1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্রযুক্তিকেনিয়া

প্রত্যন্ত এলাকায় টিকা ঠিক রাখছে সৌরশক্তিচালিত রেফ্রিজারেটর

২৭ ফেব্রুয়ারি ২০২৫

কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ঔষধের কার্যকারিতা দীর্ঘদিন ধরে রাখা সহজ নয়৷ সৌরশক্তিচালিত মোবাইল ক্লিনিক এবং ভ্যাকসিন রেফ্রিজারেটর এই অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে৷ এই প্রযুক্তি প্রত্যন্ত অঞ্চলেও জীবনরক্ষাকারী ঔষধ পৌঁছে দিচ্ছে৷

মোবাইল ক্লিনিক এবং সৌরবিদ্যুৎ চালিত রেফ্রিজারেটর
কেনিয়ার প্রত্যন্ত অঞ্চলে অনেকের প্রাণ বাচাচ্ছে মোবাইল ক্লিনিক এবং সৌরবিদ্যুৎ চালিত রেফ্রিজারেটরছবি: DW

কেনিয়ার লেক ভিক্টোরিয়াতে ছোট্ট দ্বীপ রিঙ্গিতির অবস্থান৷ এখানকার পাঁচ হাজার বাসিন্দা মূলত জেলে৷ রিঙ্গিতির সঙ্গে কেনিয়ার জাতীয় বিদ্যুৎ গ্রিডের সংযোগ নেই৷ আর স্থানীয় সৌর প্রতিষ্ঠানও নির্ভরযোগ্য নয়৷

তা সত্ত্বেও ডিপথেরিয়া, হেপাটাইটিস বি এবং রোটাভাইরাসের টিকা রক্ষা করা সম্ভব হচ্ছে৷ কারণ, রিঙ্গিতির স্বাস্থ্যকেন্দ্রটি বিদ্যুৎ সংযোগ না থাকলেও তিনদিন অবধি ভ্যাকসিন শীতল রাখতে পারে৷ ব্যাটারিচালিত ভ্যাক্সিবক্সের কারণে এটা সম্ভব হচ্ছে৷ 

রিঙ্গিতি স্বাস্থ্যকেন্দ্রের নার্স এবং ভারপ্রাপ্ত প্রধান কাসমিল কিরিন্ডা বলেন, ‘‘ভ্যাকসিনের কার্যকারিতা ধরে রাখতে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা প্রয়োজন৷ সে কারণে আমাদের অবশ্যই কোল্ড চেইন ইক্যুইপমেন্ট রাখতে হবে৷''

টিকাগুলো দ্বীপ অবধি আনতেও বেশ ঝক্কি পোহাতে হয়৷ মাসে একদিন স্বাস্থ্যকেন্দ্রের প্রধান সেবিকা কাসমিল মেরিন্ডা টিকা এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধ পাশের দ্বীপ এমফাঙ্গানো থেকে নিয়ে আসেন৷ এজন্য সব মিলিয়ে চার ঘণ্টা ভ্রমণ করতে হয়৷  

এই সময়ে টিকাগুলো কার্যকর রাখতে ভেক্সিবক্স সহায়তা করে৷ 

জার্মানিতে ভাসমান সোলার প্ল্যান্ট

01:04

This browser does not support the video element.

যেখানে তৈরি হয় ভেক্সিবক্স

আমরা এবার কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে নজর দেই৷ ছোট আকারের ফ্রিজগুলোর নির্মাতা ড্রপ এক্সেসের কার্যালয় এখানে অবস্থিত৷ সৌরশক্তি, অথবা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে ভেক্সিবক্সগুলো চার্জ দেয়া যায়৷ এগুলোর মূল চালিকাশক্তি হচ্ছে ব্যাটারি

ভ্যাক্সিবক্সের উদ্ভাবক হচ্ছেন নোরা মাগেরো৷ তিনি কেনিয়ার প্রথম নারী, যিনি যুক্তরাজ্যের ‘আফ্রিকা প্রাইজ ফর ইঞ্জিনিয়ারিং ইনোভেশন' জয় করেছিলেন৷ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে এমন সমাধান গড়তে আগ্রহী হন তিনি৷

ড্রপ অ্যাক্সেসের সহপ্রতিষ্ঠাতা নোরা মাগেরো বলেন, ‘‘আমার মেয়েকে টিকা দিতে নিয়ে গিয়ে আমি কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম৷ বিশেষ করে এক লম্বা ব্ল্যাকআউটের পর ক্লিনিক থেকে বলা হয়েছিল টিকা নেই৷ আমি তখন একটি সমাধান খুঁজতে থাকি যা আমার মতো মায়েদেরকে তাদের সন্তানের জন্য টিকা যখন প্রয়োজন, তখন নিশ্চিত করতে পারবে৷''

ছোট্ট ফ্রিজে টিকা সংরক্ষণ

রিঙ্গিতি দ্বীপে ছোট্ট ফ্রিজটির কারণে এখন টিকা সংরক্ষণ সম্ভব হচ্ছে৷ কয়েক মাস আগেও এটা সম্ভব ছিল না৷ জিলিয়ান আকিনি নামে এক মা বলেন, ‘‘প্রথমবারের মতো আমি বলবো যে, তাদের সেবা ভালো হয়েছে৷ আমরা আগেভাগেই খোঁজ নিয়েছি এবং টিকা পেয়েছি৷ অন্যথায় বেশ ঝামেলা পোহাতে হতো, কারণ, সবচেয়ে কাছের হাসপাতালটির অবস্থান এমবিটাতে যার দূরত্ব অনেক৷''

কাসমিল কিরিন্ডা বলেন, ‘‘আমি আগে মাসে একবার টিকাদান কার্যক্রম পরিচালনা করতাম, কারণ, আমাদের কোনো কোল্ড চেইন ইকুইপমেন্ট ছিল না, যা ব্যবহার করে টিকা সংরক্ষণ করা যেতো৷ ফলে আমরা মাসে একদিন টিকাদান কর্মসূচিতে মায়েদেরকে জড়ো করতাম৷ এখন ভ্যক্সিবক্স থাকায় আমরা টিকা জমা করতে পারছি এবং প্রয়োজন অনুযায়ী প্রতিদিনই দিতে পারছি৷''

স্টেইনলেস স্টিলের এই বক্সগুলো ব্যবহার করে ২০২১ সাল থেকে এখন অবধি দশ লাখের বেশি টিকা মানুষ এবং গবাদি পশুকে দেয়া গেছে৷ পাঁচ বছরের কম বয়সি আড়াই লাখ শিশুকে নিয়মিত টিকা দেয়াতেও সহায়তা করেছে এই বক্স৷

প্রতিবেদন: জর্জ কেনিয়ানজুই, ভল্ফ গেবহার্ডট / এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ