প্রথম জয় পেল অস্ট্রেলিয়া
১৭ অক্টোবর ২০২৩শুরুটা অসাধারণ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ক্রিকেটে শুধু শুরুটা ভালো করলেই হয় না, সেই ভালো কাজটা শেষ পর্যন্ত ধরে রাখতে হয়। সেটাই পারলো না শ্রীলঙ্কা।
তাই শ্রীলঙ্কার ওপেনিং জুটি যখন প্রথম উইকেটে ১২৫রান তুলে দিল, তখন অনেকেই ভেবেছিলেন, রোববারে ইংল্য়ান্ডের পর সোমবারেও হিসাব উল্টে যেতে পারে। অস্ট্রেলিয়া পরপর তিনটি ম্যাচে হারতে পারে।
শ্রীলঙ্কার স্কোর একসময় ছিল এক উইকেটে ১৫৭ রান। সেখান থেকে তারা ২০৯ রানে অল আউট হয়ে য়ায়। কুশল পেরেরা সর্বাধিক ৭৮ রান করেন, নিসঙ্ক করেছেন ৬১ রান। তারা যখন খেলছিলেন, তখন কামিন্স, স্টার্ক, হেজেলউডদের দেখে খুব সাধারণ বোলার বলে মনে হচ্ছিল। কিন্তু দুই ওপেনার আউট হওয়ার পর শ্রীলঙ্কার লড়াই শেষ হয়ে যায়।
অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা চার উইকেট নেন।
শ্রীলঙ্কার বোলাররাও শুরুটা খারাপ করেননি। ওয়ার্নার ১১ ও স্টিভ স্মিথ শূন্য রানে আউট হয়ে যান। কিন্তু মার্শ ৫২ রান, ইংলিশ ৫৮ ও লাবুশেন ৪০ রান করেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
একদিনের বিশ্বকাপ ২০২৩-এ পরপর দুইটি ম্যাচ হারার পর প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। তাদের পারফরম্যান্সও এবার ভালো নয়।
ডিএইচ/এসজি(স্টার স্পোর্টস)