1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত

১৩ সেপ্টেম্বর ২০১২

সমকালীন পপ সংগীতাঙ্গনে নবাগত জনপ্রিয় তারকাদের অন্যতম এমি ম্যাকডোনাল্ড৷ ব্রিটিশ এই সংগীত তারকা পাঁচ বছরেরও বেশী সময় ধরে তাঁর সংগীত জীবনে পেয়ে আসছেন সাফল্য, খ্যাতি এবং স্বীকৃতি৷

16.02.2012 DW-TV Europe in Concert Amy Macdonald
16.02.2012 DW-TV Europe in Concert Amy Macdonaldছবি: Universal Music

২০০৭ সালে প্রথম অ্যালবাম ‘দিস ইজ দ্য লাইফ'- এর মধ্য দিয়ে বিশ্ব পপ সংগীতের অঙ্গনে, গীতিকার, সুরকার, গিটার বাদক ও গায়িকা এমি ম্যাকডোনাল্ড-এর সফল আত্মপ্রকাশ৷ ইংল্যান্ড সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় প্রথম দিকে স্থান অধিকার করে এই অ্যালবাম৷

তাঁর পরবর্তী অ্যালবাম ‘এ কিউরিয়াস থিং'এর মধ্য দিয়েও এমি পান আন্তর্জাতিক সাফল্য৷ এই অ্যালবামের বেশ ক'টি গান বিশ্ব পপ সংগীতাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করে৷ বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক কনসার্টের মধ্য দিয়ে তিনি জয় করেছেন অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷

এমি ম্যাকডোনাল্ড'এর জন্ম ১৯৮৭ সালের ২৫শে আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগো শহরে৷ এখানে বিশপব্রিগস হাই স্কুলে পড়াশুনা করেন তিনি৷ ১২ বছর বয়সে বিখ্যাত স্কটিশ রক সংগীত গোষ্ঠী ‘ট্র্যাভিস'-এর পরিবেশনা শোনার পর থেকেই সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি এবং বাবার গিটার নিয়ে শুরু করেন স্বশিক্ষা৷ আর সেই সাথে চলে সংগীত রচনার চর্চা৷ ১৫ বছর বয়স থেকে গ্লাসগো'র বিভিন্ন পাবে সংগীত পরিবেশনা করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন এমি৷ ১৮ বছর বয়সে তিনি চুক্তিবদ্ধ হন একটি রেকর্ড কোম্পানির সাথে এবং সেই থেকেই শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷

এমি ম্যাকডোনাল্ডের দিস ইস লাইফ অ্যালবামের কভারছবি: Mercury (Universal)

সমাজ ও তাঁর পারিপার্শ্বিকতা নিয়েই তাঁর গীতিকবিতা৷ স্বতঃস্ফূর্ত সুরেলা কণ্ঠে, রক ও লোক সংগীতের ছোঁয়ায় এক নতুন স্বাদের পপ সংগীত উপহার দিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীদের৷ এ বছর জুন মাসে বের হয়েছে তাঁর তৃতীয় সফল অ্যালবাম ‘লাইফ ইন আ বিউটিফুল লাইট'৷ ২০০৯ সালে ‘শ্রেষ্ঠ আন্তর্জাতিক নবাগত সংগীত শিল্পী' হিসেবে ‘একো' সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রতিভাবান সংগীত শিল্পী এমি ম্যাকডোনাল্ড৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ