1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম ম্যাচেই দেখা গেল টিম জার্মানিকে

১৪ জুন ২০১০

টিম জার্মানি, বিশ্বকাপে জার্মান দলের সাফল্যের মূল রহস্য বোধকরি এটাই৷ জার্মানদের খেলার মধ্যে কোন সৌন্দর্য না থাকলেও এখন পর্যন্ত বিশ্বকাপে জার্মানি একটি সফল দল, তার কারণ দলটির একটি দল হয়ে খেলা৷

ক্লোসের হেড ঢুকে যাচ্ছে অস্ট্রেলিয়ার জালেছবি: AP

রোববার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া৷ প্রতিপক্ষ হিসেবে তেমন শক্তিশালী নয়, তার ওপর আবার দ্বিতীয়ার্ধের শুরুর দিকে টিম কাহিল লাল কার্ড পেয়ে বের হয়ে যান৷ ফলে বাকি সময় সকারুদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে৷ কিন্তু এসব বিবেচনায় আনলে জার্মানিকে খাটো করা হয়ে যাবে৷ রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে গোটা জার্মান দল খেলেছে একটি টিম হিসেবে, এবং এটাই জার্মান দলের মূল শক্তি৷ স্ট্রাইকার হিসেবে লুকাস পোডলস্কি তাঁর প্রয়োজনীয়তা আবারও দেখালেন, বুড়ো হলেও যে ফুরিয়ে যাননি তা বুঝিয়ে দিলেন মিরোস্লাভ ক্লোসে৷ জার্মান দলের জন্য থমাস ও ম্যুলার এই দুটি নাম নাকি সৌভাগ্যপ্রসূত৷ তো, সেই দুটি নামের অধিকারি থমাস ম্যুলারও গোল করলেন৷ আর শেষ দিকে মাঠে নেমে ব্রাজিলীয় বংশোদ্ভুত কাকাউ প্রথম সুযোগে গোল করে বুঝিয়ে দিলেন সুযোগ পেলে তিনিও দলের জন্য কি করতে পারেন৷

খেলা শেষে উৎফুল্ল জার্মান দলছবি: AP

জয়ের পর ক্লোসে বলেন, ম্যাচের সবকিছুই ঠিকঠাক মত হয়েছে৷ এই যেমন তাঁর হেড করে গোল দেওয়া, প্রতিপক্ষকে একবারের বেশি পেনাল্টি বক্সের ভেতর কিক নিতে না দেওয়া ইত্যাদি৷ মধ্য মাঠে মিশায়েল বালাকের অনুপস্থিতি সত্বেও মনে হয়নি জার্মান দলে তাঁর খুব একটা অভাব রয়েছে৷ ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরীর সঙ্গে এই নিয়ে কথা বলছিলাম৷ তিনি বললেন, এটা জার্মান দলের জন্য বরং ভালোই হয়েছে৷ কারণ যেসব খেলোয়াড় বালাকের আড়ালে নিজেদের ব্যর্থতাকে লুকিয়ে রাখার চেষ্টা এতদিন করেছে তাদের এবার সেই উপায় নেই৷ তাই বাধ্য হয়েই সামনে চলে আসতে হয়েছে, কোচকে দেখাতে হয়েছে তাদের পারফরমেন্স৷

জার্মানির এত বড় জয়ের পর গোটা জার্মানিতেই উৎসবের ঢল৷ সমর্থকরা একটু বেশিই আশাবাদী৷ তাই রাস্তায় রাস্তায় অনেক সমর্থককেই বলতে শুনলাম, ফিনালে, ফিনালে৷ মানে ফাইনাল৷ কিন্তু আসলেই কি এতটা সহজ হবে? অরুণাভ চৌধুরী বললেন, মোটেই না, কারণ হিসাব করলে দেখা যাবে, পরের রাউন্ডগুলোতে জার্মানিকে মোকাবিলা করতে হবে স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনার মত দলগুলোকে৷ তাই শুরুটা এত সুন্দর হলেও তা ধরে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন টিম জার্মানি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ