1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম বেসরকারি রকেটের সফল উড্ডয়ন

৫ জুন ২০১০

প্রথমবারের মত সফলভাবে মহাকাশে গেল বেসরকারি কোম্পানি ‘স্পেসএক্স'এর রকেট ‘ফ্যালকন ৯'৷ এতদিন শুধু সরকারের পৃষ্ঠপোষকতায় রকেট চলতো৷

স্পেস শাটল’এর দিন প্রায় শেষছবি: AP

শুক্রবার দুপুরে রকেটটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রওয়ানা দিয়ে সাড়ে নয় মিনিটের মাথায় পৃথিবীর কক্ষপথে গিয়ে পৌঁছায়৷

নাসা'র অ্যাডমিনিস্ট্রেটর চার্লস বোল্ডন সফলভাবে পরীক্ষা চালানোয় ‘স্পেসএক্স' কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে৷ উল্লেখ্য, মহাকাশে যেতে নাসা'র যে স্পেস শাটল রয়েছে সেটি এবছরের শেষ নাগাদ বন্ধ হয়ে যাচ্ছে৷ তাই এরপর থেকে মহাকাশ বিজ্ঞানী সহ গবেষণার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য ‘স্পেসএক্স' কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নাসা৷ প্রায় ৩.১ বিলিয়ন ডলারের এই চুক্তি অনুযায়ী, নাসার ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ‘স্পেসএক্স'এর রকেট ব্যবহার করার কথা৷ আর তাই ‘ফ্যালকন ৯' এর সফল পরীক্ষা নাসা'র জন্যও ভাল খবর৷

স্পেস শাটলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নাসা নতুন প্রজন্মের রকেট তৈরির পরিকল্পনা করছিল৷ কিন্তু এবছরের শুরুর দিকে প্রেসিডেন্ট বারাক ওবামা নাসা'র ঐ পরিকল্পনা বাতিল করে দিয়ে বেসরকারি খাতে রকেট তৈরির পথ উন্মুক্ত করে দেন৷ বেসরকারি ক্ষেত্র যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রকেট তৈরি করতে না পারে, তাহলে মহাকাশ স্টেশনে যাবার জন্য রাশিয়ার সয়্যুজ রকেট ব্যবহারের চিন্তা রয়েছে নাসা'র৷

অনলাইনে অর্থ পরিশোধের ওয়েবসাইট ‘পে-প্যাল'এর উদ্ভাবক এলোন মাস্ক ক্যালিফোর্নিয়া ভিত্তিক ‘স্পেসএক্স' কোম্পানির মালিক৷

‘স্পেসএক্স' ছাড়াও অর্বিটাল সায়েন্স কর্পোরেশনের সঙ্গেও চুক্তি রয়েছে নাসা'র৷ এই কোম্পানিটি প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে আগামী বছর৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ