1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা তিনে বায়ার্ন

২৪ জানুয়ারি ২০১৪

টানা পাঁচ বছরের মতো বাৎসরিক আয়ের শীর্ষে রয়েছে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদ৷ তবে প্রথমবারের মতো শীর্ষ তিন থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ আর তার স্থান দখল করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ৷

ছবি: picture-alliance/dpa

২০১২-১৩ আর্থিক বছরের ‘ফুটবল মানি লিগ' তালিকা প্রকাশ করেছে ডেলোইট৷ বাণিজ্য পরামর্শক সংস্থাটির হিসাবে এবারও সবচেয়ে বেশি আয় দুই স্প্যানিশ দৈত্যের৷ এ নিয়ে টানা নয় বছর আয়ের দিক থেকে এক নম্বর রেয়াল মাদ্রিদ৷ আর রেয়াল-বার্সা সেরা দুই হলো টানা পঞ্চম বছরের মতো৷

আয়ের শীর্ষস্থান ধরে রাখা রেয়ালের এ মৌসুমের বাৎসরিক আয় ৫১৮.৯ মিলিয়ন ইউরো৷ আর বার্সেলোনার ৪৮২.৬ মিলিয়ন ইউরো৷ ডেলোইটের ব্যবসায়িক অংশীদার ড্যান জোসন জানান, ২০১২-১৩ মৌসুমে রেয়াল কোনো ট্রফি না জিতলেও মানি লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ক্লাবটি৷

প্রথমবারের মতো শীর্ষ তিন থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডছবি: Reuters

প্রথমবারের মতো শীর্ষ তিন থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড৷ আর জার্মানির অন্যতম ক্লাব বায়ার্ন মিউনিখ সে স্থানটি দখল করেছে৷ বায়ার্নের বাৎসরিক আয় দাঁড়িয়েছে ৪৩১.২ মিলিয়ন ইউরোতে৷ চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা আর জার্মান কাপ জেতাই এর পেছনে কারণ বলে ধারণা করা হচ্ছে৷ ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের রাজস্ব ১৩ ভাগ কমে দাঁড়িয়েছে ৩৬৩.২ মিলিয়ন ইউরোতে৷ ক্লাবটির অবস্থান এখন চতুর্থ৷

পিএসজি-র আয় বেড়েছে ১৮০ ভাগ৷ বাৎসরিক আয় দাঁড়িয়েছে ৩৯৮.৮ মিলিয়ন ইউরোতে৷ ১৯ বছরের মধ্যে প্রথমবার ফ্রেঞ্চ লিগ জেতাই এই আয় বাড়ার কারণ৷ ম্যানসিটির আয় ১৭ ভাগ বেড়ে হয়েছে ২৭১ মিলিয়ন পাউন্ড৷ চেলসির আয় কিছুটা কমে হয়েছে ২৬০ মিলিয়ন ইউরো এবং আর্সেনালের হয়েছে ২৪৩.৬ মিলিয়ন পাউন্ড৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ