1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম টেস্ট সেঞ্চুরি করতে পারলেন না পিটারসন

১৯ জুন ২০১১

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির কাছে গিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলেন ইংল্যান্ডের কেভিন পিটারসন৷ তবে তাঁর ৮৫ রানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ইতিমধ্যে লিড নিয়েছে ইংলিশরা৷

ইংল্যান্ড দল (ফাইল ফটো)ছবি: AP

বৃষ্টি বিঘ্নিত এই টেস্টের দ্বিতীয় দিনে ক্রিস ট্রেমলেটের পেস বোলিং এর ঝড়ে প্রায় উড়ে গিয়েছে লঙ্কান ইনিংস৷ শনিবার তৃতীয় দিন তারা ১৭৭ রান নিয়ে খেলতে নামার সময় হাতে ছিল মাত্র একটি উইকেট৷ একটু পর শেষ ব্যাটসম্যান হিসেবে ওয়েলেগেদারা আউট হয়ে যাওয়ার পর ব্যাটিং এ নামে অ্যান্ড্রু স্ট্রসের দল৷ শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করতে পারে ১৮৪ রান, যার মধ্যে সর্বোচ্চ ৪৩ রান আসে প্রসন্ন জয়াবর্ধনের ব্যাট থেকে৷ ইংল্যান্ডের ক্রিস ট্রেমলেট মাত্র ৪৮ রানের বিনিময়ে নেন ছয়টি উইকেট৷ টেস্টে এই প্রথম পাঁচ কিংবা তার বেশি উইকেট পেলেন এই ইংলিশ পেসার৷

প্রথম ইনিংসের শুরুতে মাত্র চার রানের মাথায় ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আউট হয়ে যান৷ এরপর ১৪ রানে আরও একটি উইকেট পড়লে চাপে পড়ে যায় তারা৷ তবে সেই চাপ থেকে উদ্ধার করেন কেভিন পিটারসন৷ ব্যাটিং দেখে মনে হচ্ছিল প্রথম টেস্ট সেঞ্চুরিটা বুঝি এবার হয়ে যাবে৷ কিন্তু ৮৫ রান করে পেরেরার বলে আউট হয়ে গেলে সেই স্বপ্নভঙ্গ হয়৷ দিন শেষে ইংল্যান্ড করেছে চার উইকেটে ১৯৫ রান৷

খেলছে দুই দেশের ক্ষুদে ফুটবলাররাছবি: DW

জাপানের দুর্গতদের জন্য প্রদর্শনী ম্যাচ

গত মার্চে ভূমিকম্প, সুনামি আর পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের তেরস্পর্শে বিধ্বস্ত হয়ে পড়ে জাপান৷ নিজ দেশের এই বিপদে প্রবাসী জাপানিরা বসে থাকেনি৷ তারা এগিয়ে এসেছে দুর্গতদের জন্য সহায়তা দিতে৷ ইউরোপে সবচেয়ে বেশি জাপানি প্রবাসী বাস করে জার্মানির ড্যুসেলডর্ফ শহরে৷ জাপানি দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল ম্যাচ৷ চ্যারিটি এই ফুটবল ম্যাচে কেবল জাপানিরা নয়, স্থানীয় জার্মানদের পাশাপাশি জার্মানিতে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরাও অংশ নেয়৷ আরও ছিল স্কুলের ক্ষুদে ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ৷ বড়দের পাশাপাশি এইসব ক্ষুদে ফুটবলাররাও এগিয়ে এসেছে জাপানের দুর্গতদের জন্য৷ প্রদর্শনী ম্যাচগুলো থেকে পাওয়া অর্থ পাঠানো হবে জাপানের ফুকুশিমা ও তার আশেপাশের দুর্গত মানুষগুলোর সাহায্যে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ