‘প্রতিবেশী হিসেবে ভারতকেই আগে এগিয়ে আসতে হবে’
১১ সেপ্টেম্বর ২০১১
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে চুক্তি এবং আলোচনার ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষতার পরিচয় দিতে হবে৷
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সদস্য সমাপ্ত ঢাকা সফর এখনো বাংলাদেশের প্রধান আলোচনার বিষয়৷ ঢাকা বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আকমল হোসেন ডয়চে ভেলেকে বলেন, এই সফর থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে৷ বাংলাদেশকে বড় রাষ্ট্রের সঙ্গে চুক্তি বা আলোচনার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত গড়ে তুলেতে হবে৷ সবপক্ষের সঙ্গে কথা বলে আলোচনার টেবিলে গেলে তাতে অনেক সুবিধা৷
তিনি বলেন, মনমোহনের এই সফরে বাংলাদেশ ভারত সম্পর্কের কোন অবনতি না ঘটলেও আমরা আশার জায়গায় পৌঁছাতে পারিনি৷ সম্পর্ক নতুন কোন গতি পায়নি৷
তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে৷ তাতে বাংলাদেশের যেমন দায়িত্ব আছে৷ তেমনি বৃহৎ প্রতিবেশী হিসেবে আগে ভারতকে এগিয়ে আসতে হবে৷
ড. আকমল আশা করেন, তিস্তার পানিবণ্টনসহ ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যার সমাধান অবশ্যই হবে৷ কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম