দুইবার হাসপাতালে ভর্তি হওয়া সত্ত্বেও হোয়াইট হাউস-সহ শীর্ষ কর্মকর্তাদের না জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন' আচরণের করায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিনকে বরখাস্ত করার দাবি উঠছে৷
বিজ্ঞাপন
ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের তৎপরতা, তাইওয়ানকে ঘিরে উত্তেজনার মতো একাধিক সংকট সামলাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন হিমসিম খাচ্ছে, তখন খোদ প্রতিরক্ষামন্ত্রীর অনুপস্থিতি ওয়াশিংটনে তীব্র বিতর্কের সৃষ্টি করছে৷ নববর্ষের দিনেই লয়েড অস্টিন জরুরি চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ কিন্তু বেশ কয়েক দিন ধরে তার অনুপস্থিতির কথা এমনকি হোয়াইট হাউসও জানতো না৷ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনেক শীর্ষ কর্তাব্যক্তিও সে বিষয়ে অবগত ছিলেন না৷ অস্টিনের আরেকবার হাসপাতালে যাবার খবরও গোপন রাখা হয়েছিল৷ আন্তর্জাতিক সংকটের সময়ে এমন ‘দায়িত্বজ্ঞানহীন' আচরণের কারণে অস্টিনকে বরখাস্ত করার দাবি উঠছে৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লয়েড অস্টিনকে পদচ্যুত করার কোনো পরিকল্পনা তার নেই৷ এ প্রসঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পসহ রিপাব্লিকান দলের নেতাদের দাবি তিনি নস্যাৎ করে দিয়েছেন৷ পেন্টাগন জানিয়েছে, চার তারকাখচিত সামরিক বাহিনীর প্রাক্তন জেনারেল অস্টিন নিজেও পদত্যাগের কথা ভাবছেন না৷ হাসপাতাল থেকেও প্রতিরক্ষামন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে৷ সোমবার অস্টিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালাইভ্যানসহ একাধিক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন৷
মার্কিন সেনাবাহিনীর ‘কমান্ডার-ইন-চিফ' হিসেবে প্রেসিডেন্টের ঠিক পরেই প্রতিরক্ষামন্ত্রীর স্থান৷ জাতীয় স্তরে যে কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে মুহূর্তের মধ্যে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হতে হবে৷ পরমাণু অস্ত্র দিয়ে হামলার মতো পরিস্থিতির ক্ষেত্রে তাকে নিরাপদ লাইনের মাধ্যমে প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে৷ হাসপাতালের আইসিইউ বেডে থেকে সেটা করা সম্ভব কিনা, সে বিষয়ে প্রশ্ন উঠছে৷ অসুস্থতার ক্ষেত্রে লয়েড অস্টিন কিছু দায়িত্ব উপ-প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্সের হাতে তুলে দেওয়া উচিত ছিল বলে সমালোচকরা মনে করিয়ে দিচ্ছেন৷ অথচ হিক্সও সে বিষয়ে কয়েক দিন ধরে কিছুই জানতেন না৷ ৭০ বছর বয়সি অস্টিনের অসুস্থতা ও শারীরিক সমস্যা সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি৷
এমন রাজনৈতিক বিতর্কের মাঝে অস্টিন নিজের আচরণ সম্পর্কে মন্তব্য করেছেন৷ তিনি নিজের অনুপস্থিতির সময়ে গোপনীয়তা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্তের দায়িত্ব স্বীকার করেন৷ জনসাধারণকে ঠিকমতো জানানোর কাজ আরো ভালোভাবে করতে পারতেন বলে তিনি এক বিবৃতিতে জানিয়েছেন৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)
২০২৩ সালের যত অদ্ভুত ভুয়া খবর
নানা ভুয়া খবরের বছর ছিল ২০২৩৷ যুদ্ধ, সহিংসতা নিয়ে এমন ভুয়া খবর ছিল যেগুলো আবেগতাড়িত৷ কিন্তু এর বাইরে বিচিত্র ভুয়া খবরও জন্ম দিয়েছে বিদায়ী বছরটি৷ কয়েকটি জানুন ছবিঘর থেকে...
ছবি: Facebook/TikTok
জেলেনস্কির ভুয়া ‘বেলি ড্যান্স’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও কিয়েভ ভুয়া খবরের বিষয়বস্তুতে পরিণত হয়৷ লক্ষ্যে পরিণত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ সেপ্টেম্বরে ছাড়া একটি ভিডিওতে দেখানো হয় জেলেনস্কি আঁটোসাঁটো সোনালি পোশাকে ‘বেলি ড্যান্স’ করছেন৷ তবে ডয়চে ভেলে পরীক্ষা করে দেখেছে ভিডিওটি ডিপফেইক৷ একজন নৃত্যশিল্পীর মুখের জায়গায় জেলেনস্কির মুখ বসিয়ে দেয়া হয়৷
সুইডেনে ‘সেক্স টুর্নামেন্ট’ নয়
যৌনক্রিয়াকে ক্রীড়া হিসেবে ঘোষণা দিয়েছে সুইডেন, এমন একটি ভুয়া খবর জুলাইতে ছড়িয়ে পড়ে৷ দেশটি সেক্স টুর্নামেন্টের আয়োজন করছে বলেও গুজব ছড়ানো হয়৷ এমনকি টাইমস অব ইন্ডিয়ার মতো নামি গণমাধ্যমও এই ফাঁদে পড়ে খবর প্রকাশ করে৷ একটি ভুয়া প্রতিবেদনে বলা হয়, সুইডেন একটি টুর্নামেন্টের আয়োজন করতে চায় যেখানে অংশগ্রহণকারীরা একে অন্যের সাথে দিনে ছয় ঘণ্টা পর্যন্ত যৌনক্রিয়া করবে এবং তাদের মধ্য থেকে সেরাকে বেছে নেয়া হবে৷
আসল খবরটি যা ছিল
ডিডাব্লিউ ফ্যাক্ট চেক করে দেখেছে এই খবর ভুয়া ছিল৷ গ্যোটেবোর্গস-পোস্টেন নামের সুইডিশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মূলত দেশটির একটি ক্লাবের মালিক যৌনক্রিয়াকে ক্রীড়া হিসেবে ঘোষণা দেয়ার আবেদন জানান৷ যদিও এই আবেদন মে মাসেই প্রত্যাখ্যান করেছিল সুইডিশ স্পোর্টস কনফেডারেশন৷
ছবি: Amir Nabizadeh/TT News Agency/REUTERS
কেনিয়ায় ব্যবহৃত কনডম বিক্রির ভুয়া ছবি
বছরের শুরুর দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দাবি করা হয়, ব্যবহৃত কনডম পরিষ্কার করে নতুনভাবে বিক্রি করায় কেনিয়ায় ছয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই দাবি মিথ্যা৷ ২০২০ সালের এক প্রতিবেদন অনুযায়ী, তিন লাখ ২৪ হাজার ব্যবহৃত কনডম পরিষ্কার করে বিক্রি করা হয়েছে, তবে সেটি কেনিয়ায় নয় ভিয়েতনামে৷ তার সাথে ছয় শিক্ষার্থী নন, জড়িত ছিলেন একটি ছোট কারখানার কর্মীরা৷
ছবি: Facebook
বুকের ভেতরে তেলাপোকার এক্স-রে ছবির কারসাজি
কেনিয়া নিয়ে আরেকটি ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে৷ ফেসবুক ব্যবহারকারীরা লিখেছেন, কেনিয়ায় একজনের বুকের এক্স-রের ছবিতে জীবন্ত তেলাপোকা ধরা পড়েছে৷ কিন্তু রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই সংক্রান্ত ছবিটি মূলত এডিট করা৷ মূল ছবিটি প্রকাশিত হয়েছিল রেডিওলজি সংক্রান্ত একটি জার্নালে৷
ছবি: Facebook
বাইডেন কি ডায়াপার পরতেন
জুনে কিছু দেশে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেঝেতে পড়ে আছেন আর তার ট্রাউজারের ভেতর থেকে ডায়াপার উঁকি দিচ্ছে৷ রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি আসলে জোড়াতালি দেয়া৷ মূলত মার্কিন বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে বাইডেন পড়ে যান৷ সেখানে আসল ছবিতে ডায়াপার ছিল না৷
ছবি: Twitter
বানোয়াট নিখোঁজ মার্কিন বিমানের হদিস
একটি ভাইরাল ফেসবুক ভিডিওতে দাবি করা হয়েছিল, ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে একটি প্লেন উড্ডয়নের পর হারিয়ে যায় এবং ৩৭ বছর পরে সেটি আবার ফ্লোরিডার মিয়ামিতে অবতরণ করেছিল৷ কিন্তু এএফপির তথ্য যাচাইয়ে দেখা যায়, এমন ঘটনার সত্যতা নেই৷ ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে উড়ে যাওয়া কোনো বিমানের নিখোঁজ হওয়ার তথ্য যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছেও নেই৷ এই ভুয়া খবরটি গালগল্প প্রকাশের জন্য পরিচিত একটি মার্কিন ট্যাবলয়েড ছেপেছিল৷
ছবি: Carolyn Kaster/AP/picture alliance
জনশূন্য অবস্থায় টাইটানের খোঁজ মেলেনি
গত জুনে ওশানগেটের টাইটান ট্র্যাজেডির কথা নিশ্চয়ই মনে আছে৷ ডুবে যাওয়া টাইটানিক দেখাতে পাঁচ যাত্রী নিয়ে সেটি গভীর সমুদ্রে যাত্রা করে৷ এক পর্যায়ে যোগাযোগ হারায়, পরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়৷ কিন্তু সিএনএন-এর একটি স্ক্রিন শট ব্যবহার করে দাবি করা হয়েছিল, সমুদ্রের গভীরে যাত্রীবিহীন টাইটানকে পাওয়া গেছে৷ তবে ফ্যাক্ট চেকে দেখা যায়, এটি সিএনএন-এর প্রকাশিত কোনো খবর নয়, ব্যবহৃত ছবিটিও টাইটানের নয়৷