প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম সুইং স্টেট জিতলেন বাইডেন। যে রাজ্যগুলির রায় যে কোনো দিকেই যেতে পারে, সেগুলিই হলো সুইং স্টেট।
বিজ্ঞাপন
নিউ হ্যাম্পশায়ার জিতলেন বাইডেন। এটাই প্রথম সুইং স্টেট যা ডেমোক্র্যাট প্রার্থীর কাছে গেল। গতবার এখানে হিলারি ক্লিন্টন খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন। এ বার ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার জিততে মরিয়া ছিলেন। কিন্তু পারলেন না।
অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এই সুইং স্টেটগুলির গুরুত্ব খুব বেশি। বিশেষ করে বড় রাজ্যগুলি, যেখানে বেশি ইলেকটোরাল কলেজ পয়েন্ট আছে। যেমন ক্যালিফোর্নিয়া, যেখানে ৫৫ ইলেকটোরাল কলেজ ভোট আছে। ফ্লোরিডায় আছে ২৯টি। কিছু রাজ্য ডেমোক্র্যাটদের ঘাঁটি। কিছু রিপাবলিকানদের। তাই সুইং স্টেট যিনি বেশি জিতবেন, তিনিই প্রেসিডেন্ট হতে পারবেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের জমজমাট প্রচারণা
যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের জোর প্রচারণা৷ ৩ নভেম্বরের এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারটা কেমন হচ্ছে জেনে নিন ছবিঘরে...
ছবি: Brian Snyder/Reuters
১৪ ফুট ট্রাম্প
পেনসিলভানিয়ার ইয়ংসটাউনের ট্রাম্প হাউসের সামনের লনে দাঁড়িয়ে আছে ডনাল্ড ট্রাম্পের ১৪ ফুট উঁচু কাটআউট৷
ছবি: Shannon Stapleton/Reuters
পুরোপুরি দুর্নীতিপরায়ন
পেনসিলভানিয়ার মনরোভিল এলাকার রাস্তায় জো বাইডেনবিরোধী ডিজিটাল বিলবোর্ড, সেখানে বাইডেনের ছবির পাশে লেখা ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’৷
ছবি: Shannon Stapleton/Reuters
প্রচারে সান্তা ক্লজ
ক্রিস্টমাস আসতে অনেক বাকি, তবে নির্বাচনকে সামনে রেখে ফ্লোরিডায় সান্তায় ক্লজের সাজে নেমে পড়েছেন এক ট্রাম্প-ভক্ত৷ তার হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘ট্রাম্পের পক্ষে সান্তা’৷
ছবি: Ricardo Arduengo/Reuters
নৈতিক যুক্তরাষ্ট্র
ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা এখন ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণায় ব্যস্ত৷ উইসকনসিনের এক দেয়ালে তাই বাইডেন আর তার রানিংমেট কমলা হ্যারিসকে ভোট দেয়ার আহ্বান জানাতে গিয়ে লেখা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রকে আবার নৈতিক করুন৷’’
ছবি: Bing Guan/Reuters
কোভিডে মৃত্যুর দায়
টেনেসির নেসভিলে বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প-বাইডেন দ্বিতীয়, অর্থাৎ চূড়ান্ত বিতর্কের আগে বাইডেন সমর্থক এক স্কুলবাস চালক৷ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯- এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করে প্ল্যাকার্ডে তিনি লিখেছেন, ‘‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ব্যর্থ করেছে৷’’
ছবি: Mike Segar/Reuters
প্রতিটি ভোটের গুরুত্ব
ট্রাম্প ‘বড়’ প্রার্থী, তার জয় সুনিশ্চিত- এ কথা ভেবে কেউ যাতে ভোট দিতে নিরুৎসাহিত না হন তা নিশ্চিত করতে উইসকনসিনে বাইডেন-কমলা সমর্থকদের প্রতীকী প্রচারণা৷ছোট ছোট মাছ একতাবদ্ধ হয়ে বড় একটা মাছকে তাড়া করছে- এমন ছবির নীচে লেখা ‘‘প্রত্যেকটি ভোট হিসেব হয়৷’’
ছবি: Bing Guan/Reuters
ফ্যাসিস্টের স্থান নেই
ম্যাসাচুসেটসের এক রাস্তার একপাশে ট্রাম্পের পক্ষে প্রচার চালাচ্ছেন তার সমর্থকরা, অন্যদিকে বাইডেনের এক সমর্থক দেখাচ্ছে ‘এই সড়কে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না’ লেখা প্ল্যাকার্ড৷
ছবি: Brian Snyder/Reuters
যথেষ্ট হয়েছে
উইসকনসিনের ব্ল্যাক আর্থের এক খামারের সামনে বাইডেন-কমলার সমর্থকরা লিখেছেন ট্রাম্প যথেষ্ট হয়েছে, ‘‘এবার বাইডেন আর কমলাকে ভোট দিন৷’’
ছবি: Bing Guan/Reuters
শত্রু সমাজতন্ত্র আর ‘ভুয়া খবর’
টেনেসির ন্যাশভিলে এক ট্রাকে ট্রাম্পের পক্ষের প্রচারণায় লক্ষ্যবস্তু বানানো হয়েছে সমাজতন্ত্র আর সংবাদমাধ্যমকে৷ সেখানে লেখা, ‘‘সমাজতন্ত্রকে বর্জন করুন, ট্রাম্পকে ভোট দিন’’ এবং ‘‘ভুয়া খবর জনগণের শত্রু৷’’
ছবি: Brian Snyder/Reuters
9 ছবি1 | 9
ফ্লোরিডায় ট্রাম্প এগিয়ে আছেন। এখানে জেতার আশা করেছিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার গুরুত্ব অপরিসীম। লড়াইয়ে থাকতে গেলে ও জিততে গেলে আগে ফ্লোরিডায় জয় নিশ্চিত করতে হতো ট্রাম্পকে। এখানে তিনি বাইডেনের থেকে বেশ কিছু ভোটে এগিয়ে গেছেন। সমীক্ষা বলছে, ক্যালিফোর্নিয়ায় বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি।
তবে এর মধ্যেই প্রথম সুইং স্টেট হিসাবে নিউ হ্যাম্পশায়ার জিতে বাইডেনের সমর্থকদের আত্মবিশ্বাস বেড়েছে।