1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতি বছর ১৭ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়

১৫ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায়৷ যা বিশ্বের সর্বোচ্চ৷ শুধুমাত্র সাঁতার না জানার কারণে এই ঘটনা ঘটে বলে জানাচ্ছে ইউনিসেফ৷

ফাইল ফটোছবি: AP

বাংলাদেশী শিশুদের সাঁতার শিক্ষা দেবার জন্য ইউনিসেফের একটি সংগঠন ‘সিইপিআরবি ' বাংলাদেশে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে৷

নদীমাতৃক দেশ, বাংলাদেশ৷ নদী বিধৌত এই দেশের গ্রামে প্রতিটি না হলেও বহু বাড়ির কাছাকাছি পুকুর থাকা খুবই স্বাভাবিক৷ আর খাল বিল তো রয়েছেই৷ তাইতো পা বাড়ালেই কোন জলাধার খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়না গ্রামের কোন অধিবাসীকেই৷ উপরন্ত এমন কোন বছর নেই যে বছর বন্যা আঘাত হানে না বাংলাদেশে৷ আর বন্যার পানিও নীচু এলাকায় জমে থাকে কয়েক সপ্তাহ কখনো বা মাসব্যাপী৷ পানির এই সহজলভ্যতার কারণেই সাঁতার না জানা বহু শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে৷

ইউনিসেফের সংগঠন সেন্টার ফর ইনজিউরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ বা সিইপিআরবি বাংলাদেশী শিশুদের সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে ২০০৫ সাল থেকে৷ তাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি শিশুকে সাঁতার শেখানো ৷ যেনো পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমে আসে৷ এপর্যন্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৩০ হাজার শিশুকে সাঁতার কাটতে শিখিয়েছে৷

তাদের সহায়তা করছে অষ্ট্রেলিয়ান একটি বেসরকারি সংগঠন৷ সংগঠনটি তাদের বিশ্বখ্যাত প্রশিক্ষকদের বাংলাদেশে পাঠান বাংলাদেশের স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিতে৷ প্রশিক্ষণ শেষে তারা নিজ গ্রামে চলে যান এবং বাচ্চাদের সাঁতারের প্রশিক্ষণ দেন৷

অষ্ট্রেলিয়ান এক সাঁতার প্রশিক্ষক জেস মস বার্তা সংস্থাকে বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাংলাদেশে খুবই বেশি৷ কিন্তু আমরা যদি একটি বাচ্চাকে শেখাতে পারি কিভাবে ৯০ সেকেন্ড সাঁতার কাটা যায় বা ভেসে থাকা যায় তবে তার জীবন রক্ষা করা সম্ভব৷

ইউনিসেফের স্বাস্থ্য এবং পুষ্টি বিভাগের বাংলাদেশ প্রধান ব্রিথ লোকেটেলি-রসি বলেন, তারা ৪ থেকে ১০ বছরের বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকেন৷ যা বাচ্চাদের পানিতে ভেসে জীবন রক্ষা করতে সাহায্য করবে৷

কিন্তু এই বাচ্চাদের তো আর সুইমিংপুল করে সাঁতার শেখানো সম্ভব নয় ৷ তাই স্থানীয় জলাশয় বা পুকুরকেই প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে ইউনিসেফ৷ যেখানে বাঁশের তৈরি গোলাকার বেড়া বাচ্চাদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ