চলতি বিশ্বকাপের নক আউট পর্বে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং আলজেরিয়া৷ এই দুই দলের মধ্যে সম্পর্ক বেশ তিক্ত৷ সেই ১৯৮২ সালে তৎকালীন পশ্চিম জার্মানি এবং আলজেরিয়ার ফুটবলকেন্দ্রিক বিরোধের প্রেক্ষিতে ফিফা বদলেছিল একটি নিয়ম৷
বিজ্ঞাপন
স্পেনে ১৯৮২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আলজেরিয়া এবং তৎকালীন পশ্চিম জার্মানি মুখোমুখি হয়েছিল৷ কিন্তু ম্যাচের আগে জার্মান খেলোয়াড়রা আলজেরিয়া দলকে নিয়ে ব্যাপক তুচ্ছতাচ্ছিল্য করে৷ এমনকি সে দলের বিপক্ষে করা গোল নিজের কুকুরকে উৎসর্গ করবেন বলেও জানান এক খেলোয়াড়৷ পরিতাপের বিষয় সেই খেলায় জার্মানি হেরেছিল আলজেরিয়ার কাছে, ২-১ গোলে৷ আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে প্রথম খেলাতে জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল আলজেরিয়া৷
তবে আসল কলঙ্ক অন্যত্র৷ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেই বিশ্বকাপের গ্রুপ পর্যায় পেরনোর জন্য আলজেরিয়ার অপেক্ষা করতে হয়েছিল জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য৷ কিন্তু দল দু'টো আলজেরিয়াকে দ্বিতীয় পর্যায়ে উঠতে দিতে চায়নি৷ তাই আগেই পরিকল্পনা করেই জার্মানি ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়ার বিপক্ষে৷ খেলাধুলার ইতিহাসে অন্যতম ভয়ানক ‘পাতানো ম্যাচ' হিসেবে এই খেলাকে বিবেচনা করেন অনেকে৷
বিবিসি অবশ্য জানিয়েছে, আলজেরিয়া ম্যাচটি পাতানোর অভিযোগ আনলেও ফিফার তদন্তে তা শেষ পর্যন্ত প্রমাণ হয়নি৷ যদিও সে সময় খোদ জার্মানির ফুটবল ভক্তরাই ম্যাচটি দেখে জার্মান দলের বিপক্ষে বিক্ষোভ করেছিল৷
জুয়েল সামাদের চোখে বিশ্বকাপ
ফরাসি বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী জুয়েল সামাদ বিশ্বকাপ চলাকালে ব্রাজিলে ব্যতিক্রমী কিছু ছবি তুলেছেন৷ চলুন বাংলাদেশি এই আলোকচিত্রীর চোখে দেখা যাক এবারের বিশ্বকাপ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জার্সিতে নেইমার
বিশ্বকাপ শুরুর দিন সাও পাওলোতে তোলা ছবি এটি৷ ভক্তদের জন্য তৈরি এসব জার্সির পেছনে লেখা আছে নেইমারের নাম এবং দশ নম্বর৷ ব্রাজিলসহ গোটা বিশ্বেই এখন সুপরিচিত নেইমার৷ বিশ্বকাপ শুরুর দিন ‘এএফপি/গেটি ইমেজেস’-এর জন্য এই ছবিটি তুলেছেন বাংলাদেশি আলোকচিত্রী জুয়েল সামাদ৷ তাঁর তোলা আরো ছবি পাবেন এই ছবিঘরে৷
ছবি: AFP/Getty Images
পুরো পা ট্যাটু করা
পর্তুগালের মধ্যমাঠের খেলোয়াড় রাউল মায়রেলেস-এর ডান পা পুরোটাই ট্যাটুতে ভরা৷ ১৮ই জুন সাও পাওলোতে খেলোয়াড়দের অনুশীলনের সময় ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বিমানবন্দরে প্রতিক্ষা
কলোম্বিয়ার এক ফুটবল সমর্থক তাঁর পরবর্তী গন্তব্যের উড়ালের জন্য ব্রাজিলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন৷ তবে তিনি কি মাঠে নাকি বিমানবন্দরে – তা এই পোশাক দেখে বোঝা মুশকিল৷ ছবিটি ১৯শে জুন তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
নখে ব্রাজিল!
বিশ্বকাপ মাঠের এক স্বেচ্ছাসেবী তাঁর নখ রাঙিয়েছেন ব্রাজিলের পতাকার রঙে৷ ব্রাজিলের কুইয়েবা স্টেডিয়ামে ২০শে জুন ছবিটি তোলা৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
বোকো হারামকে ঠেকানোর আহ্বান
বিশ্বকাপ ‘কভার’ করতে আসা নাইজেরিয়ার এক সাংবাদিকের টি-শার্টে লেখা ‘ওয়ার্ল্ড ইউনাইটস এগেইনস্ট বোকো হারাম’৷ ব্রাজিলের কুইয়েবায় নাইজেরিয়ার বিপক্ষে বসনিয়া-হ্যারৎসেগোভিনার খেলার দিন ২১শে জুন স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে ছবিটি তোলা হয়৷
ছবি: J.Samad/AFP/GettyImages
‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’
বোকো হারাম নাইজেরিয়ায় কয়েক শত স্কুল ছাত্রীকে অপহরণ করে আটকে রেখেছে৷ তাদের মুক্তির দাবিতে চালু করা হয় হ্যাশট্যাগ ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’৷ কুইয়েবায় নাইজেরিয়া এবং বসনিয়া-হ্যারৎসেগোভিনার ম্যাচ চলাকালে গ্যালারিতে ব্যানারটি প্রদর্শন করেন এক ফুটবল ভক্ত৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
প্রতিক্রিয়া
বসনিয়া-হ্যারৎসেগোভিনার মধ্যমাঠের খেলোয়াড় টিনো সুশিচ খেলা শেষে এভাবেই মাঠে শুয়ে পড়েন৷ কুইয়েবায় নাইজেরিয়ার সঙ্গে সে খেলায় ১-০ গোলে হারে তাঁর দল৷ তাই এমন প্রতিক্রিয়া৷ ২১শে জুন ছবিটি তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
অনুশীলনের জন্য ‘ব্রাজুকা’ বল
আর্জেন্টিনার খেলায়াড়দের অনুশীলনের জন্য জড়ো করা বিশ্বকাপের ব্রাজুকা বল৷ পোর্তো আলেগ্রে স্টেডিয়াম থেকে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
জন্মদিনে বিশেষ জুতা
নিজের জন্মদিনে বিশেষভাবে তৈরি জুতা পরে অনুশীলনে অংশ নেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি৷ বিশ্বকাপের কারণে ২৭তম জন্মদিনটি এবার ব্রাজিলেই উদযাপন করেছেন তিনি৷ পোর্তো আলেগ্রের স্টেডিয়ামে ২৪শে জুন ছবিটি তোলা হয়৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
এমেনিকার অনুশীলন
পোর্তো আলেগ্রেতে অনুশীলনের সময় এভাবেই ক্যামেরাবন্দি হন নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ইমানুয়েল এমেনিকে৷ এ ছবিটিও ২৪শে জুন তুলেছেন জুয়েল সামাদ৷
ছবি: Jewel Samad/AFP/Getty Images
আলোকচিত্রী জুয়েল সামাদ
আলোকচিত্রী জুয়েল সামাদ বেশ কয়েক বছর ধরে বার্তা সংস্থা এএফপিতে চাকরি করছেন৷ বর্তমানে তিনি মূলত হোয়াইট হাউজে প্রেসিডেন্টের ইভেন্ট কভার করার দায়িত্বে আছেন৷ ছবিতে মেয়ে আইয়ানের সঙ্গে রয়েছেন সামাদ৷
ছবি: Farjana khan
11 ছবি1 | 11
অস্ট্রিয়া এবং জার্মানি সেবার নক আউট পর্বে যেতে পারলেও আলজেরিয়া যেতে পারেনি৷ তবে ফিফা পরবর্তীতে নিয়মে পরিবর্তন এনে প্রতিটি গ্রুপের শেষ খেলা দু'টি একত্রে আয়োজনের সিদ্ধান্ত নেয়৷
১৯৮২ সালের পর বদলে গেছে অনেক কিছু৷ এখন আর পূর্ব বা পশ্চিম জার্মানি বলে কিছু নেই৷ জার্মানি আবার একটি দেশ, একটি জাতিতে পরিণত হয়েছে৷ তবে ২০১৪ সালের বিশ্বকাপে আবারো আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে জার্মানি৷ গ্রুপ নয়, নক আউট পর্বে৷ ৩০ জুন বাংলাদেশ সময় রাত দু'টোয় এই খেলা অনুষ্ঠিত হবে৷
আলজেরিয়ার কোচ ওয়াহিদ হালিহজিচ জানিয়েছেন, ১৯৮২ সালের কথা ভোলেননি তারা৷ ৩২ বছর পর তাই প্রতিশোধের সুযোগ ছাড়বে না তাঁর দল৷
উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে ড্র করে নক আউট পর্বে পৌঁছায় আলজেরিয়া৷ অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে জার্মানি৷ পুরনো এই দুই শত্রুর লড়াইয়ে কে এবার জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়৷