1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাট্রিকের আশা

৮ মে ২০১২

এক মাসের মধ্যে শুরু হচ্ছে ইউরো কাপ ২০১২৷ টান টান উত্তেজনা দেখা দিচ্ছে ফুটবল প্রেমী দেশগুলোর মধ্যে৷ সবচেয়ে বেশি উত্তেজনা স্পেনের মধ্যে৷

FC Barcelona's Xavi Hernandez reacts after scoring against Real Madrid, during a Spanish La Liga soccer match at the Camp Nou stadium in Barcelona, Spain, Monday, Nov. 29, 2010. (AP Photo/Manu Fernandez) FC Barcelona's Andres Iniesta reacts after scoring against Valencia during a Spanish La Liga soccer match at the Camp Nou stadium in Barcelona, Spain, Saturday, Oct. 16, 2010. (AP Photo/Manu Fernandez) Football 03-10-2010 Barcelona - Valencia Camp Nou stadium. Barcelona, October 16, 2010. Lionel Messi
ফাইল ছবিছবি: AP/picture-alliance/Cordon Press/DW Grafik

এবারের ইউরো কাপে স্পেন যদি কাপ নিতে সক্ষম হয়, তাহলে স্পেন হবে ফুটবলের ইতিহাসে প্রথম দেশ যে পরপর তিনবার তিনটি মেজর টুর্নামেন্টে কাপ নিতে সক্ষম হল৷ ২০০৮ সালে প্রথমবারের মতো স্পেন ইউরো কাপ জিতে নেয়৷ এর ঠিক দু বছর পরই আসে বিশ্বকাপ ২০১০৷ সেই কাপটিও ঘরে তুলে নেয় স্পেন৷ চার বছরে দুটি কাপ৷ তবে পরপর দুবার কোন দেশই ইউরো কাপ পায়নি৷ স্পেন কী তা পারবে?

স্পেনের জাতীয় দলের কোচ ডেল বস্ক আত্নবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন যে, তাঁর দল চুপচাপ বসে থাকবে না৷ রেয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার পরাজয়ের পর সবাই ভেঙ্গে পড়েছে কিন্তু এখন আবার মাথা উঁচু করে দাঁড়াবার সময়৷

এগিয়ে আসছে এবারের ইউরো কাপ৷ ইউক্রেন এবং পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে খেলা৷ স্বাগতিক দুটি দেশ৷ জুন মাসের ১০ তারিখে স্পেনের প্রথম ম্যাচ৷ অনুষ্ঠিত হচ্ছে পোল্যান্ডের ডান্সক শহরে৷ স্পেন এবং ইটালির মধ্যে প্রথম খেলা৷গ্রুপ সি-তে রয়েছে স্পেন, ইটালি, ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ড৷ অনেকেই মনে করছেন দ্বিতীয় রাউন্ডে যাওয়া স্পেনের জন্য কঠিন কিছু হবে না৷

তবে বসে নেই জার্মানিও৷ জুন মাসের নয় তারিখে জার্মানি খেলবে পর্তুগালের বিপক্ষে৷ খেলা হবে ইউক্রেনের ল্ভিভ শহরে৷

২০০৮ সালে জার্মানিকে হারিয়েছিল স্পেন৷ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ২০১০ সলের বিশ্বকাপে৷ জার্মানিকে পরপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাড়ি পাঠিয়েছে স্পেন৷ ইউরো কাপের গ্রুপ বি-তে রয়েছে জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক৷ তবে জার্মানি কিছুতেই দমে যেতে রাজি নয়৷ এ মাসের ১৯ তারিখে জার্মানি মুখোমুখি হবে চেলসির৷ সেদিনই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল৷ জার্মানির দলে রয়েছে গোল কিপার মানুয়েল নয়ার, ফিলিপ লাম, শোয়াইনস্টাইগার এবং মারিও গোমেজ৷ আরো রয়েছে মেসুত ওজিল এবং সামি খেদিরা৷

গ্রুপ এ-তে রয়েছে পোল্যান্ড, গ্রিস, রাশিয়া এবং চেক প্রজাতন্ত্র৷ এবং গ্রুপ ডিতে রয়েছে ইউক্রেন, ফ্রান্স, ইংল্যান্ড এবং সুইডেন৷ এই গ্রুপকে বলা হচ্ছে সবচেয়ে ভয়ানক গ্রুপ৷ ফ্রান্স এবারের ইউরো কাপের জন্য নিজেকে তৈরি করেছে বেশ ঠাণ্ডা ভাবে৷ অতীতের ভুলগুলোকে তারা বার বার ব্যাখ্যা করার চেষ্টা করেছে৷ তাই বলা যেতে পারে গ্রুপ ডি-তে হাড্ডাহাড্ডি লড়াই হবে দেখার মতো, উপভোগ করার মতো৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (এএফপি, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ