টোকিও-ভিত্তিক বেসরকারি সংস্থা আইস্পেস প্রথমবারের মতো চাঁদে মিশন পাঠানোর উদ্যোগ নেয়৷ সফল হলে এটিই হবে জাপানের কোন মহাকাশযানের চাঁদে প্রথম অবতরণ৷
বিজ্ঞাপন
গতকাল রোববার জাপানি স্টার্টআপের ডিজাইন করা একটি মহাকাশযান স্পেসএক্স রকেটে উড্ডয়ন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান যাত্রা শুরু করে৷
‘হাকুতো-আর’ মিশন, জাপানি ভাষায় যার অর্থ ‘সাদা রঙের খরগোশ’ ২০২৩ সালের এপ্রিলে স্পেস কোম্পানি থেকে চাঁদে অবতরণ করা হবে বলে আশা করা হচ্ছে৷ এই সাদা খরগোশ চাঁদে বসবাস করে এবং এশীয় দিনপঞ্জি মতে, আগামী বছর খরগোশের বছর৷
‘‘প্রথম মিশনে চাঁদের সম্ভাবনা যাচাই করে সেটাকে একটি শক্তিশালী এবং প্রাণবন্ত অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত করার ভিত্তি স্থাপন করবে,’’ স্টার্টআপের সিইও তাকেশি হাকামাদা এক বিবৃতিতে জানান৷
চাঁদের কাছে পৌঁছালো নাসার ওরিয়ন যান
01:09
কোম্পানিটি গুগল-এর লুনার এক্সপ্রাইজ প্রতিযোগিতায় পাঁচজন ফাইনালিস্টের মধ্যে একটি ছিল, যাদের ২০১৮ সালের মধ্যে চাঁদে অভিযান পাঠানোর কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গতকাল তারা অভিযান শুরু করতে সক্ষম হয়৷
স্থানীয় সময় রাত ২টা বেজে ৩৮ মিনিটে হাকুতো-আর অভিযান শুরু হয়৷ এই অভিযানে স্পেসএক্স প্রতিষ্ঠানের ফ্যালকন নাইন মডেলের রকেট ব্যবহার করা হচ্ছে৷
মহাকাশযানে রয়েছে জাপানি স্পেস এজেন্সির একটি ছোট রোবট, কানাডা ভিত্তিক এক কোম্পানির ফ্লাইট কম্পিউটার এবং নাসার ছোট একটি লেজার পরীক্ষার যন্ত্র৷
একেএ/কেএম (এপি/এফপি)
৫৩ বছর পর আবার চাঁদে যাবে মানুষ!
চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে নাসার রকেট। সে দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল। এর আগে শুধু ১৯৬৯-এ ১২ জন নভোচারীকে নিয়ে অ্যাপোলো-র চাঁদে যাওয়ার মুহূর্তেই শুধু এমন ভিড় দেখা গেছে৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Joe Rimkus Jr./REUTERS
চাঁদে প্রথম মানব
ওপরের ছবিটি ১৯৬৯ সালের সেই ঐতিহাসিক দিনের৷ চন্দ্রাভিযান শুরুর আগে কেনেডি স্পেস সেন্টারে (বাঁ দিক থেকে ডানে) নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউই ই অলড্রিন৷
ছবি: HO/NASA/AFP
আবার চাঁদের উদ্দেশ্যে নাসার অভিযান
৫৩ বছর পর আবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ‘নেক্সট-জেনারেশন মুন রকেট’ চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে৷ স্বয়ংক্রিয় এ রকেটের মাধ্যমে অরিয়ন ক্রু ক্যাপসুল পাঠানো হলেও কোনো মানুষ পাঠানো হয়নি৷
ছবি: Joe Rimkus Jr./REUTERS
উৎক্ষেপণের মুহূর্ত
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল যাত্রা শুরু করছে আর্টিমিস ১৷ আর্টেমিস-১ চন্দ্রযানটি প্রায় ৯৮ মিটার লম্বা বা ৩২ তলা ভবনের সমান উঁচু।
ছবি: Thom Baur/REUTERS
এবার পুরোপুরি চন্দ্রাভিযান নয়
জানা গেছে, নাসার পাঠানো ক্যাপসুল চাঁদের কক্ষপক্ষে ঘুরেই এবার পৃথিবীতে ফিরে আসবে৷
ছবি: Steve Nesius/REUTERS
কত দিনের অভিযান
নাসা জানিয়েছে, বুধবার কেনেডি স্পেস সেন্টারের ৩৯বি লঞ্চপ্যাড থেকে উড়ে যাওয়া ক্যাপসুলটিেঅন্তত ২৫ দিন ১১ ঘণ্টা ৩৬ মিনিট চাঁদের ‘ডিস্ট্যাস্ট রেট্রোগেড অরবিট (ডিআরও)’-এ ঘুরবে৷
ছবি: Joe Skipper/REUTERS
২১ লাখ কিলোমিটার!
২৫ দিন ১১ ঘণ্টা ৩৬ মিনিটে ক্যাপসুলটি মোট প্রায় ২১ লাখ কিলোমিটার পথ অতিক্রম করবে৷
ছবি: Joe Rimkus Jr./REUTERS
ফেরার সময় সর্বোচ্চ গতি
ক্যাপসুলটি অভিযান শেষে প্রশান্ত মহাসাগরের স্যান ফ্রান্সিসকো উপকূলে ফিরে আসবে৷ ফেরার সম্ভাব্য তারিখ ১১ ডিসেম্বর৷ ফেরার সময় ক্যাপসুলটির গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ হাজার কিলোমিটার৷