1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরাশির প্রতিশোধ?

আরাফাতুল ইসলাম (ডিপিএ)২৭ জুন ২০১৪

চলতি বিশ্বকাপের নক আউট পর্বে মুখোমুখি হচ্ছে জার্মানি এবং আলজেরিয়া৷ এই দুই দলের মধ্যে সম্পর্ক বেশ তিক্ত৷ সেই ১৯৮২ সালে তৎকালীন পশ্চিম জার্মানি এবং আলজেরিয়ার ফুটবলকেন্দ্রিক বিরোধের প্রেক্ষিতে ফিফা বদলেছিল একটি নিয়ম৷

Deutschland vs Algerien WM 1982
ছবি: imago

স্পেনে ১৯৮২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আলজেরিয়া এবং তৎকালীন পশ্চিম জার্মানি মুখোমুখি হয়েছিল৷ কিন্তু ম্যাচের আগে জার্মান খেলোয়াড়রা আলজেরিয়া দলকে নিয়ে ব্যাপক তুচ্ছতাচ্ছিল্য করে৷ এমনকি সে দলের বিপক্ষে করা গোল নিজের কুকুরকে উৎসর্গ করবেন বলেও জানান এক খেলোয়াড়৷ পরিতাপের বিষয় সেই খেলায় জার্মানি হেরেছিল আলজেরিয়ার কাছে, ২-১ গোলে৷ আর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে প্রথম খেলাতে জার্মানিকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল আলজেরিয়া৷

১৯৮২ সালের বিশ্বকাপে জার্মানিকে হারায় আলজেরিয়াছবি: AP

তবে আসল কলঙ্ক অন্যত্র৷ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেই বিশ্বকাপের গ্রুপ পর্যায় পেরনোর জন্য আলজেরিয়ার অপেক্ষা করতে হয়েছিল জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য৷ কিন্তু দল দু'টো আলজেরিয়াকে দ্বিতীয় পর্যায়ে উঠতে দিতে চায়নি৷ তাই আগেই পরিকল্পনা করেই জার্মানি ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়ার বিপক্ষে৷ খেলাধুলার ইতিহাসে অন্যতম ভয়ানক ‘পাতানো ম্যাচ' হিসেবে এই খেলাকে বিবেচনা করেন অনেকে৷

বিবিসি অবশ্য জানিয়েছে, আলজেরিয়া ম্যাচটি পাতানোর অভিযোগ আনলেও ফিফার তদন্তে তা শেষ পর্যন্ত প্রমাণ হয়নি৷ যদিও সে সময় খোদ জার্মানির ফুটবল ভক্তরাই ম্যাচটি দেখে জার্মান দলের বিপক্ষে বিক্ষোভ করেছিল৷

অস্ট্রিয়া এবং জার্মানি সেবার নক আউট পর্বে যেতে পারলেও আলজেরিয়া যেতে পারেনি৷ তবে ফিফা পরবর্তীতে নিয়মে পরিবর্তন এনে প্রতিটি গ্রুপের শেষ খেলা দু'টি একত্রে আয়োজনের সিদ্ধান্ত নেয়৷

১৯৮২ সালের পর বদলে গেছে অনেক কিছু৷ এখন আর পূর্ব বা পশ্চিম জার্মানি বলে কিছু নেই৷ জার্মানি আবার একটি দেশ, একটি জাতিতে পরিণত হয়েছে৷ তবে ২০১৪ সালের বিশ্বকাপে আবারো আলজেরিয়ার মুখোমুখি হচ্ছে জার্মানি৷ গ্রুপ নয়, নক আউট পর্বে৷ ৩০ জুন বাংলাদেশ সময় রাত দু'টোয় এই খেলা অনুষ্ঠিত হবে৷

আলজেরিয়ার কোচ ওয়াহিদ হালিহজিচ জানিয়েছেন, ১৯৮২ সালের কথা ভোলেননি তারা৷ ৩২ বছর পর তাই প্রতিশোধের সুযোগ ছাড়বে না তাঁর দল৷

উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে ড্র করে নক আউট পর্বে পৌঁছায় আলজেরিয়া৷ অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে জার্মানি৷ পুরনো এই দুই শত্রুর লড়াইয়ে কে এবার জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ