যে গ্রুপে আছে জার্মানি, পর্তুগাল আর যুক্তরাষ্ট্রের মতো দল, সেখান থেকে শুধু দ্বিতীয় পর্বে ওঠা নয়, বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখবে ঘানা৷ ঘানার প্রেসিডেন্ট জন মাহামা সে স্বপ্নই দেখাচ্ছেন৷ অবশ্য শুধু স্বপ্ন নয়, চলছে প্রস্তুতিও৷
বিজ্ঞাপন
বিশ্বকাপের জন্য প্রাথমিক দল গঠন করা হয়েছে৷ আগামী ২রা জুনের আগে ২৬ জনের দল থেকে তিন জন ছেঁটে গড়তে হবে চূড়ান্ত স্কোয়াড৷ ঘানার কোচ জেমস কোয়েসি আপিয়া-র জন্য কাজটা খুব কঠিন নয়৷ তবে প্রেসিডেন্ট মাহামা তাঁকে খুব কঠিন লক্ষ্য স্থির করে দিয়েছেন৷ আপিয়াকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন জন মাহামা৷ খাওয়া-দাওয়ার এক ফাঁকে কোচকে বিশ্বজয়ের মন্ত্রও শুনিয়েছেন তিনি, বলেছেন ‘‘আশা করছি, এবার আপনারা দেশের জন্য আরো প্রাণপণ লড়বেন৷''
২০১০ বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল ঘানা৷ ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথম সুযোগেই উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে৷ দেশের সম্মান আরো বাড়াতে কেভিন-প্রিন্স বোয়াটেং, মাইকেল অ্যাসিয়েনদের কাছ থেকে এবার কী প্রত্যাশা করছেন মাহামা?
জাতীয় দলের কোচের কাছে নিজের প্রত্যাশার কথা খোলাখুলিই বলেছেন, ‘‘আমরা আশা এবং প্রার্থনা করি, প্রথমবারের মতো বিশ্বকাপ জিতুক ঘানা৷'' কিন্তু বিশ্বকাপে গ্রুপ ‘জি'-তে জার্মানি, পর্তুগাল আর যুক্তরাষ্ট্র রয়েছে৷ বিশ্বকাপ জেতা তো দূরের কথা, এমন তিনটি দলের দুটিকে টপকে দ্বিতীয় পর্বে ওঠাও কি খুব কঠিন নয়?
২০১৪ বিশ্বকাপে যাঁদের জ্বলে ওঠার সম্ভাবনা
২০১৪ সালের বিশ্বকাপকে সেরা টুর্নামেন্টে পরিণত করায় রোনাল্ডো আর মেসির ভূমিকা থাকতেই পারে৷ কিন্তু আরো ১০ লুকানো রত্ন রয়েছে, যাঁরা সুযোগ পেলেই দেখাতে পারেন তাঁদের কেরামতি৷
ছবি: picture-alliance/dpa
খোয়াদভো আসামোয়া (ঘানা)
সেন্ট্রাল মিডফিল্ডে অসাধারণ দক্ষতা ঘানার এই ফুটবলারের৷ ২৫ বছর বয়সি এই খেলোয়াড় তাই মাঠে হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের বিভীষিকা৷ ২০১০ সালের মতো ঘানা যদি তাদের সেরাটা দিতে পারে, এক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবেন আসামোয়া৷
ছবি: Marco Bertorello/AFP/Getty Images
পল পগবা (ফ্রান্স)
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে পল পগবা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন৷ স্যার আলেকজান্ডার ফার্গুসনের মুখেও এই ফুটবলারের প্রতি প্রশংসা উচ্চারিত হয়েছে৷ তাঁর সিদ্ধান্তেই এই কিশোর ফুটবলার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন৷ শক্তিশালী এই খেলোয়াড় যে বিশ্বকাপে মাঠ মাতাবে, তা বোধহয় বলাই যায়৷
ছবি: Marco Bertorello/AFP/Getty Images
অ্যাডাম লালানা (ইংল্যান্ড)
এবার বিশ্বকাপে ইংলিশ শিবিরের শিরোপা জেতার আশা অনেকটাই বেশি৷ ২০১৩/১৪ মৌসুমে লালানা যে আভিজাত্য এবং দক্ষতার সাথে খেলেছেন, তা এককথায় অসাধারণ৷ তাই এই মিডফিল্ডারের পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকবেন অনেকেই৷
ছবি: Getty Images
মিরালেম পিয়ানিচ(বসনিয়া)
কিশোর এই ফুটবলারকে নিয়ে ইটালির মিডিয়ায় বরাবরই মতামাতি৷ বসনিয়ায় এই ফুটবলারকে বলা যায় স্বভাবজাত ফুটবলার৷ অসাধারণ পাস, দূর দৃষ্টি এবং ফুটবল নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর৷
ছবি: Getty Images
ইয়োইচিরো কাকিতানি (জাপান)
জাপানের অন্যতম আক্রমণাত্মক মিডফিল্ডার কাকিতানি৷ তাঁর পেস, গতি এবং লিঙ্ক আপের দক্ষতা অসাধারণ৷ ২৪ বছর বয়সি কাকিতানি ব্রাজিল বিশ্বকাপে তাঁর সেরাটা দিয়ে সামুরাই ব্লুদের অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷
ছবি: Getty Images
কেভিন দে ব্রয়না (বেলজিয়াম)
বেলজিয়ামের স্বর্ণ প্রজন্মের অন্যতম অংশীদার কেভিন দে ব্রয়না৷ বুন্ডেসলিগায় তাঁর অসাধারণ অভিষেক এখনো মনের মধ্যে গেঁথে আছে ফুটবল ভক্তদের৷ মাত্র ২৩ বছর বয়সি এই শক্তিশালী ফুটবলারের পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকবেন বিশ্ববাসী৷
ছবি: Getty Images
লুকাস মুরা (ব্রাজিল)
২১ বছর বয়সি এই ফুটবলার ব্রাজিল শিবিরে কয়েক বছর আগে প্রবেশ করেছে৷ ফরাসি ফুটবল ক্লাব পিএসজি-র গুরুত্বপূর্ণ খেলোয়ারে পরিণত হয়েছেন তিনি৷ আর বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগেও এই প্রতিভাবান ফুটবলারের খেলা দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা৷
ছবি: picture-alliance/dpa
জেমস রোদ্রিগেজ (কলম্বিয়া)
এ বছর বিশ্বকাপে সবার চোখ থাকবে কলম্বিয়ার দিকে৷ কেননা দক্ষিণ অ্যামেরিকার এই দলটি এখন দুর্দান্ত ফর্মে রয়েছে৷ মোনাকো তারকা রোদ্রিগেজ কাঁধে রয়েছে দলের সব চাপ৷ ২২ বছর বয়সি এই ফুটবলারের গতি এবং খেলার ধরণ অসাধারণ৷ তিনি এই দলের একটি রত্নে পরিণত হয়েছেন৷
ছবি: Getty Images
এদুয়ার্দো ভার্গাস (চিলি)
ফার্গাস এখন ভ্যালেন্সিয়ায় রয়েছেন৷ তবে খুব শিগগিরই স্টুটগার্ডে জার্মান ভক্তরা প্রীতি ম্যাচে তাঁর দেখা পাবেন৷ তবে ২৪ বছর বয়সি প্রতিভাবান এই ফুটবলারের জন্য ব্রাজিল বিশ্বকাপ একটি নতুন দ্বার খুলে দিতে পারে৷
ছবি: picture-alliance/dpa
ইয়োর্দি ক্লাসি (নেদারল্যান্ডস)
ইয়োর্দি ক্লাসির মধ্যে লুকিয়ে আছে সহজাত ফুটবলার৷ নেদারল্যান্ডসের জাতীয় দলের পুরো দায়িত্ব এখন এই মিডফিল্ডার এ কাঁধে৷ মাত্র ২২ বছর বয়সেই ১০০ ম্যাচ খেলার মাইল ফলক ছুঁয়েছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল পর্তুগাল এবং অঘটনঘটনপটিয়সী যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখছেন না জন মাহামা৷ বরং সব প্রতিপক্ষকে সমীহ করেই নিজের দেশের জন্য রাখছেন সেরা শুভকামনা৷
ঘানার প্রেসিডেন্ট বলেছেন, ‘‘এটা (বিশ্বকাপ জেতা) যে সম্ভব তা আমাদের বিশ্বাস করতে হবে৷ আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি, তবে ভয় করি না৷ যুক্তরাষ্ট্র, পর্তুগাল এবং জার্মানির অর্জনের কথা আমরা জানি৷ তাদের সমীহও করি৷ কিন্তু্ এ বিষয়ে আমি নিশ্চিত যে, অতীত অর্জনের কথা মনে রেখে এবার ওরাও আমাদের অনেক বেশি সমীহ করবে৷''