1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবর্ধনা ও যানজট

সমীর কুমার দে, ঢাকা১ অক্টোবর ২০১৩

যুক্তরাষ্ট্র থেকে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ দারিদ্র্য দূরীকরণে অবদানের জন্য প্রধানমন্ত্রী সম্মানজনক সাউথ-সাউথ পুরস্কার লাভ করায় তাঁকে বিমানবন্দরেই আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়৷

ছবি: picture-alliance/dpa

বিমানবন্দরে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ বলেন, এ পুরস্কার সবার প্রাপ্য, বিশেষ করে যাঁরা আমাদের ভোট দিয়ে ২০০৯ সালে সরকার গঠনের সুযোগ দিয়েছে৷ যে সম্মান ও মর্যাদা আমরা দেশের জন্য এনেছি, তা যেন অব্যাহত থাকে৷ তিনি বলেন, ‘‘আমি ভাগ্যবান৷ কারণ, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) যখন ২০০০ সালে শুরু করা হয়, তখন আমি প্রধানমন্ত্রী ছিলাম৷ এখনও আমি প্রধানমন্ত্রী৷ এমডিজি-র আটটি লক্ষ্য ২০১৫ সালের মধ্যে বাস্তবায়নের আগেই আমরা এর কয়েকটি লক্ষ্য অর্জন করে ফেলেছি৷''

সংবর্ধনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে ২০২০ সালে মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ৷ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আমরা সরকারে আসার পর পুরস্কার নিয়ে আসি৷ আমরা দারিদ্র্য বিমোচনের জন্য সাউথ-সাউথ এবং খাদ্য নিরাপত্তার জন্যও পুরস্কার নিয়ে এসেছি৷ দারিদ্র্যের হার শতকরা ৫৬ থেকে ২৬ ভাগের নীচে নিয়ে এসেছি৷'' সবার উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমরা যা অর্জন করেছি, তা যেন ধরে রাখতে পারি৷ এ জন্য সবার সহযোগিতা চাই আমি৷''

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী হাসিনাছবি: AP

এর আগে এমিরেটস এয়ারওয়েজের একটি বিমানে (ইকে ৫৮৬) হয়রত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিকেল সাড়ে ৫টায় তাঁকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে৷ ভিভিআইপি টার্মিনালে নামার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন সেখানে৷

এদিকে, নিউ ইয়র্ক থেকে ফেরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে দুপুরের পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে ট্রাক-বাসে করে বিমানবন্দর এলাকায় জড়ো হন৷ সারি বেঁধে কয়েক হাজার মোটর সাইকেলও যেতে দেখা যায়৷ ফলে সোমবার বিকাল থেকে যানজটের মধ্যে পড়তে হয় রাজধানীবাসীকে৷ বিমানবন্দরমুখী সড়কগুলোতে লাগা যানজট সন্ধ্যা নাগাদ বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে৷ স্বাভাবিকভাবেই চরম ভোগন্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ৷ গাড়িতে আটকে থাকা অনেকে প্রকাশ করেন ক্ষোভও৷

জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

প্রসঙ্গত, গত ২৩শে সেপ্টেম্বর ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ-সাউথ কো-অপারেশন’এর প্রেসিডেন্ট ফ্রান্সিস লরেঞ্জা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন৷ এর আগে ২২শে সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী৷ ২৮শে সেপ্টেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনের উন্নয়ন বিতর্কে অংশ নিয়ে বাংলা ভাষায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রায় ২০ মিনিটব্যাপী দেয়া ঐ ভাষণে নিজের দেশের অর্থনীতি-রাজনীতিসহ বিভিন্ন ইস্যুতে নিজের ও নিজের দেশের পক্ষে অভিমত তুলে ধরেন তিনি৷ অধিবেশনের বাইরে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ