1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকির মুখে ওবামাকেয়ার

৫ মে ২০১৭

অবশেষে সাফল্যের মুখ দেখলেন ট্রাম্প৷ ‘ওবামাকেয়ার' বাতিল করে বিকল্প আইন আনার পথে সংসদে প্রথম ধাপ পেরোতে পারলেন তিনি৷ কিন্তু জনরোষের মুখে রিপাবলিকান দল তাদের ঐক্য ধরে রাখতে পারবে কিনা, তা স্পষ্ট নয়৷

ডোনাল্ড ট্রাম্প
ছবি: Reuters

একের পর এক ধাক্কা খেতে খেতে নাজেহাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যা-ই করতে যান, বাধার মুখে পড়েন৷ এমনকি নিজের রিপাবলিকান দলও প্রায়ই বেঁকে বসে৷ সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এমন অসহায় অবস্থা কোনো প্রেসিডেন্টের জন্য বিরল ঘটনা৷ অবশেষে নির্বাচনি প্রতিশ্রুতি পালন করতে প্রথম ধাপ এগোতে পারলেন তিনি৷

পূর্বসূরি বারাক ওবামা-র আমলে সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্যবিমা ব্যবস্থা চালু হয়েছিল, সেই ‘ওবামাকেয়ার' বাতিল করতে সংসদের নিম্ন কক্ষের সমর্থন আদায় করতে পারলো ট্রাম্প প্রশাসন৷

মার্চ মাসে সেই উদ্যোগ বাতিলকরার পর হাউস অফ রিপ্রেসেন্টেটিভ এবার সামান্য ভোটের ব্যবধানে পুরানো ব্যবস্থা বাতিল করে নতুন ব্যবস্থা চালু করার প্রস্তাব অনুমোদন করলো৷ এবার উচ্চ কক্ষ সেনেট কী করে, সেদিকেই সবার নজর৷ সেখানে ১০০টি আসনের মধ্যে ৫২টি আসন রিপাবলিকানদের হাতে৷ অর্থাৎ তাদের ঐক্যে সামান্য ভাঙন ধরলেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত থাকবে না৷

ট্রাম্প ‘ওবামাকেয়ার' বাতিল করতে যতই দৃঢ়প্রতিজ্ঞ হোন না কেন, বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের অনেক সংসদ সদস্য উভয় সংকটে পড়েছেন৷ কারণ, তাঁদের নির্বাচনি কেন্দ্রে অসংখ্য ভোটার স্বাস্থ্য বিমা হারানোর আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়ছেন৷ তাঁরা সেই ক্ষোভের আঁচ পেতে শুরু করেছেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প ‘ওবামাকেয়ার'-এর আকর্ষণীয় কোনো বিকল্পও তুলে ধরতে পারেননি৷ বরং নতুন অবস্থায় অসংখ্য মানুষ চিকিৎসা ব্যবস্থার নাগাল পাবেন না বলেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে ভোটারদের সমর্থন পাওয়া কঠিন হয়ে উঠতে পারে৷

অ্যামেরিকার সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় আশঙ্কা একটি বিষয়কে ঘিরে৷ সুস্থ, সবল মানুষের জন্য স্বাস্থ্য বিমার মাশুল এক থাকলে বা ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী কমে গেলে তা নিয়ে কোনো আপত্তি নেই৷ তবে যারা আগে থেকেই কোনো রোগ-ব্যাধিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে সেই মাশুল সামর্থ্যের বাইরে চলে যাবে বলে মনে করা হচ্ছে৷ এমনকি বিমা কোম্পানি তাদের আদৌ কোনো বিমা দিতে অস্বীকার করতে পারে৷ তাছাড়া প্রতিটি রাজ্য এ বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেবার সুযোগ পেলে বিভ্রান্তি আরও বেড়ে যাবে৷ অ্যামেরিকান মেডিকাল অ্যাসোসিয়েশন, অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশনসহ বেশিরভাগ বড় সংগঠন ট্রাম্পের উদ্যোগের তীব্র বিরোধিতা করে আসছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ