1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রধানমন্ত্রিত্ব ও দল ছাড়লেন মাহাথির মোহাম্মদ

২৪ ফেব্রুয়ারি ২০২০

মালয়েশিয়ার ৯৪ বছর বয়সি নেতা মাহাথির মোহাম্মদ সোমবার দুপুরে দেশটির রাজার কাছে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আবেদন করেছেন৷ এরপর তিনি দলের প্রধানের পদও ছেড়ে দেন বলে জানা গেছে৷

ছবি: picture-alliance/AP Photo/A. Hoe

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রিত্ব করা মাহাথির ২০১৮ সালের নির্বাচনে জিতে আবারও ক্ষমতায় গিয়েছিলেন৷ ঐ নির্বাচনের আগে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট বেঁধেছিলেন৷ আনোয়ার ইব্রাহিম একসময় মাহাথিরের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ছিলেন, এবং তাঁকে মাহাথিরের উত্তরসূরি বিবেচনা করা হতো৷ কিন্তু ১৯৯৮ সালে মালয়েশিয়ার অর্থনৈতিক সংকটের সমাধান নিয়ে দ্বন্দ্বের কারণে আনোয়ারকে বরখাস্ত করেন মাহাথির৷ এরপর সমকামিতা আর দুর্নীতির দায়ে তাঁকে কারাদণ্ডও দেয়া হয়৷

২০১৮ সালের নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে জোট বাঁধেন মাহাথির মোহাম্মদ৷ তাঁদের মধ্যে একটি চুক্তিও হয়৷ এতে বলা হয়, নির্বাচনে জিতলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন এবং আনোয়ারকে কারামুক্ত করে দুই বছরের মধ্যে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করবেন৷

কিন্তু নির্বাচনে জিতে আনোয়ারকে কারামুক্ত করলেও কবে তাঁর হাতে দায়িত্ব ছাড়বেন সেটি কখনোই নিশ্চিত করেননি মাহাথির৷

এই অবস্থায় সোমবার রাজার সঙ্গে দেখা করার সময় নেন আনোয়ার ইব্রাহিম৷ সেই সময় তিনি রাজাকে তাঁর পক্ষে বেশিরভাগ সাংসদের সমর্থন থাকার বিষয়টি বোঝানোর চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছিল৷ সংসদে বেশিরভাগ সাংসদের সমর্থন থাকা ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়ে থাকেন মালয়েশিয়ার রাজা৷

এদিকে, সপ্তাহান্তে ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্য ও বিরোধী নেতাদের মধ্যে আনোয়ারকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের আলোচনা শুরু হয়েছিল৷ তবে সোমবার সকালের মধ্যে সেই সম্ভাবনা মিইয়ে আসে৷

এরপর স্থানীয় সময় দুপুর একটার সময় মাহাথির মোহাম্মদ রাজার কাছে তাঁর পদত্যাগপত্র পাঠান বলে জানানো হয়৷ তার কিছুক্ষণ আগে মাহাথিরের দল আনোয়ারের সঙ্গে গড়ে তোলা জোট থেকে সরে আসার কথা জানায়৷ আনোয়ারের দলের ১১ সাংসদও পদত্যাগ করেন বলে জানানো হয়েছে৷

বিশ্লেষকরা মনে করছেন, আনোয়ার ইব্রাহিমকে ঠেকাতে মাহাথির মোহাম্মদ বিরোধীদের সঙ্গে মিলে নতুন সরকার গঠনের পরিকল্পনা করছেন৷

তবে মাহাথির তাঁর দল থেকে পদত্যাগ করেছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে৷

আর আনোয়ার ইব্রাহিম রাজার সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে মাহাথিরের জোট বাঁধার কোনো পরিকল্পনা নেই৷

উল্লেখ্য, মাহাথির সরকারের জনপ্রিয়তা দিন দিন কমছিল৷ স্থানীয় কয়েকটি নির্বাচনে তাঁর জোট পরাজিত হয়৷ সংখ্যাগরিষ্ঠ মালয় মুসলিমদের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ ওঠে৷ মাহাথিরের জোটে এথনিক চীনাদের প্রভাব বাড়ছিল বলে অভিযোগ৷ উল্লেখ্য, মালয়েশিয়ার ৬০ ভাগ মানুষ মালয় মুসলমান৷

এছাড়া সংস্কারের গতিও ধীর ছিল বলে মাহাথির সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ