1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

৭ অক্টোবর ২০১১

বাংলাদেশে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা৷ পূজায় সবাই দেশ ও জাতির সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করছেন৷ আর রাষ্ট্রপতি ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন৷

ফাইল ফটোছবি: AP

প্রতিমা বিসর্জনে ভক্ত আর পূজারিদের মধ্য ছিল বেদনার ছাপ৷ তারা যেন তাদের দুর্গা দেবীকে যেতে দিতে চাননা৷ তবুও বিদায় দিতে হয়৷ তবে আশার কথা হল, তিনি শান্তি আর কল্যাণের বাণী নিয়ে আবারো ফিরে আসবেন৷ আর তাঁর আগমনে অপেক্ষায় থাকবে সবাই৷

তাই দেশে যেন সারা বছর শান্তি বজায় থাকে৷ সবার মধ্যে যেন থাকে সহমর্মিতা৷ এই প্রার্থনা ছিল বিজয়ার দিনে৷ পূজার পুরোহিত বলেন, অসুর বধের মাধ্যমে পৃথিবী মঙ্গলময় হয়ে উঠেছে৷ দেশে – পৃথিবীতে যেন অশুভ শক্তি কখনোই মাথা চাড়া দিতে না পারে৷

এদিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিজয়ার দিনে বঙ্গভবনে হিন্দু ধমাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন৷ আমন্ত্রণ জানিয়েছেন বিদেশি রাষ্ট্রদূতদের৷ তিনি আহ্বান জানিয়েছে সারা বছর এই সম্প্রীতি আর সৌহার্দ্য ধরে রাখার৷

পাঁচ দিন নয়, শারদীয় দুর্গাপূজার উৎসব যেন সারা বছর থাকে বাঙালীর জীবন৷ যেন ঘরে ঘরে থাকেন মা দুর্গা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ