1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বস্তিবাসীদের জন্য টয়লেট

২২ জুন ২০১৫

ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের প্রতিটি বস্তি ও নিম্ন আয়ের মানুষেরা যেখানে বাস করেন সেখানে টয়লেট নির্মাণের মিশন নিয়ে নেমেছেন ৫৫ বছরের নারী কলাবতী দেবী৷

Local Heroes Artikelmotiv Bengali 4 PNG
ছবি: DW

আজ থেকে প্রায় ২০ বছর আগে কানপুরের এক বস্তিতে পরিবার নিয়ে বাস করতেন তিনি৷ প্রায় ৭০০ পরিবারের বাস ছিল ঐ বস্তিতে৷ কিন্তু সেখানে কোনো টয়লেট ছিল না৷ বস্তিবাসীরা উন্মুক্ত পরিবেশেই মলত্যাগ করতো৷ বস্তির এই অতি নোংরা পরিবেশের কারণেই কলাবতী প্রথম কয়েক আসনবিশিষ্ট টয়লেট নির্মাণের কথা ভাবেন৷ স্থানীয় ‘শ্রমিক ভারতী' নামের একটি সংস্থার কাছে তিনি তাঁর ইচ্ছার কথা জানান৷ সংস্থাটি তাঁকে সহায়তা করতে রাজিও হয়৷ কিন্তু সমস্যা দেখা দেয় অন্যখানে৷ প্রথমত কেউ টয়লেটের জন্য জায়গা ছাড়তে রাজি হচ্ছিল না৷ এছাড়া অর্থ সহায়তা কিংবা নির্মাণকাজে শ্রম দিয়ে সহায়তা করতেও কেউ সম্মত হয়নি৷ কেউ কেউ টয়লেট কেন দরকার, এমন প্রশ্নও তোলে৷ অতি উৎসাহী অনেকে এনজিও-র ‘আসল' উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করে৷

এই অবস্থায় কানপুর পৌরসভার কমিশনারের কাছে যান কলাবতী৷ কমিশনার তাঁর প্রস্তাব শুনে বলেন, টয়লেট নির্মাণে পৌরসভার পক্ষ থেকে দুই লক্ষ ভারতীয় মুদ্রা দেয়া হবে৷ বাকি এক লক্ষ রূপি তাঁকেই (কলাবতীকে) জোগাড় করতে হবে৷ কলাবতী জানেন, রিকশাওয়ালা, গৃহকর্মী এবং যারা দিন আনে দিন খায় তাদের কাছ থেকে টয়লেট নির্মাণের জন্য টাকা সংগ্রহ করা কতটা কঠিন কাজ৷ কিন্তু তারপরও তিনি দমে না গিয়ে কাজ শুরু করেন এবং ৫০ হাজার টাকা সংগ্রহ করতে সমর্থ হন৷

এভাবেই শুরু৷ তিনি নিজেও সেসময় রাজমিস্ত্রীর কাজ শিখে নেন৷ পরবর্তীতে নির্মাণকাজের উপর প্রশিক্ষণও নেন৷ এখন কলাবতী নিজেই টয়লেট নির্মাণের কাজ করেন৷ আশেপাশের বস্তিগুলোর অধিবাসীদের টয়লেট নির্মাণের প্রয়োজনীয়তা বুঝিয়ে সেখানে টয়লেট স্থাপনের কাজ করেন৷ কলাবতীর স্বপ্ন এভাবে কানপুর শহরের সব বস্তি আর নিম্ন আয়ের মানুষেরা যেখানে থাকে সেখানে টয়লেটের ব্যবস্থা করা৷

উল্লেখ্য, ইউনিসেফ-এর হিসেবে, পর্যাপ্ত টয়লেটের অভাবে ভারতের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে৷ বিষয়টি যেমন অস্বাস্থ্যকর, তেমনি নারীদের জন্য সমস্যারও বটে৷

জেডএইচ/ডিজি (ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ