1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
খেলাধুলাঅস্ট্রেলিয়া

প্রথম জয় পেল অস্ট্রেলিয়া

১৭ অক্টোবর ২০২৩

অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া। সেটাও দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু স্মিথ, ওয়ার্নারের ফর্ম চিন্তায় রাখবে তাদের।

জয়ের জন্য ম্যাক্সওয়েলকে অভিবাদন জানাচ্ছেন চন্দ্রিকা করুণারত্নে।
জয়ের জন্য ম্যাক্সওয়েলকে অভিবাদন জানাচ্ছেন চন্দ্রিকা করুণারত্নে।ছবি: Tauseef Mustafa/AFP/Getty Images

শুরুটা অসাধারণ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ক্রিকেটে শুধু শুরুটা ভালো করলেই হয় না, সেই ভালো কাজটা শেষ পর্যন্ত ধরে রাখতে হয়। সেটাই পারলো না শ্রীলঙ্কা।

তাই শ্রীলঙ্কার ওপেনিং জুটি যখন প্রথম উইকেটে ১২৫রান তুলে দিল, তখন অনেকেই ভেবেছিলেন, রোববারে ইংল্য়ান্ডের পর সোমবারেও হিসাব উল্টে যেতে পারে। অস্ট্রেলিয়া পরপর তিনটি ম্যাচে হারতে পারে।

স্মিথকে আউট করার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: Rajesh Kumar Singh/AP/picture alliance

শ্রীলঙ্কার স্কোর একসময় ছিল এক উইকেটে ১৫৭ রান। সেখান থেকে তারা ২০৯ রানে অল আউট হয়ে য়ায়। কুশল পেরেরা সর্বাধিক ৭৮ রান করেন, নিসঙ্ক করেছেন ৬১ রান। তারা যখন খেলছিলেন, তখন কামিন্স, স্টার্ক, হেজেলউডদের দেখে খুব সাধারণ বোলার বলে মনে হচ্ছিল। কিন্তু দুই ওপেনার আউট হওয়ার পর শ্রীলঙ্কার লড়াই শেষ হয়ে যায়।

অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা চার উইকেট নেন।

অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাডাম জাম্পা। ছবি: Aijaz Rahi/AP/picture alliance

শ্রীলঙ্কার বোলাররাও শুরুটা খারাপ করেননি। ওয়ার্নার ১১ ও স্টিভ স্মিথ শূন্য রানে আউট হয়ে যান। কিন্তু মার্শ ৫২ রান, ইংলিশ ৫৮ ও লাবুশেন ৪০ রান করেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

দিলশান মাদুশঙ্কা বল করছেন। ছবি: Robert Cianflone/Getty Images

একদিনের বিশ্বকাপ ২০২৩-এ পরপর দুইটি ম্যাচ হারার পর প্রথম জয় পেল অস্ট্রেলিয়া। তাদের পারফরম্যান্সও এবার ভালো নয়।

ডিএইচ/এসজি(স্টার স্পোর্টস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ