1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিশোধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না: তেহরান

৪ জানুয়ারি ২০২০

কাসিম সোলেইমানি হত্যার প্রতিশোধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে তেহরান৷ এদিকে ওয়াশিংটন ইরানকে একই ধরনের প্রতিশোধ নেয়ার জন্য বার্তা দিয়েছে বলে দাবি করেছে রিভল্যুশনারি গার্ড৷

Irak Bagdad Trauermarsch für Kassem Soleimani und Abu Mahdi al-Muhandis
ছবি: Reuters/W. al-Okili

ইরানের রিভল্যুশনারি গার্ডের রিয়ার এডমিরাল আল ফাদাবি অ্যামেরিকাকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমরা প্রতিশোধের জন্য অপেক্ষা কর৷ আর এ প্রতিশোধ শুধু ইরানেই সীমিত থাকবে না৷''

মধ্যপ্রাচ্যে ইরানের সহযোগী দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন ‘‘এ প্রতিশোধ বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে আছে তারা৷’’

আল ফাদাবি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে জানান, ‘‘সোলাইমানিকে যেভাবে হত্যা করা হয়েছে সেভাবেই প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ তিনি বলেন,  ‘‘তারা বলছে তোমরা যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমরা যেভাবে সোলামনিকে হত্যা করেছি সেভাবে নাও৷'' এই বার্তাটি ইরান কিভাবে পেয়েছে সেটি বিস্তারিত জানাননি ফাদাবি৷

গত প্রায় চারযুগ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে তেহরানে সুইজারল্যান্ডের দূতাবাস দেশটিতে যুক্তরাষ্ট্রের যোগাযোগের ভূমিকা রেখে আসছে৷ সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের একটি চিঠি দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স ইরানের কাছে পৌছে দিয়েছে৷ এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ টেলিভিশনে আলাদা এক সাক্ষাৎকারে বলেছেন, সুইজারল্যান্ডের দূতাবাস অ্যামেরিকার একটি হাস্যকর বার্তা পৌছে দিয়েছে৷ এই চিঠির জন্য দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠিয়েছে বলেও জানান তিনি৷

ইরানের প্রতিক্রিয়া কী হবে ঠিক করে দেয়ার মত অবস্থানে যুক্তরাষ্ট্র নেই বলেও উল্লেখ করেন ফাদাবি৷ তিনি বলেন, ‘‘অ্যামেরিকাকে অবশ্যই ভয়াবহ প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকতে হবে৷'' 

কালো পোশাকে সোলাইমানিকে স্মরণ: অ্যামেরিকা বিরোধি স্লোগান

এদিকে শনিবার নিহত সোলাইমানির শেষকৃত্য অনুষ্ঠানে হাজারো মানুষ জড়ো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷

ইরাকের গুরুত্বপূর্ণ এলাকা ইমাম কাদহিমের মাজার এলাকা থেকে শোক মিছিলটি শুরু হয়৷ ইরাকের প্রধানমন্ত্রী আবেদ আবদুল-মাহদিসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন৷

কালো পোশাকে হাজারো মানুষ এ শোক মিছিলে অংশ নেয়৷ এ সময় তারা ‘অ্যামেরিকা ধ্বংস হোক, ইসরাইল ধ্বংস হোক' স্লোগান দেয়৷

শেষকৃত্য অনুষ্ঠানের নিরাপত্তায় হেলিকপ্টারসহ নিরাপত্তারক্ষীরা উপস্থিত ছিলেন৷

এ সময় মার্কিন বাহিনীর বাগদাদে গড়ে তোলা গ্রিন জোনের গেইট বন্ধ রাখা হয়েছিল৷ মার্কিন দূতাবাসের প্রবেশপথও বন্ধ ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো৷

সোলেমানিকে হত্যার পর ডনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে এবং অ্যামেরিকানদের উপর হামলা ঠেকাতেই সোলেমানিকে হত্যার নির্দেশ দেয়া হয়৷ ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘আমরা যুদ্ধ শুরু নয় বরং যুদ্ধ থামাতেই এ পদক্ষেপ নিয়েছি৷''

এ মুহুর্তে মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত নয় জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্য পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ 

তবে জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিশেষজ্ঞ আগনেস কালামার্ড বলেন, জেনারেল সোলেইমানি হত্যার বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷

এদিকে চীন সরকারের মুখপাত্র গেং শোয়াং বলেন তার দেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বল প্রয়োগের বিরোধি৷ নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে দেওয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি৷

উদ্ভুদ পরিস্থিতি মোকাবেলায় এ অঞ্চলের দেশগুলোর সাথে আলোচনায় বসার কথা জানিয়েছেন ফ্রান্সের ইউরাপ বিষয়ক জুনিয়র মিনিষ্টার অ্যামেলিয়ে ডে মন্টশালিন৷

আরআর/এফএস (এএফপি, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ