1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম সুইং স্টেট জিতলেন বাইডেন

৪ নভেম্বর ২০২০

প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম সুইং স্টেট জিতলেন বাইডেন। যে রাজ্যগুলির রায় যে কোনো দিকেই যেতে পারে, সেগুলিই হলো সুইং স্টেট।

নিউ হ্যাম্পশায়ার জিতলেন বাইডেন। এটাই প্রথম সুইং স্টেট যা ডেমোক্র্যাট প্রার্থীর কাছে গেল। গতবার এখানে হিলারি ক্লিন্টন খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন। এ বার ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার জিততে মরিয়া ছিলেন। কিন্তু পারলেন না।

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এই সুইং স্টেটগুলির গুরুত্ব খুব বেশি। বিশেষ করে বড় রাজ্যগুলি, যেখানে বেশি ইলেকটোরাল কলেজ পয়েন্ট আছে। যেমন ক্যালিফোর্নিয়া, যেখানে ৫৫ ইলেকটোরাল কলেজ ভোট আছে। ফ্লোরিডায় আছে ২৯টি। কিছু রাজ্য ডেমোক্র্যাটদের ঘাঁটি। কিছু রিপাবলিকানদের। তাই সুইং স্টেট যিনি বেশি জিতবেন, তিনিই প্রেসিডেন্ট হতে পারবেন।

ফ্লোরিডায় ট্রাম্প এগিয়ে আছেন। এখানে জেতার আশা করেছিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার গুরুত্ব অপরিসীম। লড়াইয়ে থাকতে গেলে ও জিততে গেলে আগে ফ্লোরিডায় জয় নিশ্চিত করতে হতো ট্রাম্পকে। এখানে তিনি বাইডেনের থেকে বেশ কিছু ভোটে এগিয়ে গেছেন। সমীক্ষা বলছে, ক্যালিফোর্নিয়ায় বাইডেনের জয়ের সম্ভাবনা বেশি।

তবে এর মধ্যেই প্রথম সুইং স্টেট হিসাবে নিউ হ্যাম্পশায়ার জিতে বাইডেনের সমর্থকদের আত্মবিশ্বাস বেড়েছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ