1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম বার প্রত্যাখ্যান করেও ডক্টরেট নিচ্ছেন অমিতাভ

১৭ অক্টোবর ২০১১

এই নিয়ে পর পর চার বার সাম্মানিক ডক্টরেট উপাধি পাচ্ছেন অমিতাভ বচ্চন৷ ২০শে অক্টোবর অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে চতুর্থ ডক্টরেট গ্রহণ করবেন বলিউড শাহেনশা৷ কিন্তু নামের আগে ডক্টরেট লিখতে নারাজ তিনি৷

Amitabh Bachchan
বলিউড বাদশাহ অমিতাভ বচ্চনছবি: UNI

বছর দুয়েক আগের কথা৷ অস্ট্রেলিয়ায় ভারতীয়দের উপর হামলার একের পর এক ঘটনা ঘটে চলেছে৷ অথচ পুলিশ বা প্রশাসন তেমন কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ উঠছে৷ ভারতে তখন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল৷ সংবাদ মাধ্যমও উত্তাল৷ ঠিক এমনই এক সময়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি' ভারতের বলিউড তারকা অমিতাভ বচ্চনকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়ার কথা ঘোষণা করেছিল৷ অস্ট্রেলিয়ার মতো বিশাল দেশের দক্ষিণে, মূলত মেলবোর্ন শহরেই ভারতীয়দের উপর হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটছিল৷ উত্তরের ব্রিসবেনে বিষয়টি সেভাবে জানা ছিল না৷ যাই হোক, এমন এক পরিস্থিতিতে অমিতাভ বচ্চন ডক্টরেট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন৷ বলেছিলেন, যে দেশে ভারতীয় ছাত্রদের উপর এমন হামলা হয়ে চলেছে, সেখানে গিয়ে উপাধি নিতে তিনি প্রস্তুত নন৷

তারপর বহুকাল কেটে গেছে৷ বচ্চন পর পর দু'বার অস্ট্রেলিয়া গেলেন৷ তবে অন্য কাজে৷ জীবনে প্রথম বার একেবারে খাঁটি হলিউড ছবিতে কাজ করছেন তিনি৷ ছবির নাম ‘দ্য গ্রেট গ্যাটসবি'৷ মাফিয়া জগতের রহস্যময় ব্যক্তিত্ব মায়ার ভল্ফসহাইম'এর ভূমিকায় দেখা যাবে বিগ বি'কে৷ রোলটা বেশি বড় নয়৷ এমনকি এই ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিকও নিচ্ছেন না তিনি৷ প্রথমবার তিনি কিছু প্রস্তুতির কাজে গিয়েছিলেন৷ এবার চলছে আসল শুটিং৷

এবার ব্রিসবেন'এ গিয়ে সাম্মানিক ডক্টরেট উপাধি গ্রহণ করবেন অমিতাভ...ছবি: AP

শুটিং'এর কাজ শেষ হলে ব্রিসবেন'এ গিয়ে সাম্মানিক ডক্টরেট উপাধি গ্রহণ করবেন অমিতাভ৷ আগামী ২০শে অক্টোবর মূল অনুষ্ঠান৷ টুইটার বার্তায় তিনি লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে তিনি এই সম্মান গ্রহণ করছেন৷ তবে কখনো নামের আগে সেই উপাধি ব্যবহার করেন না তিনি৷ কারণ পরিবারে একজনই ডক্টর বচ্চন ছিলেন৷ তিনি হলেন স্বর্গীয় পিতা ড. হরবংশ রাই বচ্চন৷ কেমব্রিজে গিয়ে রীতিমতো থিসিস লিখে ডক্টরেট পেয়েছেন৷ অমিতাভ নিজে ডি মন্টফোর্ট, লাইচেস্টার ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট পেয়েও সেকারণে কখনো নামের আগে ডক্টর লেখেন নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ