1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইটালি

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে চলেছে ইটালি

২৬ সেপ্টেম্বর ২০২২

এই প্রথম এক নারী প্রধানমন্ত্রী পাবে ইটালি। বেনিটো মুসোলিনির পর এই প্রথম এক অতি-দক্ষিণপন্থি দেশের প্রধানমন্ত্রী হবেন।

৪৫ বর বয়সি এই নেত্রীই ইটালির প্রধানমন্ত্রী হতে চলেছেন।
৪৫ বর বয়সি এই নেত্রীই ইটালির প্রধানমন্ত্রী হতে চলেছেন। ছবি: Gregorio Borgia/AP/picture alliance

ইটালিতে হার স্বীকার করে নিয়েছে মধ্য-বামপন্থিরা।  জিতছে জর্জা মেলোনির নেতৃত্বাধীন দক্ষিণপন্থি জোট। এক্সিট পোল অনুসারে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।

সোমবার সকালে মেলোনি বলেছেন, ''ইটালির মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে। তারা আমার জোটকে জিতিয়েছে। আমরা যখন শাসনের দায়িত্ব পাব, তখন ইটালির সব মানুষের জন্য শাসন করব। আমাদের লক্ষ্য হলো, ইটালি এক হয়ে থাকুক। আমরা বিভেদ করব না। আমরা মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।''

মধ্য-বামপন্থি ডেমোক্রেটিক পার্টি হার স্বীকার করার পরেই মেলোনি এই মন্তব্য করেন।

ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে জানানো হয়েছে, ''খুবই দুঃখজনক ঘটনা যে, দক্ষিণপন্থিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।''

এক্সিট পোল কী বলছে?

রোববার স্থানীয় সময় রাত এগারোটায় এক্সিট পোল শেষ হয়। সেখানে দেখানো হয়েছে, মেলোনির নেতৃত্বাধীন জোট ব্রাদার্স অফ ইটালি দল ৪৫ শতাংশ ভোট পেতে চলেছে। মেলোনির দল ২৬ শতাংশ ভোট পেতে পরে। তারাই সবচেয়ে বড় দল হতে যাচ্ছে।

ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধান জোট পেতে চলেছে ২৯ শতাংশ ভোট। ফাইফ স্টার মুভমেন্ট পেতে পারে ১৬ দশমিক পাঁচ শতাংশ ভোট।

ইটালির ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ১৫ লাখ। ৬৪ শতাংশ ভোট দিয়েছেন। ২০১৮-তে দিয়েছিলেন ৭৩ শতাংশ।

সমীক্ষা অনুযায়ী, মেলোনির জোট  ২২৭ থেকে ২৫৭টি আসন পেতে পারে। ইটালির পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা চারশ। আর দুইশ সদস্যের সেনেটে তারা পেতে পারে ১১১ থেকে ১৩১টি আসন।

ডেমোক্রেটিক পার্টি নিম্নকক্ষে ৮৮ ও সেনেটে ৪২টি আসন পেতে পারে।

মেলোনির জোটে কারা আছে?

মেলোনির ব্রাদার্স অফ ইটালিতে অভিবাসন-বিরোধী লিগ পার্টি আছে। তাছাড়া অতি-দক্ষিণপন্থি ফরজা ইটালিয়া পার্টিও আছে।

মেলোনির পার্টির ঘোষিত ক্য়াচলাইন হলো, 'গড, কান্ট্রি, ফ্যামিলি' বা 'ঈশ্বর, দেশ, পরিবার'। ৪৫ বছর বয়সী নেত্রী নিজেদের দলকে রক্ষণশীল গোষ্টী হিসাবেই তুলে ধরতে চেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ফ্যাসিস্ট। কিন্তু মেলোনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ