এই প্রথম এক নারী প্রধানমন্ত্রী পাবে ইটালি। বেনিটো মুসোলিনির পর এই প্রথম এক অতি-দক্ষিণপন্থি দেশের প্রধানমন্ত্রী হবেন।
বিজ্ঞাপন
ইটালিতে হার স্বীকার করে নিয়েছে মধ্য-বামপন্থিরা। জিতছে জর্জা মেলোনির নেতৃত্বাধীন দক্ষিণপন্থি জোট। এক্সিট পোল অনুসারে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
সোমবার সকালে মেলোনি বলেছেন, ''ইটালির মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে। তারা আমার জোটকে জিতিয়েছে। আমরা যখন শাসনের দায়িত্ব পাব, তখন ইটালির সব মানুষের জন্য শাসন করব। আমাদের লক্ষ্য হলো, ইটালি এক হয়ে থাকুক। আমরা বিভেদ করব না। আমরা মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।''
মধ্য-বামপন্থি ডেমোক্রেটিক পার্টি হার স্বীকার করার পরেই মেলোনি এই মন্তব্য করেন।
ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে জানানো হয়েছে, ''খুবই দুঃখজনক ঘটনা যে, দক্ষিণপন্থিরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।''
এক্সিট পোল কী বলছে?
রোববার স্থানীয় সময় রাত এগারোটায় এক্সিট পোল শেষ হয়। সেখানে দেখানো হয়েছে, মেলোনির নেতৃত্বাধীন জোট ব্রাদার্স অফ ইটালি দল ৪৫ শতাংশ ভোট পেতে চলেছে। মেলোনির দল ২৬ শতাংশ ভোট পেতে পরে। তারাই সবচেয়ে বড় দল হতে যাচ্ছে।
ইটালির দীর্ঘতম নদী পো-এর কান্না
৭০ বছরের মধ্যে এমন খরা আর কখনো দেখেনি ইটালির মানুষ৷ ভয়াবহ খরায় শুকিয়ে যাচ্ছে নদী, খাল, পুকুর, নালা৷ খরার ভয়াবহতা বোঝা যায় পো-এর দিকে তাকালেই৷নদীটির বড় একটা অংশে এক ফোঁটা পানিও নেই৷ দেখুন ছবিঘরে...
ছবি: Massimo Pinca/REUTERS
যেন বনের মাঝে প্রশস্ত এক রাস্তা
ইটালির সবচেয়ে দীর্ঘ নদী পো-এর বিভিন্ন অংশের অবস্থা এখন এরকম৷ দু পাশে রয়েছে সারি সারি সবুজ গাছপালা৷ মাঝে শুকিয়ে যাওয়া নদীটিকে দেখে মনে হয় যেন প্রশস্ত এক মাটির রাস্তা৷ ছবির এই মানুষটিকে দেখে মনে হয় যেন রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছেন৷
ছবি: Massimo Pinca/REUTERS
পানির চিহ্ন
ওপর থেকে তোলা এই ছবিতে অবশ্য পো নদীর এখানে-ওখানে একটু একটু পানির চিহ্ন দেখা যায়৷ পানির চেয়ে অবশ্য কাদাই বেশি৷
ছবি: Massimo Pinca/REUTERS
তৃষ্ণার্ত ব্যাঙ
পো নদীতে নেমে ব্যাঙটি খুব বিপদে পড়েছে৷ তৃষ্ণা মেটানোর জন্য পানি চাই, কিন্তু তার চোখ যেদিকে যায় সেদিকেই যেন শুধু মরুভূমি৷ একটু পানির জন্য বহুদূর যেতে হবে তাকে৷
ছবি: Guglielmo Mangiapane/REUTERS
বিরল দৃশ্য ধারণ
এই নারী আগে কখনো ইটালির সবচেয়ে বড় নদীটির এমন দুরবস্থা দেখেননি৷দৃষ্টিসীমানায় পানির চিহ্নই তো দেখা যাচ্ছে না৷ খরার কারণে প্রায় মৃত প্রিয় নদীটির ছবি তুলে রাখছেন তিনি৷
ছবি: Massimo Pinca/REUTERS
ব্রিজের নীচেও স্থলপথ!
পো নদীর এই জায়গাটায় সেতু নির্মাণ করা হয়েছিল স্থলপথে চলতে পারে এমন সব বাহনে চড়ে এপার-ওপার যাতায়াতের জন্য৷ এখন যা অবস্থা তাতে অবশ্য ব্রিজ না থাকলেও হেঁটেই যাতায়াত করা যেতো৷
ছবি: Massimo Pinca/REUTERS
মাছ ধরা
৭০ বছরের মধ্যে ভয়াবহতম খরায় অনেক জায়গা একেবারে শুকিয়ে গেলেও কোথাও কোথাও এখনো শীর্ণ দেহ নিয়ে অস্তিত্ব কোনোরকমে টিকিয়ে রেখেছে পো৷ সেসব জায়গায় এখনো কেউ কেউ এভাবে মাছ ধরতে জাল ফেলেন৷
ছবি: Guglielmo Mangiapane/REUTERS
অচল জলযান
নদী শুকিয়ে গেছে৷ তীরে আটকে গেছে জলযান৷ আবার বৃষ্টি হবে, আবার ঢেউ উঠবে, পো-এর বুকে আবার তখন ভেসে বেড়ানো যাবে- এখন শুধু সেই সুদিনের অপেক্ষা৷
ছবি: Guglielmo Mangiapane/REUTERS
নদী ও নারী
ইটালির সবচেয় বড় নদী, সুপেয় পানির সবচেয়ে বড় এই উৎস শুকিয়ে গেলেও কারো কারো কাছে এর আকর্ষণ এখনো ফুরোয়নি৷ পো ডেকে ‘‘দাঁড়াও পথিকবর,..... তিষ্ঠ ক্ষণকাল’’ না বললেও এই নারীর মতো এখনো অনেকেই নদীর কাছে আসেন, বসেন৷
ছবি: Guglielmo Mangiapane/REUTERS
8 ছবি1 | 8
ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধান জোট পেতে চলেছে ২৯ শতাংশ ভোট। ফাইফ স্টার মুভমেন্ট পেতে পারে ১৬ দশমিক পাঁচ শতাংশ ভোট।
ইটালির ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ১৫ লাখ। ৬৪ শতাংশ ভোট দিয়েছেন। ২০১৮-তে দিয়েছিলেন ৭৩ শতাংশ।
সমীক্ষা অনুযায়ী, মেলোনির জোট ২২৭ থেকে ২৫৭টি আসন পেতে পারে। ইটালির পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসনসংখ্যা চারশ। আর দুইশ সদস্যের সেনেটে তারা পেতে পারে ১১১ থেকে ১৩১টি আসন।
ডেমোক্রেটিক পার্টি নিম্নকক্ষে ৮৮ ও সেনেটে ৪২টি আসন পেতে পারে।
মেলোনির জোটে কারা আছে?
মেলোনির ব্রাদার্স অফ ইটালিতে অভিবাসন-বিরোধী লিগ পার্টি আছে। তাছাড়া অতি-দক্ষিণপন্থি ফরজা ইটালিয়া পার্টিও আছে।
মেলোনির পার্টির ঘোষিত ক্য়াচলাইন হলো, 'গড, কান্ট্রি, ফ্যামিলি' বা 'ঈশ্বর, দেশ, পরিবার'। ৪৫ বছর বয়সী নেত্রী নিজেদের দলকে রক্ষণশীল গোষ্টী হিসাবেই তুলে ধরতে চেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি ফ্যাসিস্ট। কিন্তু মেলোনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।