1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্রতিবেশী হিসেবে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে’

১১ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ প্রতিবেশী হিসেবে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. আকমল হোসেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তবে এজন্য বাংলাদেশেরও দায়িত্ব আছে৷

Bangladesh Prime Minister Sheikh Hasina, left, and Indian Prime Minister Manmohan Singh wave to the media after Hasina received Singh at the airport in Dhaka, Bangladesh, Tuesday, Sept. 6, 2011. Singh began a visit to Bangladesh on Tuesday aimed at warming often prickly ties between the two South Asian neighbors. (Foto: Pavel Rahman/AP/dapd)
সম্প্রতি বাংলাদেশ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: dapd

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে চুক্তি এবং আলোচনার ক্ষেত্রে বাংলাদেশকে  দক্ষতার পরিচয় দিতে হবে৷

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সদস্য সমাপ্ত ঢাকা সফর এখনো বাংলাদেশের প্রধান আলোচনার বিষয়৷ ঢাকা বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন ডয়চে ভেলেকে বলেন, এই সফর থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে৷ বাংলাদেশকে বড় রাষ্ট্রের সঙ্গে চুক্তি বা আলোচনার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত গড়ে তুলেতে হবে৷ সবপক্ষের সঙ্গে কথা বলে আলোচনার টেবিলে গেলে তাতে অনেক সুবিধা৷

তিনি বলেন, মনমোহনের এই সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের কোন অবনতি না ঘটলেও আমরা আশার জায়গায় পৌঁছাতে পারিনি৷ সম্পর্ক নতুন কোন গতি পায়নি৷

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে৷ তাতে বাংলাদেশের যেমন দায়িত্ব আছে৷ তেমনি বৃহৎ প্রতিবেশী হিসেবে আগে ভারতকে এগিয়ে আসতে হবে৷

ড. আকমল আশা করেন, তিস্তার পানিবণ্টনসহ ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান অবশ্যই হবে৷ কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ