প্রতি বছর ট্রেনে কাটা পড়ছে শত শত মানুষ
১৬ অক্টোবর ২০১০দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া ছুটছেই
আজ সমকাল এবং আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম একই বিষয় নিয়ে৷ সেটি হচ্ছে বাজার ও দ্রব্যমূল্য৷ বাগে আসছে না বাজার, সমকালের এই শিরোনাম সম্বলিত প্রতিবেদনে বলা হয়েছে সরকারের নজরদারির কারণে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও ঈদের পর থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র৷ নিত্যপণ্যের দাম এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ অন্যদিকে, আমার দেশ এর প্রতিবেদনে বলা হয়েছে মাছ, মাংস, পেঁয়াজ, ডিমসহ অনেক পণ্যের দাম বিগত জোট সরকারের আমলের চেয়ে দ্বিগুন হয়েছে৷
দুই ভাগ ঢাকা সিটি কর্পোরেশন
যুগান্তরের প্রধান খবর আজ এটি৷ দু'ভাগ হচ্ছে ডিসিসি- এই শিরোনামে প্রতিবেদনটিতে জানানো হয়েছে যে বিদ্যমান আইনের সংশোধনী এনে ঢাকা সিটি কর্পোরেশন এলাকাকে দুই ভাগে ভাগ করার চিন্তা করছে সরকার৷ বর্তমান মেয়াদোত্তীর্ণ মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের বেলায় আইনি জটিলতা রয়েছে৷ তাই সরকার বিকল্প চিন্তা ভাবনা করছে৷ একই বিষয়ে প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এখনই ডিসিসি নির্বাচন চাচ্ছে না৷ বিদ্যুৎ, পানি ও গ্যাস সমস্যার সমাধান না করে নির্বাচন দিলে ফলাফল অনুকূলে নাও আসতে পারে, এই ধারণা থেকে তারা এ চিন্তা ভাবনা করছে বলে জানা গেছে৷
ট্রেনে কাটা পড়ার পেছনে রহস্য
কালের কন্ঠের মূল শিরোনাম দুর্ঘটনা, না পরিকল্পিত হত্যা৷ অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয়েছে, নারায়নগঞ্জ থেকে যমুনা সেতু পর্যন্ত ২১২ কিলোমিটার এলাকার রেললাইন থেকে প্রতি বছর গড়ে প্রায় তিন'শ লাশ উদ্ধার করা হয়৷ ট্রেনে কাটা পড়া এসব লাশের অনেকেরই পরিচয় মেলে না৷ এত লাশ উদ্ধারের ঘটনা ঘটলেও এসব ঘটনার পেছনের কারণ বেশিরভাগ ক্ষেত্রে অজানা থাকছে৷ সন্দেহ তৈরি হয়েছে, যে এসবের পেছনে কেবল আত্মহত্যা নাকি হত্যাকান্ডও রয়েছে৷ কমলাপুর জিআরপি থানার ওসি আলী হোসেন খান বলেন, রেল লাইনে কাউকে ফেলে হত্যা করা হলে নিহতের শরীরের আলামত দেখে আমরা কোনো ধারণা করতে পারি না৷ ফলে আমাদের দুর্ঘটনার কথাই লিখতে হয়৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সাগর সরওয়ার