1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদ, নিন্দার মুখে আকবরের পদত্যাগ

১৭ অক্টোবর ২০১৮

যৌন হয়রানির বিরুদ্ধে দেশব্যাপী ‘মি টু’ আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ভারতের মন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর৷

M J Akbar - Vom Journalist zum Politiker
ছবি: IANS

অন্তত ১৫জন নারীকে যৌন হেনস্থার অভিযোগের মুখে মন্ত্রীত্ব ছাড়লেন বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর৷

পদত্যাগ করে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম.জে আকবর এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি সমস্ত ‘মিথ্যা অভিযোগ’-এর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষমতায় আইনি লড়াইয়ে নামবেন৷ এর আগে সোমবার যৌন হয়রানির অভিযোগ তোলা সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন আকবর৷

প্রসঙ্গত, আকবরের বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগটি করেছিলেন রামানি, যাঁর হাত ধরে একের পর এক ঘটনা প্রকাশ হতে থাকে৷ এখন পর্যন্ত আরো ২০জন নারী এই মামলায় আকবরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে এসেছেন৷

কলকাতা ও দিল্লীতে সাংবাদিক হিসেবে সুদীর্ঘ সময় কাটানোর পর, ২০১৬ সালের জুলাই মাসে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আকবর৷

বিগত কয়েক সপ্তাহ ধরে ভারতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে৷ অভিযোগ উঠেছে বলিউড, সাহিত্য, কমেডি থেকে সাংবাদিকতার বিশিষ্টজনদের বিরুদ্ধে৷ নতুন করে আলোচিত হচ্ছে কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও৷

এসএস/এসিবি (এপি/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ