গত প্রায় ১২০ বছর এলামাইট লিখনপদ্ধতিকে কেউ বলেছেন অপাঠ্য, কেউবা বলেছেন দুর্বোধ্য৷ একদল প্রত্নতাত্ত্বিকের দাবি, ইরানে তারা সেই বর্ণলিপির পাঠোদ্ধার করেছেন৷
বিজ্ঞাপন
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সুসায় ফরাসি প্রত্নতাত্ত্বিকরা এলামাইট লিপির প্রথম দেখা পান ১১৯ বছর আগে, অর্থাৎ সেই ১৯০৩ সালে৷ কিছু হীরা এবং বর্গক্ষেত্রের গায়ে ড্যাশ চিহ্ন (-) এবং ফুটকি- কম কথায় এই হলো এলামাইট লিপি৷ ১৯০৩ সালে উদ্ভাবনের সময় এর নাম দেয়া হয় ‘লিনিয়ার এলামাইট'৷ গবেষকদের মতে, ‘লিনিয়ার এলামাইট' বিশ্বের চারটি প্রাচীনতম লিখনশৈলীর একটি৷ মেসোপোটেমিয়ার কিউনিফর্ম, মিশরের হিয়েরোগ্লিফিক্স এবং সিন্ধু লিপির মতো প্রাচীন এই রৈখিক লিপি খ্রীষ্টপূর্ব দ্বিতীয় মিলেনিয়ার শুরুর দিক থেকে তৃতীয় মিলেনিয়ার শেষ সময় পর্যন্ত বিস্তৃত তাম্র যুগে প্রচলিত ছিল৷ তবে গবেষকরা এতদিন বহু চেষ্টা করেও এলামাইট লিপির ওই হীরা এবং বর্গক্ষেত্রগুলোর কোনো মানে খুঁজে পাননি৷ হাতে গোণা কয়েকটা ‘ক্যারেক্টারের'ই শুধু ব্যাখ্যা বুঝতে পেরেছেন বলে ধারণা ছিল তাদের৷
তবে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক ফ্রাসোয়াঁ দেসেঁ এবং তার দলের দাবি, এলামাইট লিপির ওপর থেকে শত বছরের দুর্বোধ্যতার জাল এবার অল্প অল্প করে সরতে শুরু করেছে৷ তারা বলছেন, আটটি প্রাচীন রূপার কাপের সহায়তায় এলামাইট লিপির রহস্য অনেকখানি উন্মোচন করে ফেলেছেন৷ ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ফ্রান্সের লিওঁ শহরের আর্কিওরিয়েন্ট রিসার্চ ল্যাবরেটরির গবেষক দেসেঁ বলেন, ‘‘এই ধরনের পেয়ালা দীর্ঘদিন ধরে শুধু ব্যক্তিগত সংগ্রাহকদের কাছে ছিল৷ খুব সম্প্রতি আমরা গবেষণার কাজে ব্যবহারের জন্য এগুলো সংগ্রহ করি৷''
সংগ্রহ করার পর ওই কাপগুলোর সহায়তায় দীর্ঘদিন ধরে এলাইট লিপির পাঠোদ্ধারের চেষ্টা চালিয়ে গেছেন দেসেঁ ও তার দল৷ লিপিগুলো বিশ্লেষণ করে দেসেঁর মনে হয়েছে, ‘‘এলামাইট লিখন রীতি পুরোপুরি ফোনোগ্রাফিক লিপি৷''
তবে ডেসেল ও তার সতীর্থদের উদ্ভাবনকে এখনই স্বীকৃতি দিতে রাজি নন অনেকে৷ বার্ন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ এবং সুইস অ্যালিস কোবার সোসাইটির বিজ্ঞান বিষয়ক পরিচালক মিশায়েল ম্যাডেরও তাদের একজন৷ তিনি বলেছেন, ‘‘যতক্ষণ না পরিষ্কার প্রমান পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত লিনিয়ার এলামাইটের পুরোপুরি পাঠোদ্ধার হয়েছে- এমনটি কোনোভাবেই বলা যাবে না৷'' তিনি জানান, এ পর্যন্ত সঠিক উচ্চারণ জানা গেছে মাত্র ১৫টি ক্যারেক্টারের আর ১৯টি ক্যারেক্টার সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেছে যা হয়ত বিশ্বাসযোগ্য৷ ম্যাডের আরো বলেন, ‘‘এমনও হতে পারে যে দেসেঁর কাজ হয়ত প্রস্তাবনার তালিকায় আরো ক্যারেক্টার যোগ করবে৷ কিন্তু অক্ষর বা চিহ্নগুলোর কাজ এবং উচ্চারণ সম্পর্কে বিশদ না জানা পর্যন্ত আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না৷''
ভাষা নিয়ে সাত মজার তথ্য
ইউনেস্কোর হিসেবে পৃথিবীর মানুষ প্রায় ছয় হাজার ভাষায় কথা বলে৷ এর মধ্যে ৯০ শতাংশ ভাষায় কথা বলা মোট মানুষের সংখ্যা এক লাখেরও কম৷
মোট ভাষা
ইউনেস্কো বলছে, পৃথিবীর মানুষ প্রায় ছয় হাজার ভাষায় কথা বলে৷ এর মধ্যে কমপক্ষে ৪৩ শতাংশ ভাষা বিলুপ্তির আশঙ্কায় রয়েছে৷ আরেক হিসেব বলছে, ছয় হাজার ভাষার মধ্যে ৯০ শতাংশ ভাষায় কথা বলা মোট মানুষের সংখ্যা এক লাখেরও কম হতে পারে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইএল ইন্টারন্যাশনালের প্রকাশনা ‘এথনোলোগ’-এর হিসেবে, বিশ্বে বর্তমানে ভাষার সংখ্যা ৭,১৩৯৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
সবচেয়ে বেশি ভাষার দেশ
পাপুয়া নিউ গিনির জনসংখ্যা প্রায় আশি লাখ৷ এথনোলোগের হিসেবে, সে দেশের মানুষ ৮৪০ ভাষায় কথা বলে! তবে অফিসিয়াল ভাষা তিনটি- ইংরেজি, টক পিসিন ও হিরি মটু৷ এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ায় ভাষার সংখ্যা ৭১২৷ এরপর ক্রমান্বয়ে আছে নাইজেরিয়া (৫২২), ভারত (৪৫৪) ও যুক্তরাষ্ট্র (৩২৬)৷
ছবি: picture- alliance/AP Photo/UN/S. Aupong
মহাকাশে ঘুরছে বাংলা
সৌরজগৎ নিয়ে গবেষণা করতে ১৯৭৭ সালে নাসা ভয়েজার ১ ও ২ মহাকাশযান প্রেরণ করে৷ প্রতিটিতে একটি করে সোনালি ডিস্ক রয়েছে৷ এতে পৃথিবীর বিভিন্ন শব্দ ছাড়াও আছে ৫৫ ভাষায় বলা শুভেচ্ছা বার্তা৷ এরমধ্যে বাংলাও আছে৷ সুব্রত মুখার্জি বলছেন, ‘‘নমস্কার, বিশ্বের শান্তি হোক৷’’ মহাকাশযান দুটি এখনও মহাকাশে সক্রিয় আছে৷
ছবি: picture alliance/Jet Propulsion Lab via AP/dpa
ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ
২০১৮ সালে রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদন জানায়, ‘কনসাইস অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি’তে থাকা প্রায় ২৪ হাজার শব্দে যত বর্ণ ব্যবহৃত হয়েছে তার মধ্যে ‘ই’ বর্ণের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ১১ শতাংশ৷ এরপরেই আছে ‘এ’৷ ‘ই’ এর চেয়ে প্রায় ছয় হাজার শব্দে পিছিয়ে আছে ‘এ’ বর্ণ৷ নরওয়েজিয়ান, ফিনিশ, ফ্রেঞ্চ ও ইটালিয়ান ভাষায়ও ‘ই’ এর অনেক ব্যবহার আছে৷
সবচেয়ে নতুন ভাষা লাইট ওয়ার্লপিরি
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ওয়ার্লপিরি আদিবাসী গোষ্ঠীর বাস৷ তারা ‘ওয়ার্লপিরি’ ভাষায় কথা বলে৷ তাদের সংখ্যা ৩-৪ হাজার৷ ৭০/৮০-র দশকে ওয়ার্লপিরি বাবা-মা সন্তানদের সঙ্গে কথা বলার সময় ইংরেজি ও ‘ক্রিয়ল’ ভাষার শব্দ ব্যবহার করতেন৷ এই তিন ভাষা শোনা বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলার সময় আলাদা এক ভাষার জন্ম হয়, যা ‘লাইট ওয়ার্লপিরি’ নাম পেয়েছে৷ ঐ বাচ্চারা এতদিনে বড় হয়েছে৷ এখন তাদের সন্তানরাও এই ভাষা ব্যবহার করছে৷
জার্মানির ‘লাইবনিৎস ইনস্টিটিউট ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ’ জানিয়েছে, ২০২০ সালে প্রায় ১,২০০ নতুন জার্মান শব্দ তৈরি হয়েছে৷ সাধারণত গড়ে প্রতিবছর প্রায় ২০০ নতুন জার্মান শব্দ তৈরি হয়৷ কিন্তু করোনার কারণে গতবছর রেকর্ড সংখ্যক শব্দ পাওয়া গেছে৷ যেমন করোনাম্যুডে (করোনায় ক্লান্ত), করোনাফ্রিজুয়া (করোনা হেয়ারস্টাইল), ইম্ফনাইড (টিকা পাওয়া ব্যক্তিদের প্রতি ঈর্ষা) ইত্যাদি৷
ছবি: Jürgen Fromme/firo/picture alliance
বানানো ভাষা
গেম অফ থ্রোনসের যাযাবর গোষ্ঠী ডোথরাকির সদস্যরা ডোথরাকি ভাষায় কথা বলেন৷ এই টিভি সিরিজের জন্য ডোথরাকি ভাষাটি তৈরি করেন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটর ডেভিড পিটারসন৷ এমন প্রায় দুশোর মতো ভাষার সন্ধান পাওয়া যায় যেগুলো বিভিন্ন বই, ফিল্ম ও টিভি সিরিজের প্রয়োজনে বানানো হয়েছে৷