‘মানুষ ভজলে হবি সোনার মানুষ’— এই অহিংস মর্মবাণী হৃদয়ে নিয়েই ফকির লালন সাঁইকে স্মরণ করছেন তার লাখো ভক্ত অনুসারীরা৷ সাঁইজির ১৩৫তম তিরোধান দিবসে কুষ্টিয়ায় কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব৷ এই প্রথম জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে আয়োজনটি৷ শুক্রবার শুরু হওয়া উৎসবটি শেষ হচ্ছে রোববার৷