1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিমাদাগাস্কার

প্রথা ভেঙে নজর কাড়ছেন মাদাগাস্কারের শিল্পী

১ ফেব্রুয়ারি ২০২৪

মাদাগাস্কারের এক মানুষ একইসঙ্গে ফ্যাশন ও সংগীত সৃষ্টি করেন৷ প্রথা ভেঙে নতুন ধরনের সৃষ্টির পথ বেছে নিয়ে তিনি অনেকেরই নজর কাড়ছেন৷ নিজেই দক্ষতা আয়ত্ত করে সৃজনশীলতার পথে চলেছেন এই নারী৷

কাপড় বোনার ছবি
সাশা বাম বাম বলেন, ‘‘শিল্পকলা জগতের মানুষের জন্য সন্ধ্যাবেলায় বের হবার উপযোগী আমি এই সব ডিজাইন সৃষ্টি করেছি৷''ছবি: JFK/EXPA/picturedesk.com/picture alliance

সাশা বাম বামের সৃষ্টি করা ব্যতিক্রমী ফ্যাশন আন্তানানারিভোর রাজপথে বেশ কিছু মানুষের ভ্রুকুটির কারণ হয়৷ তিনি বলেন, ‘‘শিল্পকলা জগতের মানুষের জন্য সন্ধ্যাবেলায় বের হবার উপযোগী আমি এই সব ডিজাইন সৃষ্টি করেছি৷''

নাতাশা ফেনোয়ারিসোয়া ওরফে সাশা বাম বাম এমন সব পোশাকের স্রষ্টা৷ নিজের সৃষ্টিকর্মের মূলমন্ত্র ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘আমার স্টাইল সত্যি সীমা লঙ্ঘন করে৷ আমি ‘মাসাক' নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেছি৷ এর অর্থ সাহসি, দৈনন্দিন জীবনে সাহস দেখানো, নিজেকে অন্যদের তুলনায় ভিন্ন তকে তোলা৷ সবার মাঝে থেকে নজর কাড়াই হলো উদ্দেশ্য৷ কারণ অসামান্য ব্যক্তি হিসেবে আমি অসাধারণ সব কিছু ভালোবাসি৷''

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো বৈপরিত্য, সংস্কৃতি ও রংয়ে ভরা এক শহর৷ মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ৷ প্রথমে প্রাচীন ইন্দোনেশিয়া, পরে ফ্রান্স সেখানে উপনিবেশ স্থাপন করেছিল৷ এমন বৈচিত্র্য সত্ত্বেও সাশা বাম বামের ফ্যাশন সত্যি নজর কাড়ার মতো৷ তাঁর তৈরি বেশিরভাগ পোশাকই মিউডিক ভিডিও বা ফ্যাশন শো-য় কাজে লাগানো হয়৷

ফ্যাশন সংক্রান্ত বেশিরভাগ জ্ঞান তিনি বাসায় ছোট ওয়ার্কশপে নিজেই আয়ত্ত করেছেন৷ সাশা বাম বাম বলেন, ‘‘এটা একটা ইভনিং গাউন, যা পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে আমি তৈরি করেছি৷ এই সব মুক্তা আগেও ব্যবহার করা হয়েছে৷ এই সজ্জা আমি খুঁজে পেয়ে সেলাই করেছি৷ খুবই উৎকৃষ্ট৷''

সাশা বহুমুখী প্রতাভাধর মানুষ৷ ফ্যাশনের পাশাপাশি সংগীতও সৃষ্টি করেন তিনি৷ তিনি নিজের ব্যান্ডের সঙ্গে রিহার্সালে যোগ দেন৷

বর্তমানে অবশ্য সাশা সংগীতের তুলনায় ফ্যাশনের জন্য বেশি সময় ব্যয় করছেন৷ কিন্তু মনের মধ্যে সব সময় দুই শাখারই স্থান থাকে৷

আদ্রিয়ান ক্নেশ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ