শনিবার থেকে ভারতে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে৷ প্রথম দিন টিকা পাচ্ছেন প্রায় তিন লাখ মানুষ৷
বিজ্ঞাপন
শনিবার সকাল দশটায় ভারতে শুরু হয়ে গেল করোনার টিকাকরণ প্রক্রিয়া৷ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণ প্রকল্পের উদ্বোধন করেন৷ প্রথম দিন গোটা দেশে প্রায় তিন লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ টিকা কার্যক্রম এগিয়ে নিতে একটি অ্যাপও চালু করা হয়েছে৷
এই মুহূর্তে ভারতে দুইটি করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ একটি সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের ভ্যাকসিন৷ অন্যটি ভারত বায়োটেকের তৈরি টিকা৷ গত সপ্তাহের গোড়াতেই দেশের বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়৷ শনিবার সাড়া দেশের তিন হাজার ছয়টি ভ্যাকসিন সেন্টারে প্রথম টিকা দেয়া শুরু হয়৷ সকাল দশটায় প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন৷ ভ্যাকসিন নেওয়ার পরে বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি৷
প্রশ্ন-উত্তরে করোনার টিকা
করোনার টিকা কি হালাল, শিশু ও গর্ভবতীরা কি টিকা নিতে পারবে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া কি, কতদিন স্বাস্থ্য়বিধি মানতে হবে- এমন সব প্রশ্নের উত্তর থাকছে ছবিঘরে৷
ছবি: Leon Neal/Getty Images
কতগুলো টিকা অনুমোদন পেয়েছে
ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বায়োনটেক-ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, এই তিন টিকার অনুমোদন দিয়েছে৷ এর বাইরে রাশিয়া স্পুটনিক ৫ ও চীন সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে৷
ছবি: Sven Hoppe/dpa/picture alliance
পার্থক্য
বায়োনটেক-ফাইজার ও মডার্নার টিকা হচ্ছে এমআরএনএ টিকা৷ মডার্নার টিকা ঘরের রেফ্রিজারেটরে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত রাখা যায়৷ বায়োনটেক-ফাইজারের টিকার মতো মডার্নার টিকাকে পরিবহনের সময় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয় না৷ আর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ভেক্টর ভাইরাস টিকা, যা সাধারণ রেফ্রিজারেটরে রাখা যায়৷
ছবি: ULMER Pressebildagentur/picture alliance
দ্বিতীয় ডোজে অন্য টিকা?
তিনটি টিকার ক্ষেত্রেই দুটো করে ডোজ দিতে হয় এবং ডোজ দুটো একই টিকার হতে হবে৷ কারণ দুই ডোজে দুই ধরনের টিকা নিলে কী হতে পারে সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই৷
ছবি: TASR/dpa/picture alliance
করোনা হলেও টিকা নিতে হবে?
হ্যাঁ, নেয়া ভালো৷ কারণ একবার সংক্রমিত হলে পরে আর হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই৷
ছবি: Abdesslam Mirdass/Hans Lucas/imago images
কী অবস্থায় টিকা নেয়া যাবেনা?
করোনায় আক্রান্ত অবস্থায় এবং সাধারণ সর্দি, কাশি ও জ্বর থাকলে সেই সময় টিকা নেয়া যাবে না৷ কোয়ারান্টিনে থাকার সময়ও টিকা নেয়া যাবে না৷ যাদের কোনো বিষয়ে অ্যালার্জি আছে তাদের বেশিরভাগই টিকা নিতে পারবেন৷
ছবি: Markus Schreiber/AP Photo/picture alliance
শিশুদের টিকা?
টিকাগুলো ১৬ বছর বা তার বেশি বয়সিদের দেয়ার জন্য অনুমোদন পেয়েছে৷ শিশুদের টিকা দেয়ার বিষয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট৷
ছবি: Getty Images/S. Gallup
গর্ভবতীরা টিকা নিতে পারবেন?
‘জার্মান স্ট্যান্ডিং কমিশন অন ভ্য়াকসিনেশন’ বা স্টিকো গর্ভবতীদের টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেনা৷ আবার না-ও করছেনা৷ তবে গর্ভবতী মায়েদের মধ্যে যাদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ঝুঁকি-লাভ বিবেচনা করে টিকা নিতে পারেন বলে জানিয়েছে স্টিকো৷ এদিকে, এমআরএনএ টিকা গর্ভবতী মা ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলে বিশ্বাস করেননা বিশেষজ্ঞরা৷ তবে এ বিষয়ে এখন প্রাণীর উপর গবেষণা চলছে৷
টিকা নেয়ার পর তিনদিনের মধ্যে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ যেমন টিকার স্থান ফুলে যাওয়া, মাথাব্য়াথা, জ্বর, দুর্বল লাগা ইত্যাদি৷ তবে দুদিনের মধ্যে এগুলো সেরে যাবার কথা৷
ছবি: Imago Images/M. Eichhammer
অন্য টিকা নিতে কতদিন অপেক্ষা?
ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা কিংবা টিটেনাসের টিকা নিতে চাইলে করোনার টিকা নেয়ার আগে বা পরে ১৪ দিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
ছবি: imago/blickwinkel
টিকা হালাল?
ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার মুখপাত্ররা টাইমস অফ ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন তাদের টিকায় শূকরের কিছু নেই৷
ছবি: Dominic Lipinski/picture-alliance
টিকা নেয়ার পরও হাত ধোঁয়া, মাস্ক পরতে হবে?
টিকা আপনাকে কতদিন রক্ষা করতে পারে সে বিষয়ে এখনও কোনো গবেষণা নেই৷ তাই টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা চালিয়ে যেতে হবে৷
ছবি: Michel Kappeler/REUTERS
11 ছবি1 | 11
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রথম দিন তিন লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে৷ তারা প্রত্যেকেই স্বাস্থ্যকর্মী অথবা স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত৷ ইংরেজিতে যাদের ফ্রন্টলাইন ওয়ার্কার্স বলা হচ্ছে৷ এর মধ্যে চিকিৎসক, নার্স যেমন আছেন, তেমনই পরিচ্ছন্নতাকর্মী, অ্যাম্বুল্যান্স চালকরাও আছেন৷ গত এক বছর ধরে যারা কোভিডের সঙ্গে সামনে থেকে কাজ করেছেন৷
এদিন প্রধানমন্ত্রী একটি অ্যাপেরও উদ্বোধন করেছেন৷ যার নাম কোউইন বা কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক৷ এই অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের ডেলিভারি, ডিস্ট্রিবিউশন ইত্যাদির উপর নজরদারি চালানো হবে৷
শনিবার টিকাকরণের প্রক্রিয়া চালু হওয়ার আগেই ভ্যাকসিন দেওয়ার একটি গাইডলাইন প্রচার করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১৮ বছরের নীচে আপাতত কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না৷ গর্ভবতী নারীদেরও ভ্যাকসিন দেওয়া হবে না৷ স্বাস্থ্যকর্মী বা ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের পাশাপাশি পঞ্চাশ বছরের বেশি কোমরবিডিটি আছে এমন মানুষদেরও টিকা দেওয়া হবে৷ ভ্যাকসিন দেওয়ার ১৪ দিন পর্যন্ত টিকাপ্রাপকদের নিয়মিত চেকআপ হবে৷ কারো কোনো সমস্যা হলে ১০৭৫ নম্বরে ফোন করা যাবে৷ শুধুমাত্র কোভিডের জন্যই এই নম্বরটি তৈরি করা হয়েছে৷
গাইডলাইনে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই গোটা দেশে পাঁচ হাজার টিকাদান কেন্দ্র তৈরি করা হবে৷ প্রথম পর্যায়ে এক কোটি ৬৫ লাখ টিকা দেওয়া হবে৷
যিনি যেই ভ্যাকসিনটির প্রথম ডোজ পাবেন, দ্বিতীয় ডোজও সেই ভ্যাকসিনেরই দেওয়া হবে৷
আগামী এক সপ্তাহ প্রতিটি ভ্যাকসিন সেন্টারেই টিকা দেওয়া হবে৷ প্রথম দিন প্রতিটি সেন্টারে টিকা দেওয়া হয়েছে একশটি করে৷