প্রথমে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা ইসরায়েলের
২২ এপ্রিল ২০২১
ইসরায়েলের অভিযোগ, তাদের পরমাণু রিঅ্যাকটর কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল সিরিয়া থেকে। তারপরই তারা সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বিজ্ঞাপন
ইসরায়েলের ডিমোনা শহরে কাকভোরে এয়ার-রেইডের সাইরেন বেজে ওঠে। তার মানে আক্রমণ হতে পারে। এই শহরেই পরমাণু রিঅ্যাকটর আছে।
ইসরায়েলের জাতীয় মিডিয়াও জানায় ডিমোনায় তীব্র শব্দে সাইরেন বাজতে শোনা গেছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই খারাপ হয়েছে। তাই একটা উত্তেজনা আছে।
সেনা মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা এসএ ৫ ক্ষেপণাস্ত্র, সেটি রিঅ্যাকটারে আঘাত করতে পারেনি।
সিরিয়ার সরকারি এজেন্সি সানা জানিয়েছে, ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। কিন্তু তা প্রতিহত করা সম্ভব হয়েছে। অধিকাংশ রকেটই আঘাত করার আগে ধ্বংস করা সম্ভব হয়েছে।
ইসরায়েল-ইরান সম্পর্ক
ডিমোনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে আবু ক্রিনাট গ্রামে সাইরেন বেজেছিল। ডিমোনাতেই ইসরায়েলের পরমাণু রিঅ্যাকটর আছে। তবে এই রিঅ্যাকটর নিয়ে ইসরায়েল বরাবরই চরম গোপনীয়তা বজায় রাখে। তা থেকে অনেকেরই ধারণা, এটা আসলে ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পের কেন্দ্রস্থল।
শিল্পীর হাত ধরে ইরান-ইসরায়েল গোপন ‘বন্ধুত্ব’
প্রায় অসম্ভবকে সম্ভব করেছেন লিরাজ চারি৷ এতদিন দূর থেকে তার হিব্রু ভাষার গান শুনে নাচতেন ইরানের সংগীতপ্রেমিরা৷ এবার ফার্সি গানের সুরে তেহরানে গিয়েই মাতিয়ে এলেন ভক্তদের৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Shai Franco
প্রাণে ইরান
সংগীতশিল্পী, অভিনেত্রী লিরাজ চারির বাবা-মায়ের জন্ম ইরানে৷সেফার্ডিক ইহুদি এই দম্পতি খুব কম বয়সে ইরান ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান৷তবে জন্মভূমির প্রতি ভালোবাসা অটুট আছে তাদের মনে৷মেয়ে লিরাজের মনেও সেই ভালোবাসার বীজ বুনেছেন তারা৷
ছবি: Alberto E. Rodriguez/Getty Images
ইরানে ইসরায়েলি-প্রেম
ইরানে নিজের জনপ্রিয়তা দেখে লিরাজ চারি অনেক আগে থেকেই অভিভূত৷ তার অনেক গানই সেখানে সাড়া ফেলেছে৷ বহুবার ইউটিউবে গান আপলোড করার কয়েকদিনের মধ্যেই ইরানি তরুণ-তরুণীদের সেই গানের সঙ্গে নাচার ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন৷ইরানের শ্রোতাদের জন্য বিশেষ কিছু করাটা খুব জরুরি মনে হচ্ছিল ৪২ বছর বয়সি শিল্পীর কাছে৷
ছবি: Shai Franco
শঙ্কা ছিল অনেক
মাঝে কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলেন লিরাজ৷ সেখান থেকে ফেরার সময় সুটকেস ভরে ফার্সি গানের সিডি নিয়ে এসেছিলেন ইরানি ভক্তদের কথা মাথায় রেখে৷ কিন্তু দু দেশের সম্পর্ক এমন যে লিরাজ জানতেন চাইলেই ইরানে গিয়ে কিছু করা খুব কঠিন৷ ডয়চে ভেলেকে খুব দুঃখ করেই বলছিলেন, ‘‘আমরা (ইরান আর ইসরায়েলের মানুষ) মুক্তভাবে কথা বলতে পারি না, একটা অ্যালবাম প্রকাশ করতে পারি না- এটা মেনে নেয়া খুব কষ্টের৷’’
ছবি: David Gadd/Mary Evans/imago images
ভক্তদের জন্য ভালোবাসা
তবু ভাবছিলেন ইরানে গিয়েই কিছু করবেন৷ বড় ভয় ছিল সেদেশের ভক্তদের নিয়ে৷ ইরানে গিয়ে ভিডিও ধারণ করলে স্থানীয় শিল্পীদেরও সঙ্গে রাখতে হবে৷ ধরা পড়লে যে কত বড় বিপদ তা খুব ভালো করেই জানতেন লিরাজ চারি৷
ছবি: Glitterbeat Records
তেহরানে ‘ইসরায়েলি গোয়েন্দা’
প্রকাশ্যে ইরানে যাওয়া সম্ভব ছিল না৷ তাই গোপনেই গিয়েছিলেন তেহরানে৷ সম্প্রতি ইসরায়েলের এক গোয়েন্দা ধারাবাহিকে মোসাদের এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন লিরাজ৷ সেরকম গোয়েন্দার মতোই ইরানের রাজধানীতে গিয়ে ভক্তদের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের সঙ্গে নিয়ে নিজের দ্বিতীয় ফার্সি অ্যালবামের কাজও সেরে আসতে পেরে লিরাজ চারি এখন আনন্দে ভাসছেন৷
ছবি: Francois Durand/Getty Images
5 ছবি1 | 5
সম্প্রতি ইরান অভিযোগ করেছে, ইসরায়েল তাদের পরমাণু প্রকল্পের উপর একাধিকবার আক্রমণ শানিয়েছে। অ্যামেরিকা এখন ইরানের সঙ্গে আবার পরমাণু চুক্তি করতে চাইছে। কিন্তু ইসরায়েল এর তীব্র বিরোধী। ইরানের দাবি, ইসরায়েলের ডিমোনা রিঅ্যাকটর কেন্দ্রতে যাতে আন্তর্জাতিক সমীক্ষক দল যেতে পারে তার ব্যবস্থা করতে হবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসারায়েল কিছুতেই ইরানকে পরমাণু বোমা বানাতে দেবে না এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তারা স্বীকার করেছেন, তারা ইরানের পরমাণু প্রকল্পে সম্ভাব্য আক্রমণ চালাবার প্রস্তুতি নিচ্ছেন।
গত সপ্তাহে ইরানের একটি সংবাদপত্রে বিশ্লেষক সাদোল্লাহ জারেই-এর একটি মতামত প্রকাশিত হয়। সেখানে তিনিও ইসরায়েলের হামলার বদলা নিতে ডিমোনায় পাল্টা হামলার কথা বলেছিলেন।