লেবাননের রাজধানী উত্তপ্ত নতুন ক্যাবিনেট গড়ার দাবিকে সামনে রেখে৷

প্রতিবাদী জনতা বন্ধ করে রেখেছে বেইরুটের সব বড় রাস্তাগুলি৷ সাথে সাথে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য শহরেও৷

দুর্নীতিগ্রস্ত বর্তমানে ক্যাবিনেট৷ তাই নতুন, স্বচ্ছ ক্যাবিনেট চেয়ে পথে নেমেছে মানুষ৷ প্রতিবাদীদের মধ্যে একজন হাশিম আদনান৷ তিনি বলেন, ‘‘এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না নতুন ক্যাবিনেট তৈরি করা হচ্ছে৷’’

১৯৭৫-১৯৯০ পর্যন্ত দেশে ছিল গৃহযুদ্ধের পরিস্থিতি৷ এরপর থেকেই শুরু হয়েছে অর্থনৈতিক পতন৷ ব্যাপক মূল্যস্ফীতির ফলে কমেছে লেবানিজ পাউন্ডের দাম৷ বর্তমান লেবানন বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমস্যাগ্রস্ত দেশ৷ বিশ্ববাজারে প্রচুর দেনাও রয়েছে তার৷ এই সমস্ত দাবি ঘিরেই জ্বলছে লেবানন৷

আন্দোলনের ফলে এই নিয়ে টানা তিন সপ্তাহ বন্ধ সমস্ত স্কুল-কলেজ৷

সরকার বলছে, শিগগিরই শুরু হবে প্রতিবাদীদের সাথে আলোচনার কাজ৷ কিন্তু এখনও তা শুরু হয়নি

এসএস/কেএম (রয়টার্স)

২৬ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ